আসসালামু আলাইকুম
আপনারা সকলে কেমন
আছেন?
আশা করি ভালোই আছেন।
কেউ ভালো না থাকলে
আমাদের প্রিয়
ট্রিকবিডি সাইট কেউ
ভিজিট করে না।
আপনাদের দোয়ায় আমিও
ভালো আছি।
আমি আজ আপনাদের
সামনে হাজির হয়েছি
নতুন একটা পোষ্ট নিয়ে।
যার মাধ্যমে আমরা নতুন
কিছু শিখবো।
একটা কথাঃ
আমি একজন মানুষ আর
মানুষ মাত্রই ভুল আমার
যদি
ভুল হয় তাহলে কেউ খারাপ
কমেন্ট করবেন না।আর
যদি
পারেন তাহলে কমেন্টে
ভুলটা
দেখিয়ে দিবেন।তাহলে
আমি
ভুলটা সংশধনের চেষ্টা
করব।
আর যদি পোষ্টটা পড়ে
যদি,
একটুও উপকৃত হন তাহলে
একটা কমেন্ট ও একটা
লাইক
দিয়ে যাবেন।
আচ্ছা, যাই হোক টাইটেল
দেখেত নিশ্চয়ই বুঝে
গেছেন যে,আজ কি বিষয়
নিয়ে কথা বলতে চাচ্ছি?
চলুন শুরু করা যাক।
বিস্তারিত
আজ শেখাবো কীভাবে আপনার হাতে থাকা জাভা ফোনটি দিয়ে একটি ফ্রি হোস্টিং রিসেলার সাইট বানাবেন ।
হ্যাঁ আপনি ByetHOST,IHOSTFULL,RF.GD এর মতো ফ্রি হোস্টিং প্রোভাইড করতে পারবেন তাও আবার সম্পুর্ন ফ্রিতে আপনার হাতে থাকা জাভা মোবাইলটি দিয়েই ।
তার আগে এ সম্পর্কে কিছু প্রশ্ন দেখুন:-
*রিসেলার হোস্টিং কী?
উত্তরঃ এর মানের হোস্ট কিনে বিক্রি করা ।
*ফ্রি রিসেলার হোস্টিং কী?
উত্তরঃ এর মানে আপনি ফ্রিতেই ফ্রি হোস্টিং সাইটের মাধ্যমে সবাইকে হোস্টিং দিতে পারবেন ।
*ফ্রি রিসেলার হোস্টিং সাইট বানাতে কত টাকা খরচ হবে?
উত্তরঃ এক টাকাও খরচ হবে না ।
*কী কী স্ক্রীপ্ট/টেম্পলেট লাগবে?
উত্তরঃ কোনো স্ক্রিপ্ট/টেম্পলেট লাগবে না ।
*ফ্রি রিসেলার হোস্টিং সাইটটি বানাতে কি কি জিনিস লাগবে?
উত্তরঃ শুধুমাএ একটি জিমেইল আইডি এবং একটি ডোমেইন[ফ্রিনোমের ফ্রি ডোমেইনও ব্যবহার করতে পারবেন ।
এবার কিছু ফ্রি রিসেলার হোস্টিং সাইটের ডেমো দেখে আসুন ।
1
2
3
Myownfreehost.net Register
**ডেমো যদি দেখা শেষ হয়ে থাকে তাহলে আমি আবার একটু কিছু বলতে চাই*
আপনার ফ্রি হোস্টিং রিসেলার সাইট এ কী কী থাকবে?
উত্তরঃFree Professional Hosting
10GB Disk Space
100GB Bandwidth
10 Domains Hosting
10 Email Accounts
Professional Website Builder
Softaculous Softaculous
Easy-to-use Control Panel
অবশ্যই আপনি এগুলো দেখে অনেক খুশি হয়ে যাবেন কেননা আপনি এক টাও খরচ না করে ফ্রিতেই ফ্রি হোস্টিং রিসেলার সাইট তৈরি করে নিতে পারবেন ।
আমি বলেদিতে চাই যে,আমি ফ্রি হোস্টিং রিসেলার সাইট কীভাবে তৈরি করতে হয় থেকে শুরু করে কন্ট্রোল A-Z আপনাদের সামনে তুলে ধরব । হয়তো,বুঝেই গেছেন এতো কিছু এক পার্টে করা সম্ভব না তাই আমি পোস্টগুলো 6টা পার্ট এ করতে যাচ্ছি । যদি,আমার কোনো বিপদ-আপদ না হয় তাহলে পোস্টগুলো 1সপ্তাহের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরব ।
***অনেক কথা বলে ফেললাম এবার মুল কাজে আসা যাক*
আপনি যদি ফ্রি হোস্টিং রিসেলার সাইট তৈরি করতে চান তাহলে প্রথমে এই লিংকে যান ।
ওখানে দেখবেন আপনাকে ইমেইল এবং ডোমেইন নেম দিতে বলবে ।
এবার প্রশ্ন হচ্ছে ডোমেই নেম কোথায় পাবেন ?
উত্তর: আপনি ফ্রি ডোমেইন ফ্রিনোম থেকে নিতে পারেন কিন্তু দুঃখজনক যে জাভা ফোন ব্যবহারকারীদের জন্য ফ্রিনোম থেকে ডোমেইন নেওয়া সম্ভব না ।।তাই,আপনার বাড়ির আশেপাশের কারোর কাছে থেকে এন্ডয়েড ফোন নিয়ে ডোমেইন নিতে পারেন । আপনি চাইলে আপনার ফ্রি হোস্টিং রিসেলার সাইটের জন্য পেইড ডোমেইন ও ব্যবহার করতে পারবেন ।
এবার,আমি দেখাবো কীভাবে ফ্রিনোম থেকে আপনার ডোমেইনটি MOFH সাইটে কানেক্ট করবেন?
আমার ডোমেইনটি আমার ভাইয়ের ফোন দিয়ে রেজিষ্টার করা ছিলো তাই আমার আর ডোমেইন রেজিস্টার করার প্রয়োজন নেই ।
তাই,আমি প্রথমেই ফ্রিনোম এ লগই করলাম ।
তারপরে আমার ডোমেইনটার মেনেজ ডোমেইন এ ক্লিক করলাম ।
তারপরে এ ক্লিক করলাম
তারপরে নেমসার্ভার এ ক্লিক করলাম
এবার ক্লিক দিতে হবে
তারপর ফ্রিনোম এর নেম আপনার ডোমেইন এ নেমসার্ভার দিতে হবে
ns1.byet.org ns2.byet.org ns3.byet.org ns4.byet.org
Succes
আজকের পোষ্ট এখানেই শেষ করলাম । পরবর্তী_পোষ্ট সুস্থ এবং নিরাপদ থাকবেন ।
The post জাভা দিয়ে তৈরি করে ফেলুন ফ্রি রিসেলার হোস্টিং সাইট । পার্ট-1 appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ