আসসালামুয়ালাইকুম।
বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আসলে ট্রিকবিডির সাথে যারা থাকে তারা ভালোই থাকে।
আমি আর বেশী কথা বাড়াবো না চলুন কাজের কথায় আসা যাক।
আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি শেয়ার করব। অনেকে হয়ত বিরক্ত হতে পারেন কারন একই পোস্ট বারবার ট্রিকবিডিতে করা হচ্ছে। আজকে আমি আপনাদের লাইক বাটন, সাতটি শেয়ার বাটন এবং Trickbd PC theme এর সমস্ত Bbcode সহ পুরো থিমটি শেয়ার করব সাথে কিছু নিউ ফিচার। থিমটা ব্লো কালারের তাই আপনাদের পছন্দ হবেই আশা করছি। ইচ্ছে করলে সামান্য কিছু CSS ইডিট করে কালার পরিবর্তন করতে পারবেন। তো চলুন কিছু Screenshot দেখে নেওয়া যাক।
এই থিমের ব্যপারে বিস্তারিত বলার প্রয়োজন মনে হয় নেই। কারন এই থিমের ব্যপারে সবাই জানে। আর জানবেই না বা কেন ডেভেলপারদের কাছে এই থিমটা অনেক প্রিয়। অনেকে আবার এই থিম ইডিট করতে করতে প্রোগামিং জগতে পারি দিয়েছে, যেমন আমি। তাই আমি ট্রিকবিডির কাছে কৃতজ্ঞ।
Demo দেখুনDownload ThemeDownload Notification Plugin
Notification Plugin Activation code: MD Ashikur Rahman
থিম এবং প্লাগইন ইন্সটল করা হয়ে গেলে আপনার WordPress সাইটৈর Dashboard এ যান তারপর Page > Add new তে ক্লিক করুন।
এবার Page title: Database Table দিয়ে ড্রোপডাউন মেনু থেকে Page template: Database Table দিয়ে Publish করে দিন। এবার পেজটা একবার View করুন। তারপর প্রয়োজন হলে Remove করে দিতে পারেন। এই পেজটি আপনার ওয়েবসাইটের পেমেন্ট সিস্টেম সক্রিয় করার জন্য এবং ডেটাবেসে কয়েকটি টেবিল তৈরির জন্য।
আজ এ পর্যন্তই দেখা হবে আগামিতে।
বন্ধুরা পোস্টটি ভালো লাগলে লাইক দিয়ে ট্রিকবিডির সাথেই থাকুন এবং আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসার দাওয়াত রইল
আমার পরবর্তী পোস্ট হচ্ছে কিভাবে একটি মেইল সার্ভার বানাবেন এবং তা থেকে আয় করবেন।
কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্টে জানান অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। Facebook Me
ধন্যবাদ সময় নিয়ে পোষ্টটি পড়ার জন্য।
The post নিয়ে নিন Trickbd মোবাইল ভার্সন Like, Share, Notification এবং পেমেন্ট প্লাগইন একসাথে appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ