আস্সালামুআলাইকুম
আপনারা সবাই কমবেশি github ও visual studio code এর ব্যাবহার জানি। আজকে আপনাদের সঙ্গে github এর একটা দারুন ফিচার নিয়ে আলোচনা করবো।
প্রথমে এই লিঙ্ক(github.dev/github/dev) এ ক্লিক করে দেখুন।
Github developer এ vscode এর সবকিছুই ব্যাবহার করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ এর মডিউল , plugins এগুলা সবকিছুই আছে। আর তার থেকে সুবিদা হচ্ছে আপনি ডাইরেক্ট এখানে আপনার repository র ফাইল বের করে edit করতে পারবেন ।
তবে সবথেকে দুঃখের কথা হচ্ছে এখানে programme run করার কোনো অপশন আমি খুজে পাইনি। Run করতে হলে workflow থেকে করতে পারেন। একটা docker workflow তে ubuntu নিয়ে পাইথন run কমান্ড দিবেন। নতুন প্রোগ্রামের দের কষ্ট হবে , তবে যারা github এ কাজ করছেন অনেকদিন থেকে তাদের জন্য basic এডিটর এর থেকে ভালো হবে বলে আশা করি।
Neverinstall এও আপনারা চাইলে vscode ব্রাউজার এ ব্যাবহার করতে পাবেন । কিন্তু সেখানে আপনার vps সার্ভার remotely কানেক্ট করে ব্রাউজার এ । বুঝতেই পাচ্ছেন যা নেট এর ping , খালি আটকে আটকে যায়। কোড করে মজা নাই।
Everyone claim your virtual chocolate from here now.লিমিটেড টাইম অফার : https://t.me/unknownintellect
The post vscode browser এ ব্যবহার করুন by github (connecting git) appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ