জাভা ফোন দিয়ে ফেসবুকে ব্যাকগ্রাউন্ড রঙিন করে পোষ্ট করুন।।

Ads Inside Post

জাভা ফোন দিয়ে ফেসবুকে ব্যাকগ্রাউন্ড রঙিন করে পোষ্ট করুন।।

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। আর ট্রিকবিডির সাথে থাকলে সকলে ভালো থাকে এটা সকলেই জানে।

ট্রিকবিডিতে এটি আমার প্রথম পোষ্ট। তাই পোষ্টে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমায় ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন।
যাই হোক কাজের কথায় আসা যাক।

Title দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি আজ কী সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি।
হ্যা আপনারা ঠিকই শুনেছেন জাভা ফোন দিয়েও ফেসবুকে ব্যাকগ্রাউন্ড রঙিন করে পোষ্ট করা যায়। হ্যা তো এখন শুরু করা যাক।

=>প্রথমে আপনি আপনার ফোনের অপেরা মিনি ব্রাউজারে চলে যান।
=>এবার ব্রাউজারের Mobile View, Off করা থাকলে On করে দিন।

{ Warning: Mobile View, On না করলে আপনার ব্যাকগ্রাউন্ড পোষ্ট করতে সমস্যা হবে।}
আর আপনার ফেসবুকে Login করা না থাকলে Login করে নিন।
=>এবার আপনি
এই লিঙ্কে চলে যান।
=>তারপর নিচের স্কিনশটের মতো একটি খালি বক্স দেখতে পাবেন। ঐ বক্সে আপনার পোষ্ট লিখুন।
পোষ্ট লেখা শেষ হলে উপরের স্কিনশটের মতো কিছু বক্স দেখতে পারেন। যেকোনো একটা বক্সএ ক্লিক করুন।
=>লোডিং শেষ হলে Post এ ক্লিক করে আপনার পোষ্ট করুন।
=>এবার ফেসবুকে ঢুকে Profile এ গিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ড রঙিন পোষ্ট হয়ে গেছে।

বিশেষ দ্রষ্টব্য


এই পোষ্টের সম্পুর্ণ ক্রেডিট Md Sakowat Hossain Sagor এর। তাই তাকে ধন্যবাদ।

তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রিকবিডির সাথেই থাকুন।
আর কোনো সমস্যা হলে Contact Me on Facebook
আমার সাইট ভিজিট করতে ভুলবেননা।
Visit my Site

ধন্যবাদ।।।।












The post জাভা ফোন দিয়ে ফেসবুকে ব্যাকগ্রাউন্ড রঙিন করে পোষ্ট করুন।। appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ