Apps লক বাইপাস করবেন কিভাবে দেখে নিন খুব সহজে যাস্ট ২মিনিটে

Ads Inside Post

Apps লক বাইপাস করবেন কিভাবে দেখে নিন খুব সহজে যাস্ট ২মিনিটে

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজকের পোস্টের হলো অ্যাপস লক ভাইপাস।

আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অ্যাপস লক বাইপাস করবেন। অনেক সময় দেখা যায় আপনাদের বন্ধু বা আত্বীয়ের ফোনের গ্যালারি বা ফাইল ম্যানেজার লক করা থাকে। আর আমাদের মনে কৌতুহল জাগে যে তার গ্যালারি বা ফাইল ম্যানেজারে কি রয়েছে। সো দুটি ট্রিকসের মাধ্যমে অ্যাপস লক বাইপাস করে দেখাবো। একটি অনলাইন মেথড আরেকটা অফলাইন মেথড। আজকে আমি আপনাদের দুইটি মেথডই দেখাবো। আশা করি সবার জন্য খুব সুবিধা হবে।

তো চলুন শুরু করা যাক… অফলাইন মেথড

১. প্রথমে আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার টি ওপেন করুন।

২. ওপেন করার পর সার্চবারে লিখবেন file:///sdcard তারপর ইন্টার বাটনে ক্লিক করুন।

৩. তারপর আপনে দেখতে পাবেন আপনার ফোনের সম্পুর্ন মেমোরি টা এক্সেস পেয়ে গেছে।

৪. তারপর আপনার ইচ্চামতো যেকোন একটি ফোল্ডার সিলেক্ট করুন।

৫. সিলেক্ট হয়ে গেলে আমি Camera ফোল্ডার ওপেন করতেছি।

৬. তারপর যেকোন একটি ফটো তে ক্লিক করুন।

৭. তারপর ফটো টি সো করবে লক করা থাকা হলেও।

অনলাইন মেথড

অ্যাপ নেমঃ wifi file transfer
অ্যাপ সাইজঃ ৭৪৩ কেবি মাএ
অ্যাপ ডাউনলোড লিংক

১. প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

২. ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।

৩. ওপেন করার পর Start এ ক্লিক করুন।

৪. তারপর Storage পারমিশন দিয়ে Continue ক্লিক করুন।

৫. ক্লিক করার পর আপনাদের সামনে একটি আইপি এড্রেস সো করবে। নোট বা কপি করে রাখুন।

৬. কপি করার পর যেকোন ব্রাউজারে গিয়ে আইপি এড্রেস টি পেস্ট করে ইন্টার করুন।

৭. ব্যাস কাজ শেষ এবার ফোনের সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন।

বিঃদ্রঃ Wifi File Transfer অ্যাপটি অন করার জন্য অন্য একটি ফোন থেকে হটস্পট দিয়ে নিবেন। আমি দেখাবো যে কিভাবে আপনারা অন্য ডিভাইস থেকে এক্সেস নিবেন। এক্সেস নেওয়ার জন্য আমাদের Ngrok সার্ভারে মাধ্যমে পোর্ট ফরওয়ার্ডিং করার প্রয়োজন হবে। যার জন্য আপনার ফোনে যদি Termux অ্যাপটি ইন্সটল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইন্সটল করে নিবেন।
অ্যাপ ডাউনলোড লিংক

১. প্রথমে Termux অ্যাপটি ওপেন করুন।

২. ওপেন হয়ে গেলে তারপর ls কমান্ড দিন।

৩. তারপর ./ngrok http 192.168.0.3:1234 কমান্ড দিয়ে ইন্টার দিন।

৪. তারপর ১-২ মিনিটের মধ্যে Ngrok সার্ভার রান হয়ে যাবে।

৫. সার্ভার রান হয়ে যাওয়ার পর উপরের লিংকটি থেকে যেকোন ডিভাইস এক্সেস নিতে পারবে।

৬. লিংকটি পেস্ট করে সার্চ অপশনে ক্লিক করুন।

৭. ব্যাস তাহলেই যেকোন ফোন থেকে আপনারা এক্সেস নিতে পারবেন।

নেক্সট পোস্টে আমি দেখাবো কীভাবে আপনারা Ngrok সার্ভারের মাধ্যমে পোর্ট ফরওয়ার্ডিং করবেন Without Hotspot

আশা করি সবার খুব ভালো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন , ট্রিকবিডির সাথেই থাকবেন । ধন্যবাদ
আল্লাহ হাফেজ ❤

ফেসবুক লিংকঃ https://ift.tt/3jglmpG

The post Apps লক বাইপাস করবেন কিভাবে দেখে নিন খুব সহজে যাস্ট ২মিনিটে appeared first on Trickbd.com.



source https://trickbd.com/hacking-tutorials/685265


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ