বিকাশ থেকে ফ্রিতে ২০০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন জলদি.!! বিস্তারিত পোস্টে

Ads Inside Post

বিকাশ থেকে ফ্রিতে ২০০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন জলদি.!! বিস্তারিত পোস্টে

আসসালামুয়ালাইকুম

আমি 🇹 🇷 🇮 🇨 🇰 🇧 🇩 তে একদম নতুন।

নিজের ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের কিছু জানাতে এসেছি।

এবং এর মাঝেই আমার সামান্য টিপস আপনাদের জানানোর চেষ্টা করবো।

পোস্ট এ কোনো ভুল হলে দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।

আমি কথা বেশি বাড়াবো না।

সরাসরি মূল কথায় আসি।

আমরা অনেকেই বিকাশ ব্যবহার করে থাকি।

আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হচ্ছে বিকাশ।

2011 সাল থেকে বাংলাদেশে বিকাশ এর যাত্রা শুরু হয়।

এবং বিকাশ সময়ের সাথে সাথে অনেক জনপ্রিয়তা লাভ করে।

এবং বিকাশের সাথে পাল্লা দিতে বাংলাদেশ আরো অনেকগুলো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু হয়।

কিন্তু বিকাশের মত এত অফার তারা প্রদান করে না।

কারণ বিকাশ তার গ্রাহক কে আকৃষ্ট করার জন্য প্রতি সময় বিভিন্ন অফার নিয়ে হাজির হয়।

এজন্য বিকাশের চাহিদা অনেক বেশি বাংলাদেশে।

তেমনি ভাবে এবার বিকাশ ইসলামী ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে অ্যাড মানি অফার নিয়ে এসেছে।

ইসলামী ব্যাংকের ডিজিটাল মাধ্যম সেলফিন।

সেলফিন এর মাধ্যমে বিকাশে প্রথম 500 টাকা অ্যাড মানি তে 200 টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছে।

এই অফারটি সীমিত সময়ের জন্য।

100 টাকা বিকাশ ক্যাশব্যাক এবং 100 টাকার স্বপ্ন এর কুপন প্রদান করা হচ্ছে।

তো আর দেরি কিসের, যাদের সেলফিন অ্যাকাউন্ট রয়েছে জলদি তারা বিকাশে অ্যাড মানি করুন 500 টাকা এবং পেয়ে যান 200 টাকা ক্যাশব্যাক।

ক্যাশব্যাক পেয়ে যাবেন পরবর্তী কর্মদিবসের মধ্যে।

ধন্যবাদ সবাইকে যদি পোস্টে কোন ভুল থাকে ধরিয়ে দেবেন ঠিক করে নেয়ার চেষ্টা করব।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের TRICKBD এর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post বিকাশ থেকে ফ্রিতে ২০০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন জলদি.!! বিস্তারিত পোস্টে appeared first on Trickbd.com.



source https://trickbd.com/uncategorized/759183


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ