সবাই কেমন আছেন.!
আশা করি ভালো আছেন.!
আছকে আমি আপনাদের মাঝে গ্রামিণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের বন্ধ সিমের অফার নিয়ে এসেছি.! এখন বন্ধ সিম চালু করলে পাবেন আকর্ষণীয় সব অফার যে সকল সিম ৪০ দিন এর বেশি দিন ধরে ব্যবহার করেননি সিমটি বন্ধ হয়ে আছে সে সকল সিম চালু করলে পাবেন নানান ধরনের অফার.!
বর্তমান নিয়ম অনুযায়ী যে কোনো সিম অপারেটর এর সিম টানা ১৫ মাস ব্যবহার না করে বন্ধ করে রাখলে সে সিম এর রেজিষ্ট্রেশন বাতিল হয়ে যাবে এবং এক জন গ্রাহক তার জাতীয় পরিচয় পত্র (NID) দিয়ে ১৫ টি সিম কিনতে পারবে বা ব্যবহার করতে পারবে.!
তো এবার মূল আলোচনায় যাওয়া যাক…..
Grameenphone
এখন GP সিম বেশ কিছু বন্ধ সিমের অফার চলতেছে.. প্রথমে আপনার বন্ধ সিমটি বন্ধ সিমের অফার এর জন্য আওতাভুক্ত কি না তা জানিতে ডায়াল করুন *১২১*৫৫৫৫#
আপনার সিমটি বন্ধ সিমের অফার এর আওতাভুক্ত হয় তো তা হলে MyGP অ্যাপ এ ঢুকে মাই অফার ট্যাব সিলেক্ট করবেন তার পর দেখতে পাবেন অফার গুলো।
- ৬০ টাকায় ৬ জিবি ৭ দিন মেয়াদ
- ৪৫ টাকায়২ জিবি + ৩০ মিনিট ৩ দিন মেয়াদ
- ১৩০ টাকায় ৫ জিবি + ২০০ মিনিট ৩০ দিন মেয়াদ
- ৬১৯ টাকায় ৩০ জিবি + ৭৫০ মিনিট ৩০ দিন মেয়াদ
অফারটি গুলো শুধু মাত্র MyGp অ্যাপ থেকে নিতে পারবেন।
Banglalink
বাংলালিংক বন্ধ সিম চালু করলেই পাচ্ছেন বেশ কিছু অফার এবং আপনার বাংলালিংক সিমটি বন্ধ সিমের অফার এর আওতাভুক্ত কি না তা জানতে ডায়াল করুন *১২১*২০০# অথবা যে কোনো বাংলালিংক সিম থেকে বন্ধ সিম এর নাম্বার টি লিখে পাঠিয়ে দিন ৪৩৪৩ নম্বরে
আপনার সিমটি বন্ধ সিমে আওতাভুক্ত হয় তো তা হলে পাবেন.!
- ৫৮ টাকায় ৬ জিবি ইন্টারনেট
মেয়াদঃ ৭ দিন - ৪৯ টাকায় ৩ জিবি ইন্টারনেট
মেয়াদঃ ৭ দিন - ১৫৮ টাকায় ৮ জিবি ইন্টারনেট প্লাস ১৫০ মিনিট
মেয়াদঃ ৩০ দিন - এছাড়াও উপভোগ করতে পারবেন ১১ টাকায় ১ জিবি ফেসবুক প্যাক মেয়াদ ৩০ দিন।
অফার গুলো নিতে ডায়াল করুন *১২১*২০০# অথবা রিচার্জ করুন এবং অফার গুলো যত খুশি ততবার নিতে পারবেন।
Robi- Airtel
রবি এবং এয়ারটেল সিমও বেশ কিছু আকর্ষণীয় অফার চলতেছে কিন্তু সিম অনুযায়ী অফার এর ভিন্নতা রয়েছে তাই আপনার সিম কোন অফার এর আওতাভুক্ত তা জানতে রবি এবং এয়ারটেল সিম থেকে ডায়াল করু *৮৮৮#
Teletalk
টেলিটক সিম এ চলতেছে সবচেয়ে আকর্ষণীয় একদম ফাটাফাটি অফার প্রথম এ সিমটি বন্ধ সিম অফারের আওতাভুক্ত কিনা তা জানতে যেকোনো টেলিটক নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বন্ধ নম্বরটি লিখে ১১২-তে এসএমএস করুন
আপনার সিম টি অফার এ আওতাভুক্ত হয় তো সিম টি চালু করে ১০ বা তার অধিক পরিমাণ এ রিচার্জ করে ডায়াল করেন *১১১*২০২০# এবং সাথে সাথে পেয়ে যাবি
- ২ জিবি ডাটা মেয়াদ ৭ দিন
- ৪৫ পয়সা/ মিনিট কলরেট সুবিধা ৯০ দিন
⦿ স্পেশাল ডাটা অফার
- ২১ টাকায় ১ জিবি মেয়াদ ৩০দিন ডায়াল *১১১*২১#
⦿ স্পেশাল কম্বো অফার
- ৪৩ টাকায় ৪ জিবি ডাটা প্লাস ৪০ মিনিট মেয়াদ ৭ দিন ডায়াল *১১১*৪৩#
- ১০৯ টাকায় ৫ জিবি ডাটা প্লাস ১০০ মিনিট মেয়াদ ৩০ দিন ডায়াল *১১১*১০৯#
এই অফার গুলো যত খুশি ততবার নিতে পারবেন
⦿ স্পেশাল অফার
ফ্রি ২৩ মিনিট , ২৩ এসএমএস এবং ৩০ এমবি ডাটা (মেয়াদ ৩ দিন)। অফার পেতে ২৩ টাকা রিচার্জ করে *১১১*২৩# ডায়াল করতে হবে । ২৩ টাকা গ্রাহকের প্রমো ব্যালেন্সে যোগ হবে (যার মেয়াদ রিচার্জের তারিখ হতে ১০ দিন) ।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
ধন্যবাদ
The post সকল সিমের আকর্ষণীয় বন্ধ সিমের অফার.! appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ