মেসেঞ্জার চ্যাটবোটের সাহায্যে ফ্রিতে ‘করোনা ভাইরাস’ সম্পর্কে পরামর্শ , সহায়তা এবং করানো অক্রান্ত ও মূত্যুর লাইভ ডাটা জানুন [Live Update COVID-19]

Ads Inside Post

মেসেঞ্জার চ্যাটবোটের সাহায্যে ফ্রিতে ‘করোনা ভাইরাস’ সম্পর্কে পরামর্শ , সহায়তা এবং করানো অক্রান্ত ও মূত্যুর লাইভ ডাটা জানুন [Live Update COVID-19]



আসসালামুআলাইকুম !

কেমন আছেন তা’আর জানতে চাইলাম না ।কারণ আমাদের দেশ সহ আজ সারা বিশ্ব “করোনা ভাইরাস” (COVID-19) নামে এই নতুন রোগটি নিয়ে সবাই আতঙ্কিত ।এ রোগটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ার ফলে দৈন্যদিন নতুন করে আক্রান্ত এবং মৃত্যু হচ্ছে হাজারও মানুষের ।আজ এই নতুন রোগটি (COVID-19) সম্পর্কে পূর্বে থেকে কোন ধারণা না থাকার ফলে এর বিস্তার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।

বর্তমানে বাংলাদেশেও এ রোগটি প্রকাশ পেয়েছে।আমাদের দেশে এ রোগ টি ব্যাপক হাড়ে ছড়িয়ে না পড়লেও দিন দিন এ রোগটি বিস্তার লাভ করছে।যেখানে সারা বিশ্ব এ রোগটি সাথে পেরে উঠতে পারে নি ।সেখানে আমাদের এই ছোট্টো বাংলাদেশের কি করণীয় ? কি ভাবে এর থেকে নিজেকে , নিজের পরিবারকে , রাষ্ট্রকে বাঁচাব।বাংলাদেশ একটি ঘনবসতি রাষ্ট্র এ দেশে গ্রাম আঞ্চলের মানুষ যেনম : অসচেতন , তেমনী অজ্ঞ ! একবার কি ভেবে দেখেছেন যদি বাংলাদেশের গ্রাম অঞ্চলে একবার এ রোগটি ছড়িয়ে পড়ে তাহলে কি রকম অবস্থা হবে।ইতালি , ফ্রান্স কেও ছাড়িয়ে যাবে।

পরিবার & রাষ্ট্রকে এই মহামারী থেকে বাঁচাতে এখনেই সঠিক সময় সঠিক পরার্মশ ও পদক্ষেপ নেওয়ার ।

♦ কি ভাবে সঠিক পরামর্শ ও সঠিক তথ্য জানবেন ?

বিশ্বের এই মহামারীকে চিন্তা করে বাংলাদেশ কে এ মহামারী থেকে রক্ষা করতে ।ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে চ্যাটবোট এর সাহায্য সঠিক সেবা এ পরামর্শ দেওয়ার কথা চিন্তা করেছে
>> করোনা সহায়াতা << নামে একটি ফেসবুক টিম ।যেখানে ফ্রি তে করোনা ভাইরাস সম্পর্কে সকল প্রকার আবডেট পাবেন।

♦ আপনার যে সেবাটি প্রয়োজন সে অপশনটি ট্যাপ করুন।

#কি রকম সেবা /পরামর্শ পেতে পারেন

♥ করোনা আক্রান্ত এবং
মৃত্যুর লাইভ ডাটা দেখা
যাবে।

♥ ৫টি টিভি চ্যানেল এ সরাসরি আপডেট পাবেন।



♥ এড়াও ৮টি অনলাইন পত্রিকার খবর
সরাসরি মেসেঞ্জারে পড়া
যাবে।


♥ আপনার শারীরিক
অবস্থার উপর ভিত্তি করে
আপনার করোনায় আক্রান্ত
হওয়ার সম্ভাবনা জানা
যাবে।

♥ করোনার লক্ষণ, ভুল
ধারণা এবং প্রতিরোধের
উপায়সমূহ জানতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তর এবং
IEDCR এর হেল্পলাইন
নাম্বারের তালিকা
পাওয়া যাবে।

♥ বিশেষ কোনো সহায়তা
বা প্রশ্ন থাকলে, লাইভ
সাপোর্টের সাথে
যোগাযোগ করা যাবে।

#চ্যাটবোটের সেবা
পেতে নিচের
লিংকে গিয়ে মেসেজ দিন।

মেসেঞ্জার চ্যাটবোট Link

আথবা এখানে
♠

যাদের অক্লান্ত পরিশ্রমে কাজটি সম্পর্ন হয়েছে তারা হলোঃ Parves Hossin Rabby , Hasibul Alam , Rijwanul Hnqe , Tafannum Srijila & Md Naim করোনা ভাইরাস সম্পর্কে চ্যাটেবোটের মাধ্যমে ফ্রিতে এরকম সেবা দেওয়ার জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ !
সাথে থাকার জন্য ধন্যবাদ ! নিজের খিয়াল রাখুন , পরিবারের খিয়াল রাখন ।সুস্থ থাকুন ভালো থাকুন।আল্লাহর ইবাদত করুন।

“Stay Home”


The post মেসেঞ্জার চ্যাটবোটের সাহায্যে ফ্রিতে ‘করোনা ভাইরাস’ সম্পর্কে পরামর্শ , সহায়তা এবং করানো অক্রান্ত ও মূত্যুর লাইভ ডাটা জানুন [Live Update COVID-19] appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ