জরুরী প্রয়োজনে ফেসবুকে মেসেজ দিলেই পাবেন ইমার্জেন্সি মোবাইল রিচার্জ সাপোর্ট !

Ads Inside Post

জরুরী প্রয়োজনে ফেসবুকে মেসেজ দিলেই পাবেন ইমার্জেন্সি মোবাইল রিচার্জ সাপোর্ট !

আসসালামু আলাইকুম।


আশা করি সকলে ভালো আছেন?
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি।
আজ আমি কথা বলবো কি ভাবে জরুরী প্রয়োজনে ফেসবুকে মেসেজ দিলেই পাবেন ইমার্জেন্সি মোবাইল রিচার্জ সাপোর্ট !
তো চলুন শুরু করা যাক —
জরুরী প্রয়োজনে ফেসবুকে মেসেজ দিলেই পাবেন ইমার্জেন্সি মোবাইল রিচার্জ সাপোর্ট !

আমরা প্রায়ই এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়ে যাই, যখন পকেট ভর্তি টাকা থাকলেও মোবাইল রিচার্জ সম্ভব হয় না অথবা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারনে মোবাইল রিচার্জ করতে পারি না। জরুরী মূহুর্তে মোবাইলে সামান্য ব্যালেন্স না থাকার কারনে, আমাদেরকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। সব কিছু হেরে যায়, মাত্র ২ মিনিটের ফোন কলের কাছে!

“মাত্র ২ মিনিট ফোন কলের কাছে” হেরে গিয়ে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, এমন হাজারো উদাহরণ আছে আমাদের জীবনে। এই প্রতিবন্ধকতা থেকে এই সমাজ রক্ষা করতে,
AR Rasel ব্যাক্তিগত উদ্যোগে “Hello Brother” নামক একটা সামাজিক সেবা শুরু করলাম। দিন বা রাত, যেকোন সময়, জরুরী প্রয়োজনে ইমার্জেন্সি সাপোর্ট হিসেবে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ সেবা দিবো।

আমি যেহেতু একজন ছাত্র তাই স্বল্প পরিসরে এই সেবা শুরু করলাম। আমি জানি এই সেবার অপব্যাবহার অনেকেই করবে। খুব সহজেই প্রতারণার শিকার হতে পারি। তাই বিশ্বাসের উপর নির্ভর করে নিজেকে বুঝ দিলাম,

“বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর”

প্রতারণা থেকে মুক্ত থেকে “Hello Brother” এর কার্যক্রম চালু রাখতে, কিছু নিয়ম রাখলাম।

“Hello Brother” এর পলিসি সমূহ:

➲ যে ফেসবুক আইডি থেকে রিচার্জ রিকুয়েষ্ট মেসেজ আসবে সেই ফেসবুক আইডি অবশ্যই রিয়েল হতে হবে এবং নিজের ছবি থাকতে হবে।

যেসকল আইডিতে সঙ্গত কারনে নিজের পিক দেয়না, সেক্ষেত্রে তার আইডি পর্যালোচনা করে দেখবো। ফেইক মনে হলে হেল্প করা হবে না।

➲ রিচার্জ রিকুয়েষ্ট করে প্রতিবন্ধকতা সম্পর্কে অবশ্যই অবগত করতে হবে।

➲ প্রতিবন্ধকতার সত্যতা যাচাইয়ে “Hello Brother” যেকোন ধরনের তথ্যানুসন্ধান করলে তা অবশ্যই জানাতে হবে।

➲ প্রতিমাসে ১টি ফেসবুক একাউন্ট থেকে সর্বোচ্চ দুইবার এই সেবা গ্রহণ করতে পারবে।

➲ ব্যাক্তির প্রয়োজন অনুসারে ১০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি মোবাইল রিচার্জ সাপোর্ট দেওয়া হবে।

➲ “Hello Brother” সেবার বিশ্বাসকে ব্যাবহার করে প্রতারণা করলে ও প্রতারক প্রমাণ হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।
পেইজ লিংক
AR Rasel
আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ।
আল্লাহ হাফেজ।

The post জরুরী প্রয়োজনে ফেসবুকে মেসেজ দিলেই পাবেন ইমার্জেন্সি মোবাইল রিচার্জ সাপোর্ট ! appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ