(পর্ব-৫) ৫টি উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-5)

Ads Inside Post

(পর্ব-৫) ৫টি উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-5)

আসসালামু আলাইকুম,

কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
আপনাদের মাঝে আবারো নিয়ে এসেছি ৫ টি এমন Telegram bot যা আপনাদের উপকারে আসবে বলে আশা করছি। অনেকের উপকারে আসতে পারে আবার অনেকের উপকারে না-ও আসতে পারে। এটা সম্পূর্ণই নির্ভর করে আপনার নিজের উপর আপনি কিভাবে ব্যবহার করছেন। যাই হোক, আর কথা বাড়াবো না। চলুন, শুরু করা যাক main topic.

5) 🔥 Bot name : URL shortner

🔥 bot username : @LinkShort_Unshort_cbot

এই বটটি তাদের উপকারে আসবে যারা link short করে কাজ করে। আপনি শুধু বটকে আপনার কাংখিত লিংকটি সেন্ড করবেন আর লিংক শর্ট করার কমান্ড দিবেন। আর বট সাথে সাথে আপনাকে লিংকটি শর্ট করে দিয়ে দিবে।
এছাড়াও এই বটটি কোনো শর্ট করা লিংককে আনশর্টও করতে পারে।
এক ঢিলে দুই নিশানা বলা যায় আরকি 😅

4) 🔥 Bot name : File to link generator

🔥 Bot username : @FileToLinkGen_cBot

এই বটের কাজ হচ্ছে Direct file generate করতে পারা। আপনি যেকোনো ফাইলের লিংক generate করতে পারবেন এই বটের সাহায্যে। শুধু বটকে সেই ফাইলটা সেন্ড/ফরওয়ার্ড করে পাঠান আর বট সেকেন্ডের ভিতরেই আপনাকে ফাইলটির ডিরেক্ট লিংক দিয়ে দিবে।
অনেকের কাজে লাগতে পারে বলে লিস্টে রেখেছি বটটাকে।

প্রমানসহ স্কিনশট দিয়ে দিলাম।

3) 🔥 Bot name : Multi purpose Bot
🔥 Bot username : @BHMultiBot

বটের নাম দেখেই বুঝতে পারছেন এটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়। বটটি আমার খুবই ভালো লেগেছে কারন অনেক কিছুই করা যায় মাত্র একটি বটের মাধ্যমে।

বটের মাধ্যমে কি কি কাজ আপনারা করতে পারবেন তার একটি লিস্ট দিচ্ছিঃ

1) Song search
2) Text To Speech
3) Wallpaper search
4) Weather
5) Webshot
6) YouTube Search
7) Anime search
8) Decode text
9) Deezer
10) Encode text
11) Font generator
12) GIF Search
13) Github search
14) Google Search
15) imdb search
16) Lyrics
17) Pypl search
18) QR generator

আমি স্ক্রিনশটের মাধ্যমে একটি কাজের উদাহারন হিসেবে দেখাচ্ছিঃ

 

2) 🔥 Bot name : Unzip Bot

🔥 Bot username : @Unzipper_Robot

এই বটকে খুজে না এমন টেলিগ্রাম বট লাভার খুজে পাওয়া যাবে না 😅😅। In fact, আমি নিজেও এই বটকে ১ বছরেরও বেশি সময় ধরে খুজেছি। অবশেষে এই বটকে আমি পেয়েছি। এই বট আমাকে যা সাহায্য করেছে তা আমি বলে বুঝাতে পারবো না। টেলিগ্রামের সেরা বটগুলোর মধ্যে একটি জায়গা করে নেওয়ার সামর্থ্য রাখে এই বট।
বটটা আসলে zarchiever এর মতো কাজ করে। কিন্তু একটু ব্যতিক্তম।
আপনি যেকোনো zip/zar type এর ফাইল বটকে সেন্ড/ফরওয়ার্ড করার সাথে সাথে বট সেই ফাইলটাকে সম্পূর্ণভাবে unzip করে দিবে। আরো একটি স্পেশালিটি আছে। বট পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইলগুলোকেও পাসওয়ার্ড টাইপ করার মাধ্যমে unzip করতে পারবে।

প্রমানসহ স্কিনশট দিয়ে দিলাম।

 

1) 🔥Bot Name : Youtube download Bot

🔥 Bot username : @YtbDownBot

নাম দেখেই বুঝতে পারছেন এর প্রধান কাজই হচ্ছে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা।
কিন্তু এই বটের আরো বিশেষত্ব আছে। এই বট শুধু ইউটিউবের ভিডিও ডাউনলোডই নয়, আরো অনেক কিছু করতে সক্ষম।

কি কি করতে পারে তা বলছি।

1) আপনি চাইলে এই বটের সাহায্যে যেকোনো ইউটিউব ভিডিওর thumbnail high quality তে ডাউনলোড করতে পারবেন।

2) এই বটের সাহায্যে আপনারা ভিডিও থেকে অডিও আলাদা করে ডাউনলোড করতে পারবেন।

3) এই বটের মজার একটি ফিচার আছে। তা হচ্ছে যেকোনো ভিডিওর সবচেয়ে খারাপ Quality টা ডাউনলোড করতে পারার সক্ষমতা 😄😄

4) আরো একটি cool feature হচ্ছে আপনি ভিডিওর যেকোনো টাইমের স্ক্রিনশট নিতে পারবেন এই বটের সাহায্যে। আপনাকে শুধু Time stamp টা দিয়ে দিতে হবে ভিডিওর যে সময়ের স্ক্রিনশটটা আপনি নিতে চান। বট সেটির স্ক্রিনশট আপনাকে পাঠিয়ে দিবে।

আমার কাছে এই বটের এই ফিচার গুলো অত্যাধিক ভালো লেগেছে তাই আমি লিস্টে এই বটটিকে রেখেছি।

প্রমানসহ স্কিনশট দিয়ে দিলাম।

 

আশা করছি বটগুলো আপনাদের কাজে দিবে। ভালো লাগলে বলবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। কারন আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post (পর্ব-৫) ৫টি উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-5) appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ