আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..?
আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন
কষ্ট তখনি লাগে যখন হাজার হাজার ভিজিটর পোস্ট পড়ে উপকৃত হন/নাহয় হয়ে কোন কমেন্ট লাইক না দিয়ে মজা নিয়ে চলে যায় ফলে উৎসাহ না পেয়ে লেখক এর পোস্ট করার রুচি কমে যায়।
যা হোক আশাকরি আপনি এরকম নাহ অবশ্যই মতামত দিবেন↓↓
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
অ্যাপস বিবরণ
অ্যাপস নাম Flash Keylogger।
অ্যাপস টির সাইজ ৩+ এমবি ।
এপসটি প্লেস্টোর পেয়ে যাবেন ।আর আমি অ্যাপস টির লিংক এখানেও দিয়ে দিবো
অ্যাপস কার্যবিবরণী
অ্যাপস টির সাহায্যে আপনি সহজেই গোয়েন্দা গিরি করতে পারবেন । আপনার ফোনে কি সব হইসে সব দেখতে পাবেন এই অ্যাপস টির মাধ্যমে।
আপনার বাসায় ভাই বোন আসে, আপনার বন্ধু বান্ধব অবশ্যই রয়েছে ।
মনে করেন আপনার একটাই ফোন । আপনার ফ্রেন্ডস এর ফোন নেই । সেই ফ্রেন্ডস অবশ্যই আপনার অনুপস্থিতিতে আপনার ফোন টিপে থাকে । আপনার ফোন ব্যাবহার করে সে ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, মেসেজিং ইত্যাদি কিসু সময়ের জন্য ব্যাবহার করে। আর আপনার আসার আগেই সব ডাটা ক্লিন করে দিয়ে থাকে।
আপনি যদি চান সে ওই সময়ে কার সাথে কি চ্যাট করেছে, ফেইসবুকে লগইন করেছে কিনা ,
ফেসবুকের পাসওয়ার্ড সহ পেয়ে যাবেন ।
বলা যায় যে আপনার ফোনে সে যা কিসু টাইপিং করেছে সব দেখতে পাবেন এই অ্যাপস টির মাধ্যমেই
তো চলুন শুরু করা যাক
প্রথমে অ্যাপস টি ডাউনলোড করে নিন নিচ থেকে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
———————————————————————–
কিভাবে কাজ করবেন সে জন্য নিচের স্কিনসর্ট গুলো লক্ষ্য করুন
ডাউনলোড কম্পিলিট হলে অ্যাপস টি ওপেন করুন তারপর স্লাইড করুন then নিচের মত continue Click
তারপর নিজের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিন এক+দুই নাম্বার ঘরে।
তিন নাম্বারে যে কোনো একটা সিলেক্ট করে চার নাম্বারে ইচ্ছা মত এনসার দিয়ে দিন।
তারপর create password নিচের মত ক্লিক করুন
তারপর নিচের মত আসলে এটি দিয়ে close করি দিবেন।
তারপর নিচের মত হোম পেজ আসবে , চিত্রে দেখানো স্থানে ক্লিক করে অন করে দিন
তারপর সেটিংস এ নিয়ে যাবে । ওখান থেকে পারমিশন দিয়ে দিবেন Flash Keylogger কে।
তারপর সিলেক্ট কিবোর্ড এবং একসিবিলিতি সার্ভিস গুলাও অন করে দিবেন । সব পারমিশন গুলাই সেটিংস থেকে অন করে দিবেন তারপর নিচের মত Enable করি দিন ।
তারপর আপনার ডিফল্ট কিবোর্ড হিসাবে flash keylogger selected করুন নিচের মত।
তারপর আপনার ফ্রেন্ডস যেখানেই যাক না কেনো সব হিস্টোরি এখানেই পাবেন ।
যেমন আমি লাইট, মেসেজিং এ গেছিলাম
তারপর আপনার flash keylogger ঢুকে পড়ুন আপনার পাসওয়ার্ড দিয়ে then নিচের মত পেজ পাবেন।
প্রমাণ হিসাবে নিচের দুইটা স্ক্রিন শট লক্ষ্য করুন
★ফেসবুক লাইট গিয়ে যা দিয়েছিলাম সব গুলাই শো করসে flash keylogger
★দেখুন আমি মেসেজিং অ্যাপস এ গিয়ে যা টাইপ করেছি সব শো করসে সেই অ্যাপস এ।
এভাবেই আপনি গোয়েন্দা গিরি করতে পারেন এই অ্যাপস দিয়ে।একটি কীবোর্ডের মাধ্যমে সব কিছুর তথ্য জানতে বা বাহির করতে পারবেন খুব সহজে
আর হ্যা পোষ্টটি কেউই কপি করবেন না করলে অবশ্যই ক্রেডিট দিবেন
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!
ধন্যবাদ সবাই কে
The post একটি মাত্র Amazing কীবোর্ড দিয়েই সকল অ্যাকাউন্ট হ্যাক করুন। [লাইভ প্রুভ সহ] appeared first on Trickbd.com.
source https://trickbd.com/hacking-tutorials/640137
0 মন্তব্যসমূহ