Hello everyone,
কেমন আছেন সবাই? যারা যারা পোস্টটি দেখছেন তারা সবাই আশা করছি ভালো আছেন।
যে পোস্টটি এখন দেখছেন এমন আরো কিছু পোস্ট আমি আগেও দিয়েছি। আপনারা যারা সে পোস্টগুলো দেখেননি তারা ঐ পোস্টগুলো চেক করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই।
আজ আমি এমন ৫টি ওয়েবসাইটের কথা বলবো যেগুলো আমার কাছে দরকারী ও কাজের মনে হয়েছে। আশা করছি আপনাদের সাইটগুলো ভালো লাগবে। যদি না লাগে তবে নেগেটিভ কমেন্টের কোনো প্রয়োজন নেই। তো চলুন, শুরু করা যাক।
5) Site Name : Si.edu
Site Link : https://www.si.edu/
শিক্ষার কোনো বয়স নেই। পাঠ্যবইয়ের শিক্ষার বাইরেও সারা পৃথিবীজুড়ে শিক্ষার যে বিশাল জগৎটা আছে সেটা সবাই বুঝতে পারে না। হয়তোবা অনেকেই বুঝলেও অলসতা কিংবা ব্যস্ততার কারনে বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন বা শিক্ষাগ্রহন কোনোটাই হয়ে উঠে না। পৃথিবীতে যে পরিমানের জ্ঞান আছে তা কোনো মানুষই তার জীবদ্দশায় অর্জন করে শেষ করতে পারবে না। কারন সারা পৃথিবী জুড়ে নতুন ও পুরাতব সব মিলিয়ে যত জ্ঞান রয়েছে তা কেউই অর্জন করে শেষ করতে পারবে না। এতটাই বিশাল শিক্ষার এ জগৎ। আপনি যত বড় জ্ঞানী মানুষই হোন না কেন আপনার কোনো না কোনো কিছু শিখার অভাব অবশ্যই আছে। এটা আপনাকে মেনে নিতে হবেই।
এ কথাগুলো কেন বলছি?
এই ওয়েবসাইটের সাথে এই কথাগুলোর একটু হলেও সম্পর্ক আছে। সম্পর্ক আছে এই কারনে যে এই ওয়েবসাইটটি একটি শিক্ষনীয় ওয়েবসাইট। আর কথাগুলো বলার কারন হচ্ছে অনেকেই কাল শিখব পরে শিখব বলে নিজেকে দিনের পর দিন Excuse দিতে থাকেন। এতে আপনার নিজেরই ক্ষতি হয়। আপনি বোকা বোকাই থেকে যান। আপনার মেধার বিকাশ আর হয়না। আপনি অন্যদের থেকে পিছনে পড়ে থাকেন আর দোষ দেন নিজের ভাগ্যের যে আমার ভাগ্য খারাপ তাই আমি সফলতা পাইনি। কিন্তু আপনি নিজের অলসতাকে যদি কাটিয়ে উঠে চেষ্টা করেন এবং জ্ঞানর্জন করেন, Skill অর্জন করেন তবেই আপনি সফলতার ছোয়া পেতে পারেন।
এটাই স্বাভাবিক নয়কি?
আচ্ছা অনেক জ্ঞান দিয়ে দিলাম। এবার ওয়েবসাইটটি নিয়ে কিছু কথা বলা যাক।
এই ওয়েবসাইটটি একটি Educational Website. এখানে আপনারা সারা বিশ্বের নিত্যনতুন ও পুরাতন বিভিন্ন বিষয়ে প্রচুর Article পাবেন। আপনি যে Category এর Knowledge আপনার Brain কে দিতে চান সে Category related Article এখানে পাবেন। যেমনঃ আমি আমার ভালোলাগে Science & Nature. এখানে Science & Nature নিয়ে প্রচুর Article আপনারা পাবেন যেখান থেকে অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন বিষয়ের উপর নানান ধরনের Article আছে।
যারা নিজের মেধা বিকাশ করতে চান তাদের জন্যে এই ওয়েবসাইটটি আমি সাজেস্ট করবো।
4) Site Name : SuperCook
Site Link : https://www.supercook.com/
আপনি কি রান্না করতে ভালোবাসেন? কিংবা খেতে ভালোবাসেন? তবে খাবার জন্যে রেসিপির অভাব বোধ করছেন? এই ওয়েবসাইট আপনার সেসব সমস্যার সহজ সমাধান দিবে।
এটি একটি Food recipe based website. এখানে আপনারা প্রতিদিনের বিভিন্ন সামগ্রী যা আপনারা প্রতিদিনই ব্যবহার করে (খেয়ে) থাকেন সেগুলোর প্রচুর রেসিপি পেয়ে যাবেন। যেমনঃ আমি এখানে শুধু ডিম দিয়ে তৈরি রেসিপি গুলো খুজছি। এখানে ডিম নিয়েই মোট ৬৬৭ টি রেসিপি আছে। আচ্ছা ডিমের কথা বাদই দিলাম। এছাড়াও এখানে বিভিন্ন শাক-সবজি, মাছ-মাংস, দুধ, চিনি, ফলমূল, তেল,চিজ,চকলেট, সস, সুপ, আটা-ময়দা থেকে শুরু করে যত রকমের খাবার আপনারা চারপাশে বা অনলাইনে দেখেন এখানে সবকিছুরই রেসিপি পাবেন। হাজার হাজার রেসিপি আছে এখানে। আপনি রান্না করে খেয়ে শেষ করতে পারবেন না । আপনি যদি কিছু বুঝতে না পারেন তবেও সমস্যা নেই। এখানে Video এরও Option আছে রেসিপি গুলোর। এত এত Item এর রেসিপি আছে যে এ নিয়ে বলে শেষ করা যাবে না। পোস্ট অনেক লম্বা হয়ে যাবে।
আপনি চাইলে আপনার Voice এর মাধ্যমেও Search করতে পারবেন। এছাড়াও চাইলে একসাথে অনেকগুলো item একত্র করে সেগুলোর রেসিপিও search করে দেখতে পারবেন। এমন ওয়েবসাইট অনেকেই হয়তোবা খুজে থাকেন। কিন্তু খুব কমই আছে এমন ধরনের ওয়েবসাইট যেখানে আপনি আপনার ইচ্ছামতো রেসিপি সার্চ করতে পারেন বিশেষ করে বিভিন্ন আইটেম একসাথে মিক্স করে খুজতে পারার মতো। আমার কাছে অনেক কাজের লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
3) Site Name : A Good Movie To Watch
Site Link : https://agoodmovietowatch.com/
আপনি কি Movies/Series দেখতে ভালোবাসেন? অনেক Movies/Series দেখে ফেলেছেন? আর দেখার মতো ভালো Movies/Series খুজে পাচ্ছেন না?
তবে এই ওয়েবসাইটটি আমি আপনার জন্যেই লিস্টে রেখেছি। এই ওয়েবসাইটটির কাজ হচ্ছে আপনার Favourite Genre অনুযায়ী আপনাকে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো Movies/Series Suggest বা Recommend করা। এখানে পুরনো ও নতুন সব ধরনের Movie ও Series এর লিস্ট আপনারা পেয়ে যাবেন।
Netflix, Amazon, Hulu, HBO Max, Tubi, Showtime, MUBI, peacock এর মতো বড় বড় কোম্পানি গুলোর Release করা বেস্ট Movie ও Series গুলোর লিস্ট আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এমন অনেক ধরনের প্ল্যাটফর্মের মুভি সিরিজ আপনারা পাবেন। কতটি প্ল্যাটফর্ম? ৭৭টি+ প্ল্যাটফর্মের মুভি সিরিজ আপনারা পাবেন। বুঝতেই পারছেন অনেক বড় কালেকশন।
এছাড়াও আপনার পছন্দের Category, Mood, Genre অনুযায়ী Movie/Series পেয়ে যাবেন। আপনার যেমন Mood তেমন Movie/Series এর Recommendation পেয়ে যাবেন।
আশা করছি ওয়েবসাইটটি অনেকেরই কাজে আসবে। যদি কাজে আসে তবে অবশ্যই আমাকে জানাবেন।
2) Site Name : Photopea
Site Link : https://www.photopea.com/
অনেকেই হয়তো এই ওয়েবসাইট সম্পর্কে জানেন। এটি একটি Photo editing online website. এই Website এর মাধ্যমে আপনারা Online এ কম্পিউটারের সফটওয়্যার এর মতো করে Advanced editing করতে পারবেন। এখানে প্রচুর Tools পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা ইচ্ছামতো Drawing ও করতে পারবেন।
এখানে আপনারা Facebook Cover page, Facebook Event Image, Facebook Shared Image, Facebook Group Header, Instagram, Instagram Story, YouTube Cover, YouTube Thumbnail, YouTube Profile, Twitter Profile, Twitter Header এর মতো কাজগুলো অনায়াসেই করতে পারবেন। এ কাজগুলোর জন্য আলাদা করে Resolution অনুযায়ী Empty Image File Set করাই আছে। আপনি শুধু ডিজাইন বা photo editing গুলো করবেন। এছাড়াও এখানে আরো অনেক Tools আছে যার মাধ্যমে আপনারা অনেক সহজ ও Professional ভাবে Editing করতে পারবেন কিংবা Drawing করতে পারবেন। যে ফাইলগুলো তৈরি করবেন সেগুলো গুগল ড্রাইভ বা ড্রপবক্সে সেভ করে রাখতে পারবেন। শুধু Facebook/YouTube/Twitter ই না আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন রকমের Ads ও বানাতে পারবেন। এছাড়াও Iphone,Ipad,Android যেকোনো Screen size ও resolution এর ফাইল তৈরি করতে পারবেন। ফাইল বলতে এখানে আমি ছবির কথাই বুঝাচ্ছি। এখানে বিভিন্ন Layer, Filter সহ অনেক Tools ই পাবেন। আশা করছি website টি আপনাদের কাজে আসবে।
1) Site Name : Interface Lift
Site Link : https://interfacelift.com
এই ওয়েবসাইটটিতে আপনারা Wallpaper, Themes, Icons ইত্যাদি পাবেন। যারা কম্পিউটারের/ল্যাপটপের জন্য ভালো Wallpaper এর ওয়েবসাইট খুজছেন তাদের জন্যে এই ওয়েবসাইটটি সাজেস্ট করবো। এই ওয়েবসাইটে আপনারা অনেক ভালো ভালো Icon ও Theme পাবেন যা আপনি আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এখানে আলাদা আলাদা pixel/resolution এর icon ও Wallpaper রয়েছে। কোন ক্যামেরা, ক্যামেরার Resolution, Photo settings সহ Full details আপনারা পেয়ে যাবেন Wallpaper গুলোর। আপনারা চাইলে আপনার Android, Iphone, Windows, Mac সব Device এর জন্যেই আলাদা আলাদাভাবে যে Resolution আপনার ইচ্ছা সে Resolution এই Download করতে পারবেন আপনার কাংখিত Wallpaper টি। এখানে Mobile device, Tab, iphone, ipad, blackberry, dual monitor, full screen, windows phone, widescreen, monitor, tv screen, potrait orientation, google android, 4K HD TV, Microsoft surface, amazon kindle ইত্যাদি যে কোনো device এর screen size ও resolution অনুযায়ী প্রত্যেকটা wallpaper download করতে পারবেন। এখানে সব Wallpaper এর সাথে আলাদা করে screen size ও resolution এর Options গুলো দেওয়াই আছে। আপনি আপনার ইচ্ছামতো যেকোনোটি ডাউনলোড করতে পারবেন। সত্যি কথা বলতে কি আমি এমন একটা ওয়েবসাইট অনেক দিন ধরেই খুজছিলাম। আর আমি জানি আমার মতোই কেউ না কেউ এমন ওয়েবসাইটের তালাসে অবশ্যই আছে। তাদের জন্যেই এই ওয়েবসাইটটি আমি এই পোস্টের লিস্টে রেখে দিলাম। যদি ভালো লাগে বা কারো উপকারে আসে তবে আমাকে অবশ্যই জানাবেন।
অবশেষে বলবো, আপনারা চাইলে ওয়েবসাইটগুলোতে ভিসিট করতেও পারেন আবার না-ও করতে পারনে। আমার এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার এ ধরনের ইন্টারেস্টিং টপিক গুলো নিয়ে লিখতে ভালো লাগে। যারা জানতে চায় বা নতুন কিছু শিখতে চায় তাদের জন্যেই আমি লিখি।
অনেকেই বলতে পারেন, ভাই আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের স্ক্রিনশট দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আমি জেনে শুনেই স্ক্রিনশট দেইনি। কারন আমি জানি স্ক্রিনশট দিলে বেশিরভাগ মানুষই সাইটে ঢুকে দেখবে না। যার ফলে আমার পোস্ট লেখাটা সার্থক হবে না। এত কষ্ট করে পোস্ট লিখে যদি কেউ পোস্টের গুরুত্বই না বুঝে তাহলে কিভাবে হবে বলেন? তাই আপনারা নিজেরা প্রত্যেকটা সাইটে গিয়ে দেখে আসুন। এতে আপনারা নিজেরা নিজেরাই প্রত্যেকটি সাইট সম্পর্কে ধারনা পাবেন। আমি তো আপনাদেরকে একটু ধারনা দিলামই সাইটগুলো কি সম্পর্কে বানানো। এখন বাকিটা আপনারা নিজেরাই explore করুন। আশা করছি ওয়েবসাইটগুলো আপনাদের কাজে দিবে।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
This is 4HS4N
Logging Out….
The post ৫ টি কাজের ও দরকারী Website যা সবারই দেখা উচিত! appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ