ICT নিয়ে যারা সমস্যায় ভুগছেন তারা এই পোস্টটি দেখুন (বিশেষ করে HSC শিক্ষার্থীরা)

Ads Inside Post

ICT নিয়ে যারা সমস্যায় ভুগছেন তারা এই পোস্টটি দেখুন (বিশেষ করে HSC শিক্ষার্থীরা)

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই পোস্টে আমি এমন একটি এপ্লিকেশনের কথা বলবো যার মাধ্যমে আশা করছি যারা এইচ.এস.সি পরীক্ষার্থীরা রয়েছে বা যারা একাদশ শ্রেনীতে ভর্তি হয়েছে তাদের উপকার হবে।

আপনারা সবাই জানেন ICT এমন একটি সাব্জেক্ট যা আমাদের সবার জন্যেই অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এই ICT সাব্জেক্টটি নিয়ে অনেক ছাত্র-ছাত্রীই অনেক টেনশনে ভোগে। কারন প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আইসিটিতে যেসব বিষয়গুলো নতুন করে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেসব বিষয়ে অনেকেই অনেক কিছুই জানে না অথবা এসব বিষয়ে খুবই নতুন। যেমনঃ প্রোগ্রামিং, কোডিং, ডেটাবেজ ম্যানেজমেন্ট, সংখ্যা পদ্ধতি সহ অনেক বিষয় সম্পর্কেই অনেক ছাত্র-ছাত্রীই জানে না। এ কারনে তারা এসব বিষয়ে বইয়ে পড়লেও বুঝতে পারে না। কারন তারা এসব বিষয়ে খুবই নতুন। তাছাড়া প্রচলিত এ শিক্ষাব্যবস্থায় পুরাতন যেসব শিক্ষক-শিক্ষিকা রয়েছেন তারাও এসব বিষয়ে ভালো জ্ঞান না থাকায় তারাও ঠিকভাবে বুঝাতে পারেন না ছাত্র-ছাত্রীদেরকে। আমি সবার কথা বলছি না। আমার কথায় কেউ খারাপ কিছু মনে করবেন না। আমি শুধু সত্যটা তুলে ধরছি। ভবিষ্যতে আইসিটি একটি গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক সাব্জেক্ট হিসেবে পরিচিতি লাভ করবে সেটা আমরা সবাই জানি। তাই এ বিষয়ে আগে থেকেই জ্ঞান অর্জন না করতে পারলে ও তা বাস্তবিক জীবনে সঠিকভাবে প্রয়োগ না করতে পারলে একটা সময় আমরা দেশ হিসেবে ও জাতি হিসেবেও অনেকটাই পিছিয়ে পড়বো কেননা এ যুগ আইসিটির যুগ।
তাই আমাদের উচিত আইসিটির উপর গুরুত্ব দেওয়া।

আমরা যদি নিজেরা আইসিটি নিয়ে এগিয়ে থাকতে পারি তবে আমরা দেশ ও জাতি হিসেবে পৃথিবীতে একটি সুন্দর স্থান হিসেবে জায়গা করে নিতে পারবো। এখনই সময় আমাদের দেশকে সবার সামনে রিপ্রেজেন্ট করা। আমরাও যে কারো থেকে কম নই তা দেখিয়ে দেওয়া।

এই পোস্ট করার পিছনে আমার দুটু উদ্দেশ্য রয়েছে।

১) যারা ICT সাব্জেক্ট টা কে অবহেলার চোখে দেখে তাদেরকে এর গুরুত্ব নিয়ে বলা।

২) প্রচলিত শিক্ষাব্যবস্থায় বই ছাড়াও অন্যান্য উপায় বের করে দেওয়া যার মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই আইসিটি বিষয়ক জ্ঞান পেতে পারে।

প্রথম পয়েন্ট নিয়ে তো কথা বললামই। এবার আমি ২য় পয়েন্টটি নিয়ে কথা বলছি।
আইসিটি যারা শিখতে চান বা জানতে চান এ বিষয় নিয়ে তাদেরকে বলছি, আপনারা বইয়ে মুখ গুজে আইসিটি কোনোদিনও শিখতে পারবেন না। যদিও সংখ্যা পদ্ধতির মতো অংক সহজেই শিখতে ও করতে পারবেন কিন্তু অন্যান্য বিষয় যেমনঃ প্রোগ্রামিং, কোডিং, ডেটাবেজ ম্যানেজমেন্ট, HTML ইত্যাদি এ বিষয়গুলো আপনাকে Practical ভাবেই শিখতে হবে। এগুলো আপনারা বইয়ে মুখস্ত করে কোনোদিনও শিখতে পারবেন না।

এ বিষয়গুলো আপনারা যেসব জায়গা থেকে শিখতে পারবেন তার জন্যই এই পোস্ট।

🔥১) App এর মাধ্যমেঃ

Google Playstore এ এমন অনেক App ই পাবেন যার মাধ্যমে আপনারা বই ছাড়াই পড়ালেখা করতে পারবেন। বইয়ের সবকিছুই এসব App এ পেয়ে যাবেন এবং খুবই সহজ ও Practical ভাবেই দেওয়া আছে। আমি এমন কিছু App এর লিংক দিয়ে দিচ্ছি। এর বড় সুবিধা হলো আপনি যেখানেই ইচ্ছা বই সাথে না নিয়ে গিয়েও পড়তে বা শিখতে পারবেন। যারা বই নিয়ে বসলেই ঘুমিয়ে পড়েন তাদের কাজে দিবে বলে আশা করছি।

#1) ICTclass – Playstore

https://play.google.com/store/apps/details?id=com.amaderdesign.ictclass

#2) Interactive ICT – Playstore

https://play.google.com/store/apps/details?id=team.shunno.interactiveict

#3) https://play.google.com/store/apps/details?id=com.exa.ictboss

#4) Hsc Ict book app – Playstore

https://play.google.com/store/apps/details?id=com.crossappers.ictpathshala

#5) HSC ict book – Playstore

https://play.google.com/store/apps/details?id=com.megamind.hscictbook

যে ৫ টি App দিলাম সে App গুলোতে আপনারা ICT বই, বিভিন্ন কুইজ, প্রশ্নের সমাধান ইত্যাদি সব পেয়ে যাবেন।

🔥২) YouTube এর মাধ্যমেঃ

আমি জানি না ট্রিকবিডিতে অন্যের চ্যানেলের লিংক দেওয়া Allowed কি না। তাই আমি কিছু ভালো ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি যেখান থেকে আমি কলেজে থাকতে ICT বিষয়ক অনেক কিছুই শিখেছিলাম খুব সহজেই। আশা করছি আপনাদেরকেও সাহায্য করবে।

1) 10 minute school

2) Technique Easy Education

3) Amader School

4) Naba Tech World

5) Saiful Learning Point

6) Azad Sir educare

আমি ইনাদের ভিডিওগুলো দেখে দেখে দেখে অনেক কিছুই শিখেছি ও পরীক্ষা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালোই মার্কস পেয়েছি। তাই আমি ইনাদের চ্যানেলগুলো সাজেস্ট করলাম।

তবে যেহেতু বাংলাদেশে বাংলা ভাষায় এসব শিখার চ্যানেল ও সোর্স কম তাই আমি আরো একটি পদ্ধতির কথা বলছি তবে এটা হবে শুধুই তাদের জন্য যারা ইংরেজী ভালো বুঝে।

🔥3) Website : বিভিন্ন HTML, Programming, Coding related প্রচুর ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন সহজেই শিখার জন্যে। এছাড়াও এসব রিলেটেড আলাদা আলাদা App ও আপনারা Playstore এ পেয়ে যাবেন। যেমনঃ Programming Hub, Programming Hero, Decoder, Code editor, Mimo, Sololearn, Grasshopper, Enki, Learn HTML ইত্যাদি। যেগুলোর নাম বললাম সেগুলো প্লেস্টোরের সবচেয়ে ভালো Apps গুলো। এছাড়াও আপনারা এসব রিলেটেড প্রচুর ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন।

অনেকেই এগুলো বিষয়ে জানে। কিন্তু জেনেও অলসতা করে আর এগুলো শিখতে চায় না। আবার অনেকেই এগুলো নিয়ে খুব একটা জানে না। সবাই কিন্তু সবকিছু জানে না। আবার অনেকেই জেনেও না জেনে থাকে বা তা পালন করে না বাস্তবে।
আশা করছি এ পোস্টের মাধ্যমে আপনারা একটু হলেও ধারনা পেয়েছেন কোথা থেকে আপনারা এই সাব্জেক্টের বিভিন্ন বিষয় সম্পর্কে জানবেন বা শিক্ষা অর্জন করতে পারবেন।

পরের পোস্টে আমি কথা বলবো এমন  App নিয়ে যার মাধ্যমে আপনারা HTML Practice করতে পারবেন কোনো PC ছাড়া। আপনাদের মোবাইল দিয়েই। তাই ঐ পোস্টটি পড়ার জন্যে আমন্ত্রন রইলো।

যদি এই পোস্টটি ভালো লেগে থাকে তবে জানাবেন। আর আমি জানি এ বিষয়গুলো নিয়ে অনেকেই জানে। তবুও যারা জানে না তাদের সাথে শেয়ার করার জন্যে অনুরোধ করছি। কারন আমি যখন HSC দিয়েছি তখন আমার আশেপাশে এমন অনেক শিক্ষার্থী দেখেছি যারা জানেনি না কম্পিউটার কিভাবে ব্যবহার করতে হয় বা প্রোগ্রামিং কি বা কোডিং কি। এসব বিষয়ে ধারনা তো দূর সারা বছর এগুলো নিয়ে অনেক কোচিং এ দৌড়াতে দেখেছি কিন্তু পরীক্ষার আগে তারা কিছুই শিখতে পারেনি। শুধু সময় ও টাকা দুটিই নষ্ট করে গিয়েছে। আবার অনেককে তো এগুলো নিয়ে প্রচুর ভয় পেতেও দেখেছি। তাই আমি এই পোস্টটি ঐসব শিক্ষার্থীদের উদ্দেশ্যেই লিখেছি যাদের প্রয়োজন আছে এ বিষয়টি সম্পর্কে জানার। আশা করছি কাজে দিবে।
ধন্যবাদ
This is 4HS4N
Logging Out….

The post ICT নিয়ে যারা সমস্যায় ভুগছেন তারা এই পোস্টটি দেখুন (বিশেষ করে HSC শিক্ষার্থীরা) appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ