kobitaabonggan.blogspot.com |
বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ীর ফুলের গন্ধ আমার বাড়ী আসে
সইগো বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ীর ফুল বাগানে নানান বর্ণের ফুল
হায়রে বন্ধুর বাড়ীর ফুল বাগানে নানান বর্ণের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরা আকুল ......
বন্ধুর বাড়ীর ফুলের টঙ্গী বাড়ীর পুর্ব ধারে
হায়রে বন্ধুর বাড়ীর ফুলের টঙ্গী বাড়ীর পুর্ব ধারে
সেথায় বসে বাজায় বাঁশি সেথায় বসে বাজায় বাঁশি প্রাণ নিল তার সুরে
মন নিল তার বাঁশির গান রূপে নিল আঁখি
মন নিল তার বাঁশির গান রূপে নিল আঁখি
তাই তো পাগল আবদুল করিম
তাই তো পাগল আবদুল করিম আশায় চেয়ে থাকি
0 মন্তব্যসমূহ