আসসালামু আলাইকুম,
আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলই অনেক ভালো আছেন।
আজকে আপনাদের মাঝে Facebook Emoji 4.0 শেয়ার করবো। যা ইনস্টল করলে আপনার রুটেট ডিভাইসে সব খানে ফেসবুক মেসেঞ্জারের মতো ইমোজিগুলো শো করবে।
এই পোস্টটি বিষেষ করে তাদের জন্য যাদের ফোনের এন্ড্রয়েড ভারশন ১০এর নিচে। কারণ Android 10 এর উপরের ভাশনের ফোন গুলোতে ডিফল্ট ইমোজিই অনেক সুন্দর থাকে।ইমোজি ফন্টটি আপনার ফোনে ইনস্ট্ল করার জন্য অবশ্যই ফোনটি রুটেট এবং Android 5+ হতে হবে। এবং ভূল ভাল কমান্ড দেওয়ার ফলে যদি ফোন ব্রিক করে তাহলে আমি দায়ি থাকবো না

প্রথমে ডাউনলোড বাটন এ ক্লিক করে ইমোজ ফন্টটি ডাউনলোড করে নিন। Download Facebook Emoji 4.0
তারপর নিচের স্ক্রিনশট ও নির্দেশনা অনুসরণ করুন-নিচের স্ক্রিনশট এর মতো যেকোনো রুট ব্রাউজার ওপেন করুন আমি Zarchiver অ্যাপটির মাধ্যমে করবো,
রুট ব্রাউজার / ফাইল মেনেজার এ ঢুকে System>Fonts ফল্ডারটিতে প্রবেশ করুন।


তারপর NotoColorEmoji.ttf নামের ফাইলটি বের করুন এবং এটির রিনেম করে NotoColorEmoji.ttf.backup লিখে দিন যাতে পরে রিস্টোর করতে পারেন ডিফল্ট ইমোজি ফাইলটি।

এর পরে ফেসবুক ইমোজি এর রিনেম করুন NotoColorEmoji.ttf এবং এটি System> Fonts ফোল্ডারে পেস্ট করুন।

এবার ইমোজি ফাইলটির উপরে হোল্ড করে ধরুন তারপর নিচের মতো Permission নামের অপশন পাবেন,

পারমিশন 644 লিখে দিয়ে Apply তে ক্লিক করে ফোনটা রিবুট করুন।

এখন আপনার ফোনের ইমোজি চেক করে দেখুন সব জায়গায় ফেসবুক ইমোজি শো করতেছে।
The post আপনার Rooted এন্ড্রয়েড ফোনটিতে ফেসবুক এর ইমোজি ইনস্টল করুন এবং ফেসবুক মেসেঞ্জারের মতো সব জায়গায় ফেসবুকের স্টাইলিশ ইমোজি উপভোগ করুন।[Facebook Emoji 4.0] appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ