আসসালামুআলাইকুম !
কেমন আছেন তা’আর জানতে চাইলাম না ।কারণ আমাদের দেশ সহ আজ সারা বিশ্ব “করোনা ভাইরাস” (COVID-19) নামে এই নতুন রোগটি নিয়ে সবাই আতঙ্কিত ।এ রোগটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ার ফলে দৈন্যদিন নতুন করে আক্রান্ত এবং মৃত্যু হচ্ছে হাজারও মানুষের ।আজ এই নতুন রোগটি (COVID-19) সম্পর্কে পূর্বে থেকে কোন ধারণা না থাকার ফলে এর বিস্তার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
বর্তমানে বাংলাদেশেও এ রোগটি প্রকাশ পেয়েছে।আমাদের দেশে এ রোগ টি ব্যাপক হাড়ে ছড়িয়ে না পড়লেও দিন দিন এ রোগটি বিস্তার লাভ করছে।যেখানে সারা বিশ্ব এ রোগটি সাথে পেরে উঠতে পারে নি ।সেখানে আমাদের এই ছোট্টো বাংলাদেশের কি করণীয় ? কি ভাবে এর থেকে নিজেকে , নিজের পরিবারকে , রাষ্ট্রকে বাঁচাব।বাংলাদেশ একটি ঘনবসতি রাষ্ট্র এ দেশে গ্রাম আঞ্চলের মানুষ যেনম : অসচেতন , তেমনী অজ্ঞ ! একবার কি ভেবে দেখেছেন যদি বাংলাদেশের গ্রাম অঞ্চলে একবার এ রোগটি ছড়িয়ে পড়ে তাহলে কি রকম অবস্থা হবে।ইতালি , ফ্রান্স কেও ছাড়িয়ে যাবে।
পরিবার & রাষ্ট্রকে এই মহামারী থেকে বাঁচাতে এখনেই সঠিক সময় সঠিক পরার্মশ ও পদক্ষেপ নেওয়ার ।
কি ভাবে সঠিক পরামর্শ ও সঠিক তথ্য জানবেন ?
বিশ্বের এই মহামারীকে চিন্তা করে বাংলাদেশ কে এ মহামারী থেকে রক্ষা করতে ।ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে চ্যাটবোট এর সাহায্য সঠিক সেবা এ পরামর্শ দেওয়ার কথা চিন্তা করেছে
>> করোনা সহায়াতা << নামে একটি ফেসবুক টিম ।যেখানে ফ্রি তে করোনা ভাইরাস সম্পর্কে সকল প্রকার আবডেট পাবেন।
আপনার যে সেবাটি প্রয়োজন সে অপশনটি ট্যাপ করুন।
#কি রকম সেবা /পরামর্শ পেতে পারেন
করোনা আক্রান্ত এবং
মৃত্যুর লাইভ ডাটা দেখা
যাবে।
৫টি টিভি চ্যানেল এ সরাসরি আপডেট পাবেন।
এড়াও ৮টি অনলাইন পত্রিকার খবর
সরাসরি মেসেঞ্জারে পড়া
যাবে।
আপনার শারীরিক
অবস্থার উপর ভিত্তি করে
আপনার করোনায় আক্রান্ত
হওয়ার সম্ভাবনা জানা
যাবে।
করোনার লক্ষণ, ভুল
ধারণা এবং প্রতিরোধের
উপায়সমূহ জানতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তর এবং
IEDCR এর হেল্পলাইন
নাম্বারের তালিকা
পাওয়া যাবে।
বিশেষ কোনো সহায়তা
বা প্রশ্ন থাকলে, লাইভ
সাপোর্টের সাথে
যোগাযোগ করা যাবে।
#চ্যাটবোটের সেবা
পেতে নিচের
লিংকে গিয়ে মেসেজ দিন।
যাদের অক্লান্ত পরিশ্রমে কাজটি সম্পর্ন হয়েছে তারা হলোঃ Parves Hossin Rabby , Hasibul Alam , Rijwanul Hnqe , Tafannum Srijila & Md Naim করোনা ভাইরাস সম্পর্কে চ্যাটেবোটের মাধ্যমে ফ্রিতে এরকম সেবা দেওয়ার জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ !
সাথে থাকার জন্য ধন্যবাদ ! নিজের খিয়াল রাখুন , পরিবারের খিয়াল রাখন ।সুস্থ থাকুন ভালো থাকুন।আল্লাহর ইবাদত করুন।
“Stay Home”
The post মেসেঞ্জার চ্যাটবোটের সাহায্যে ফ্রিতে ‘করোনা ভাইরাস’ সম্পর্কে পরামর্শ , সহায়তা এবং করানো অক্রান্ত ও মূত্যুর লাইভ ডাটা জানুন [Live Update COVID-19] appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ