হ্যালো, ফ্রেন্ডস
কেমন আছেন আপনারা।
আশা রাখছি সবাই অনেক ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটা অ্যাপস শেয়ার করবো।
আপনার মোবাইলে যখনই কোনো মেসেজ, কল আসবে সেটা আপনাকে পড়া লাগবে এমনিতেই পড়ে দিবে।
এমনকি কে কল দিয়েছে আপনাকে সেটাপ বলে দিবে।
তাছাড়া চার্জ দিলেও এমন কাজটি ঘটবে।
যাইহোক কিভাবে এই কাজটি করবেন,এই কাজটি করার জন্য প্রথমে একটা ছোট অ্যাপ লাগবে, ইনস্টল করতে
ক্লিক করুন
ইনস্টল করে ওপেন করুন
যেমন আছে তেমনই থাকবে ওকেতে ক্লিক করুন
পারমিশন Allow করেদিন
এবার yes এ ক্লিক করুন
দেখানো সেটিংসটা অন করেদিন
App notification ক্লিক করুন
এটা enable করেদিন
Sellect app এ ক্লিক করুন
এবার ৩ ডট মেনুতে ক্লিক করুন
Read all notification ক্লিক করুন
ব্যস কাজ শেষ
এবার আপনার মোবাইলে যখনই কোনো মেসেজ,কল আসবে সেটা আপনাকে পড়ে শুনাবে।
তাছাড়া চার্জ দিলেও কথা বলবে।
যাইহোক পোষ্টটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন,আর পোষ্টে লাইক দিতে ভুলবেন না।
কোনো কিছু না বুঝলে কমেন্ট করুন।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।
The post আপনার মোবাইলে কল আসলে তার নাম বলবে,মেসেজ আসলে পড়ে শুনাবে,চার্জ দিলে কথা বলবে চমৎকার একটা অ্যাপসের সাহায্যে appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ