ও রূপা, রূপের রাজকুমারী
তুমি কোন জাদু জানো –
ও রূপা, মনের অংশীদারি
তুমি কোন মন্ত্র মানো।
ও রূপা, কথার ঝুড়ি
তুমি কোন গল্প বল –
ও রূপা, ভাবনার তরী
তুমি কোন উদ্দেশ্যে চলো।
ও রূপা, উল্লাসের তাজ
তুমি কোন কৌশলে আগে –
ও রূপা, সুখের বাজ
তুমি কোন আশাতে জেগে।
ও রূপা, ফুলের সৌরভ
তুমি কোন ভ্রমরের ভৌগ্য –
ও রূপা, কোকিলাকন্ঠী
তুমি কোন ঋতুর যোগ্য।
ও রূপা, ভাগ্যের পরী
তুমি কোন স্বপ্ন বাঁধো –
ও রূপা, স্বর্গর হুরী
তুমি কোন কষ্টে কাঁদো।
ও রূপা, অমূল্য ধন
তুমি কোন ইচ্ছার রেশ –
ও রূপা, অদম্য পণ
তুমি কোন ঠিকানায় শেষ।
ও রূপা, হাসির বন্যা
তুমি কোন গান গাও –
ও রূপা, চাঁদের কন্যা
তুমি কি আমাকে চাও??
বন্ধুরা আপনাদের ভাল লাগলে পেজ থেকে ঘুরে আসুন
1 মন্তব্যসমূহ
nice post
উত্তরমুছুন