দারাজ অর্ডার ট্র্যাক করে দেখুন কবে আপনার অর্ডার করা প্রোডাক্টটি পেতে পারেন

Ads Inside Post

দারাজ অর্ডার ট্র্যাক করে দেখুন কবে আপনার অর্ডার করা প্রোডাক্টটি পেতে পারেন


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা দারাজে অর্ডার করার পর অর্ডারটি ট্র্যাক করবেন। এতে করে খুব সহজে আপনি বুঝতে পারবেন আপনি কবে আপনার প্রোডাক্টটি হাতে পাবেন।
তো ইতিপূর্বে আমি অর্ডার করেছিলাম এমন একটি অর্ডার দিয়েই আপনাদের দেখাচ্ছি আসলে কিভাবে অর্ডার ট্র্যাক করতে হয়। আপনারা অর্ডার করার পর পরই অর্ডারের ওপর ক্লিক করে আমার মতো দেখতে পারবেন।

প্রথম অবস্থায় যখন আপনারা অর্ডার করেন তখন সেলার প্রোডাক্টটি প্রস্তুত করে এবং পাশেই আপনারা তারিখ ও সময়টা দেখতে পান।

এরপর সেলার প্রোডাক্টটি দারাজের হাবে দিয়ে আসে একজন সেটা রিসিভ করে এবং সেটা দারাজ ওয়ারহাউজে থাকে।


তারপর ওয়ারহাউজ থেকে প্রোডাক্টটি শিফট হতে শুরু করে অর্থাৎ প্রোডাক্টটি দারাজের গাড়িতে আসতে থাকে আপনার জেলার লোকেশনে।

এরপর প্রোডাক্টটি আপনার জেলার পিকআপ পয়েন্ট এ এসে পৌঁছালে ডেলিভারিত ম্যান আপনাকে প্রোডাক্টটি দেওয়ার জন্য বেরিয়ে যায় এবং আপনি প্রোডাক্ট রিসিভ করলে ডেলিভারি হয়ে যায়।

এখানে একটি কথা সেটা হলো শিফট হওয়ার ২ দিন পর প্রোডাক্টটি ঢাকার বাইরে হয়ে থাকলে আপনারা জেলায় এসে পৌঁছায় আর ঢাকার মধ্যে শিফট হওয়ার দিনেই অথবা একদিন সময় লাগতে পারে।
এভাবে আপনি খুব সহজে অর্ডার ট্র্যাক করার পর বুঝতে পারবেন কবে ডেলিভারি পেতে পারেন।
আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন

The post দারাজ অর্ডার ট্র্যাক করে দেখুন কবে আপনার অর্ডার করা প্রোডাক্টটি পেতে পারেন appeared first on Trickbd.com.



source https://trickbd.com/apps-review/805109


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ