ক্যামেরায় তোলা কোনো লেখার ছবিকে স্পষ্ট ছবিতে রূপান্তর করুন

Ads Inside Post

ক্যামেরায় তোলা কোনো লেখার ছবিকে স্পষ্ট ছবিতে রূপান্তর করুন

ট্রিকবিডির সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালোই আছেন

আমরা অনেক সময়ই বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাগজপত্র বা লেখার ছবি তোলে থাকি৷ আবার অনেক সময় খাতায় লেখা ছবি কাওকে পাঠাতে হয়৷ কিন্তু ক্যামেরায় তোলা ছবি সবসময় ক্লিয়ার হয় না৷ যার কারণে যার কাছে ছবি পাঠাই সে স্পষ্ট ছবি দেখতে পারে না বা দেখতে গেলেও কষ্ট হয়৷

এখন শুরু করা যাক কিভাবে ছবি স্পষ্ট করা যাবে৷ এর জন্য আমরা একটা app ব্যবহার করব৷ নিচ থেকে এই app টি ডাউনলোড করে নিন৷

App Name: Notebloc

Download

এখন এপটি ওপেন করুন৷ নিচের স্ক্রিনশটটি ফলো করুন৷

এখন অপেন করার পর তীর চিহ্নিত অংশে ক্লিক করুন৷

আপনার ক্যামেরায় তোলা কোনো বইয়ের ছবি বা খাতায় লেখা কোনো ছবি যা আপনি স্পষ্ট করতে চান তা সিলেক্ট করুন৷

এবার ক্রপ করে চিহ্নিত অংশে ক্লিক করুন৷

এবার দেখুন ছবি কত ক্লিয়ার হয়ে গেছে৷

তো এটা সেভ করে ফেলুন এবং গ্যালারিতে গিয়ে দেখুন নতুন ফাইলে ছবি এসেছে৷ এটাই সেই ছবি৷

লেখাটা কেমন হলো জানাবেন৷ পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ৷ আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতা দান করুক৷ আমিন৷

The post ক্যামেরায় তোলা কোনো লেখার ছবিকে স্পষ্ট ছবিতে রূপান্তর করুন appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ