আজকে দেখাবো কিভাবে আইপি টিভি ইউজ করবেন।
এবং আপডেটেড লিংক শেয়ার করবো।
যেটা আমার নিজের বানানো এবং আপনারা সবাই নিয়মিত আপডেট পাবেন।
তবে এই লিংক পাব্লিকলি শেয়ার করবেন না।
এতে বাফারিং হতে পারে এবং লিংক এক্সপায়ার্ড হয়ে যেতে পারে।
এবং লিংক এর অধিকাংশ চ্যানেলই BDIX কানেকটেড।
সো বুঝতেই পারছেন বাফারিং হওয়ার কোন চান্স নেই।
আপনাদের যদি কোন চ্যানেল দরকার হয় সেটা আমাদের চ্যানেল বা গ্রুপ এ বলবেন অধিকাংশ মতের ভিত্তিতে এড করে দেওয়া হবে।
গ্রুপ এবং চ্যানেল লিংক পোস্টের নিচে দেওয়া আছে।
তো চলুন শুরু করা যাক।
প্রথমে প্লেস্টোর থেকে এই এপস টা ডাওনলোড করুন।
লিংক এখানে
অথবা সার্চ করুন Televizo
এরপর ওপেন করে Create playlist এ ক্লিক করুন।
এরপর কন্টিনিউ এ ক্লিক করুন।
এরপর New M3u Playlist এ ক্লিক করুন।
টিভি নেম এ যেকোন কিছু দিন।
এরপর
https://ift.tt/3EcJTqx
এই লিংকটা কপি করে url এর জায়গায় বসিয়ে দিন।
ব্যাস কাজ শেষ ।
দেখুন সব চ্যানেল এসে গেছে।
যেভাবে প্লেলিস্ট আপডেট সেট করবেন
যেন অটোমেটিক প্রতিবার আপডেট হয়ে যায়।
সেক্ষেত্রে নিচের ছবিগুলো ফলো করুন।
আপডেট অন রাখলে টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন।
যেকোন প্রবলেম এর জন্য টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ এ জয়েন করুন
নোটিশ সেকশন থেকে সব নোটিশ গুলো ভালোকরে পড়ে নিবেন সবসময়।
এবং টেলিগ্রাম চ্যানেল এ সব ধরনের আপডেট জানানো হবে।
সম্পূর্ন পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক
আমাদের টেলিগ্রাম মিরর গ্রুপ লিংক
The post যেভাবে বাফারিং ছাড়া আইপিটিভি ইউজ করবেন। [T20Wc Added With fastest Server] appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ