বতর্মানে (প্রায়) আমরা সবাই মোবাইল ব্যবহারকারী।
তারই সাথে সবাই মোবাইলে গান,গজল এবং কেউ কেউ ওয়াজ ও শুনি। সবচেয়ে বড় কথা হচ্ছে, দিনে আমাদের কাজ কর্ম থাকায় আমরা দিনে তেমন মোবাইলের পিছনে সময় ব্যায় করিনা এবং গান;গজল ও কম শুনি।
কিন্তু, সবাই রাতে যথেষ্ট সময় পাওয়ায় ঘুমোতে যাওয়ার আগ মুহূর্তে গান শুনি।
কিন্তু, গান চলতি অবস্থায় আমাদের ঘুম চলে আসে। তাই সারারাত দরে এই গান গুলো ধারাবাহিক ভাবে চলতে থাকে। যা আমাদের ব্রেইন এর জন্যে ও ক্ষতির কারন। এ গান ততক্ষন চলে যতক্ষন আপনার মোবাইল পুরোপুরি বন্ধ না হয়। অর্থাৎ, আপনার মোবাইলের চার্জ একদম আসমানে পাঠিয়ে দেয়। যা কিন্তু, মোটেও মোবাইলের জন্যে ভালো না।
তার জন্যে কি করা যায়?
আজকে আমি আপনাদের জন্যে এ সমস্যার সমাধান দিবে এরকম ই একটি ছোট এপস নিয়ে হাজির হলাম।
তো চলুন, বেশি কথা না বলে আমরা আজকের বিষয়টি সম্বন্ধে বিস্তারিত জেনে নিই।
চলুন*শুরু করি
প্রথমত আপনার একটা এপস লাগবে।
এখান থেকে ডাউনলোড করুন।
Apps Download link
এরপর নিচের স্ক্রিনশটের মতো কাজ করুন।
অর্থাৎ, এই এপস টা অপেন করুন।
এরপর আপনাকে আসল কাজটাই করতে হবে। অর্থাৎ, আপনাকে এখন সময় সিলেক্ট করতে হবে। যে সময় পযর্ন্ত আপনি গান টা চালাতে চান।
এরপর screen short এর মতো setting এ যান
এখন একদম উপরের অপশন থেকে music player সিলেক্ট করুন যেটা দিয়ে আপনি গান শুনে অটোমেটিক্যালি বন্ধ করতে চান। আমি mx player choose করলাম।
একদম ঠিক উপরের মতো সবগুলো on করুন।
এখন আবার হোমে এসে open player selected করুন।
একটি গান,গজল বা ওয়াজ সিলেক্ট করুন।
যা আপনি শুনতে চান।
এখন মোবাইলের হোম স্ক্রিনে বা নোটিফিকেশন বারে দেখুন একটা অপশন আছে। নিচের মতো।
cancel এ ক্লিক করলে আপনার plan টা বাতিল হবে।
Extend 10 এ ক্লিক করলে দশমিনিট নতুন সময় যোগ হবে।
আশাকরি সম্পুর্ন পোষ্ট বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজে জানাবেন। পেজ লিঙ্ক উপরে আছে।
আল্লাহ হাফেজ
copyright : কেউ বিনা অনুমতিতে পোষ্ট কপি করে বিপদে পড়লে Trickbd.com দায়ী থাকবে না।কেউ যদি এই পোষ্ট গুলো কপি করেন আপনার সাইটের ক্ষতি হতে পারে।তাই এক্ষেত্রে অধিক সাবধানতা অবলম্বন করা অত্যধিক জরুরী।
√ Created by : MD Sagor
√ From : trickbd.com
The post রাতে ঘুম আসলে অটোমেটিক গান বন্ধ হয়ে যাবে। কিন্তু মোবাইল বন্ধ হবেনা। appeared first on Trickbd.com.
source https://trickbd.com/android-tips/650443
0 মন্তব্যসমূহ