[java-user] Opera Mini 4.21 এ অপেরা মিনি থিম লাগানো শিখুন এবং নিয়ে নিন অসাধারন একটা থিম।

Ads Inside Post

[java-user] Opera Mini 4.21 এ অপেরা মিনি থিম লাগানো শিখুন এবং নিয়ে নিন অসাধারন একটা থিম।

প্রথমে আমার ভালোবাসা নেবেন। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার অনেক দিনের শখ যে Trickbd তে পোস্ট করব। তো আজকে সে সপ্ন পুরন হলো।
আজকে আমি কি টপিক নিয়ে হাজির হয়েছি তা হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন। আজকে আমি Opera Mini 4.21 এ Opera Mini থিম লাগানো শেখাব।
তো যাদের কাছে অপেরা মিনি থিম নেই তারা নিচ থেকে থিমটা Download করে নিন।এই থিমটা Green Color এর মতো।

অনেক জাভা ইউজার আছেন যারা থিম লাগাতে পারেন না।
আবার অনেক জাভা ইউজার আছে যারা অপেরা মিনি থিম কি তা জানেন না?
অপেরা মিনি থিম হলো এমন একটা জিনিস যা অপেরা মিনি এর কালার Chang করে দেয়।ফলে আপনার অপেরা মিনিকে দেখতে অনেক সুন্দর দেখায়।
আজ অনেক কথা বলে ফেললাম,, তো চলুন পোস্ট শুরু করা যাকঃ

অনেক জাভা ইউজার Opera Mini 4.21 ব্যবহার করেছেন।
এই Browser টা দেখতে লাল কালার এর মতো এবং এই Browser অনেক সুবিধা আছে।
কিন্তু এই Browser অনেক অসুবিধাও আছে।
তো চলুন জানা যাক যে opera mini এর থিম কিভাবে আপনার অপেরা মিনি 4.21 এ লাগাবেন।

তো চলুন কিছু Screenshot দেখা যাকঃ
প্রথমে আপনার অপেরা মিনিতে গিয়ে Menu>>Tools>>Setting>>General এ যান


তারপর একটা পেজ আসবে।ঐ পেজের একটু নিচে Change Skin খুজে বের করুন এবং সেখানে ক্লিক করুন।

Change Skin এ ক্লিক করার পর নিচের Screenshot এর মতো একটা পেজ আসাবে।এরপর এখানে আসার পর Menu>>Import এ ক্লিক করুন।

Import এ ক্লিক করার পর আপনার মেমরিতে যান। তারপর যে ফোল্ডার এ আপনি অপের মিনি থীম রাখছেন সেখানে যান এবং অপের মিনি থিম এর ওপর ক্লিক করুন এবং পারমিশন দেন।

থিমটার ওপর ক্লিক করার পর নিচের এর মতো এইখানে আনবে। তারপর Menu>>Save করে দিন।

তার পর দেখুন আপনার অপেরা মিনিতে থিম লাগানো শেষ। আমি Green কালার থিম লাগাইছি তাই আমার অপেরা মিনি Green কালার হয়েছে। এই ক্ষেত্রে আপনি যে কালারের থিম লাগাবেন আপনার অপেরা মিনি সেই কালার হবে।

তো দেখলেন যে কিভাবে যেকোন অপেরা মিনি থিম আপনার অপেরা মিনিতে লাগাবেন। জাভা ফোন দিয়ে টিউন তৈরি করা অনেক কঠিন। আর আমি একজন জাভা ইউজার। তাই আমার পোস্টের কোথাও ভুল থাকলে নিজ গুণে  ক্ষমা করবেন। এবং ভুল টা ধরিয়ে দিবেন। তাহলে পরবর্তীতে এরকম ভুল হবে না।
পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এই রে opera mini এর Green Theme টার Download Link তো দেওয়াই হলোনা। তো নিচের Download Link থেকে Download করে নিন।

Click Here To Download

The post [java-user] Opera Mini 4.21 এ অপেরা মিনি থিম লাগানো শিখুন এবং নিয়ে নিন অসাধারন একটা থিম। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/java-mobile/717100


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ