আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।
অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে মাক্কি সূরার সংখ্যা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
কুরআন মজিদ সবশেষ আসমানি কিতাব । এই কিতাবকে মোট ৩০টি ভাগে ভাগ করা হয়েছে । এক অংশকে পারা বলা হয় । কুরআন মজিদে রয়েছে ১১৪টি সূরা । এর আয়াত সংখ্যা ৬২৩৬টি । তবে অনেকে আয়াত সম্পকে ভিন্ন ভিন্ন মত পেষণ করেছে । অনেকে বলেন যে কুরআন মজিদে আয়াত সংখ্যা ৬৬৬৬টি ।
আমাদের হযরত মোহাম্মদ (স) মাত্র ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন । আর খুব কম সময়ে কুরআন মজিদ সম্পুণ অবতরণ হয়েছে । কুরআন মজিদ অবতরণের সময় বিবেচনা করে সূরা সমূহ ২টি ভাগে বিভক্ত । এগুলো হলো :-
১। মাক্কি সূরা এবং
২। মাদানি সূরা
আজ আমি শুধুমাত্র মাক্কি সুরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
মাক্কি সূরা :-
খুবই সাধারণভাবে বলা যায় যে পবিত্র মক্কা নগরীতে যে সূরাগুলো নাযিল হয়েছে সে সুরাগুলো মাক্কি সূরা । তবে অনেকে মত পেষণ করেছে যে মহানবি হযরত মোহাম্মদ (স) এর মদিনায় হিজরতে আগে যে সূরাগুলো নাযিল হয়েছিল সেগুলো মাক্কি সূরা । কারণ মদিনায় হিজরতের পর মহানবি (স) এর নিজ বাড়ি আর মক্কা থাকে না । এরকম অনেক সূরা রয়েছে যেগুলো হিজরতের পরে নাযিল হয়েছে কিন্তু মক্কাতে নাযিল হয়েছে । তবুও এরকম সূরা হবে মাদানি সূরা । কারণ এ সূরা গুলো হিজরতের পরে নাযিল হয়েছিল ।
আবার ঠিক এই প্রসঙ্গে ইয়াহিয়া ইবনে সালাম বলেন, “মহানবি (স) এর হিজরত কালে মদিনা গমনের পথে মদিনা পৌছানোর আগ পযন্ত যে সূরা নাযিল হয়েছে সেগুলোও মাক্কি সূরা ।”
মাক্কি সূরার সংখ্যা :-
অনেক আলেমদের মত-অভিমত সবকিছু বিচার বিবেচনা করে মাক্কি ও মাদানি সূরার সংখ্যা নিধারণ করা হয়েছে । এই মাক্কি সূরার সংখ্যা ৮৬টি ।
আরও পড়ুন :-
মাক্কি সূরার বৈশিষ্ট্য :-
১। মাক্কি সূরাসমূহ তাওহিদ ও রিসালাতের প্রতি আহবান জানানো হয়েছে ।
২। আখিরাত বা পরকাল অথাৎ মৃত্যুর পরবতী জীবন কিয়ামত,জাহান্নাম, জান্নাতের কথা বণনা করা হয়েছে ।
৩। শিরক-কুফরের পরিচয় বণনা করা হয়েছে এবং এগুলোর পরিণতি কি হবে তা প্রমাণ করা হয়েছে ।
৪। মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া হয়েছে ।
৫। পূববতী মুশরিক ও কাফিরদের হত্যাকান্ডের কাহিনী, ইয়াতিমদের সম্পদ হরণ করা,কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া প্রভৃতি কুপ্রথার কথা উল্লেখ করা হয়েছে ।
৬। শরিয়তের সাধারণ নীতিমালা উল্লেখ করা হয়েছ ।
৭। উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের কথা বননা করা হয়েছে ।
৮। এ সূরাসমূহ আকারে ছোট এবং এর আয়াতও তুলনামূলকভাবে ছোট । এর বিষয়গুলো শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ।
তো আজ এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ ।
The post পবিত্র কুরআনের মাক্কি সূরার সংখ্যা ও বৈশিষ্ট্য appeared first on Trickbd.com.
source https://trickbd.com/uncategorized/754425
0 মন্তব্যসমূহ