সবাই কেমন আছেন আসা করি ভালোই আছেন , আজকে অনেকদিন পর পোস্ট লিখতে বসে গেলাম । ভাবলাম একটূ লেখালিখি করি।
আজকের টপিক হচ্ছে কিভাবে ইউটিউবের বিরক্তিকর এড বন্ধ করবেন পিসির ব্রাউজারে –
আমরা অনেকেই আছি ল্যাপটপ অথবা পিসিতে কাজ করার সময়ে ব্রুউজ্রারে গান প্লে করে থাকি তখন বার বার এড আসে এবং সেটাকে স্কিপ করতে হয় কাজের মাঝে মাঝে , সেই সমাধানই আমি আজকে নিয়ে এসেছি। অনেকের কাজে লাগবে তাহলে আসুন দেখাই কিভাবে আমরা সেই এড থেকে মুক্তি পেতে পারি খুব সহজেই।
AdGuard AdBlocker ;
এটি হচ্ছে একটি এক্সটেসনস ; এখন আমি এটাকে আমার ব্রাউজারে সেটাপ করব। প্রথমে আমাদের জেতে হবে এই লিঙ্কে –
তারপর আমাদেরকে এড করে নিতে হবে । অনেকের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি ।
Add to chorme এ ক্লিক করুন তারপর ব্রাউজারে এড হয়ে যাবে। নিচে দেখানো আইকনে ক্লিক করলে আপনার কাংক্ষিত এক্সটেনশন পেয়ে জাবেন।
তারপর এক্সটেন্সনে ক্লিক করুন ।
নিচে দেখুন এক্সটেনশ ওপেন হলে এরকম আসবে ।
এখন আমাদের কিছু সেটিংস করে নিতে হবে । আমি জেভাবে যেটা চালূ এবং বন্ধ করা ঠিক সেভাবে করে রাখবেন । সেটিংস আইকনে ক্লিক করুন ।
General ;
প্রথমে আমরা জেনারেলের এই দুটি অপসন চালু করে দিব;
FILTER;
Adblocking – privacy- social widgets-annoyance-security-others-language specific চালু করে দিবেন;তারপর চলুন
Stealth Mode;
Stealth mode অন করে দিবেন। উপরের মত সব চালু করে নিবেন
self destruction of third party 30 -30 করে দিতে হবে । কাজ এইটুকুই এখন দেখুন আমি এড টেস্ট করেছিলাম । সাইটে কুনু ধরণের পপআপ আসেনি । ইউটিউবেত আসবেই না ।
এতটুকই আজকের জন্য ভালো লাগলে আমার আগের পোস্টগুলি দেখে আসবেন ভালো থাকবেন সবাই।
- কিভাবে মেটাস্পলয়িট টুল দিয়ে যে কারোর কম্পিউটার হ্যাক করে ভয়েস রেকর্ড শুনবেন
- (Repair Trick) CPU চালু হয় কিন্তু মনিটর আসে না? ৫ মিনিটে ঘরে বসেই সমস্যা সমাধান করুন
- গিট শিখতে চান? জেনে নিন গিট এবং গিটহাব কী? গিট কেন ব্যবহার করা হয় –
- WIFITE দিয়ে Wi-Fi (WEP & WPA) হ্যাক করুন। (Kali Linux)
The post কিভাবে ইউটিউবের বিরক্তিকর এড বন্ধ করবেন পিসির ব্রাউজারে -AdGuard AdBlocker appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ