[AkLogic-6] Facebook এর মত সামাজিক সাইট তৈরি করুন খুব সহজে। না দেখলে অনেক বড় একটা মিস করবেন (A – Z)🔵

Ads Inside Post

[AkLogic-6] Facebook এর মত সামাজিক সাইট তৈরি করুন খুব সহজে। না দেখলে অনেক বড় একটা মিস করবেন (A – Z)🔵

আজকাল আমরা সবাই ফেসবুক এর সাথে পরিচিত। ফেসবুক আমরা সবাই জানি অনেক বড় একটা সাইট, এই ধরনের সাইট তৈরি করতে অনেক কঠিন একটা বেপার, এই সাইট শুধু তারাই তৈরি করতে পারে যারা প্রফেশনাল WebDeveloper।

কিন্তু আজকে আপনাদের সবাইকে ভুল প্রমান করে ছারবো। আজকে যেই পোস্ট টি শেয়ার করব তা দিয়ে ছোট বাচ্চা রাও Facebook এর মত সাইট তৈরি করতে পারবে।

মূলপোস্ট: প্রথমে এইলিংকে এ গিয়ে রেজিস্টার করে নিন এবং নিচের মত করে আপনার তথ্য দিয়ে।

তার পরে আপনার ডমিন নেম, আর Discription দিয়ে create now এ ক্লিক করুন।

তারপরে preset নামে Option সিলেক্ট করে Go তে ক্লিক করুন।


তার পরে নিচে দেখানো মত কাজ করুন।


এবার আপনার সাইট ভিজিট করব দেখুন আপনার সামাজিক সাইট তৈরি হয়ে গেছে।


কেও যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন।

তো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাইরাস থেকে মুক্ত থাকবেন 

The post [AkLogic-6] Facebook এর মত সামাজিক সাইট তৈরি করুন খুব সহজে। না দেখলে অনেক বড় একটা মিস করবেন (A – Z)🔵 appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ