আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।
পূর্বের পোস্টে আমি Clash Of Clans এর Mod শেয়ার করেছিলাম। এই পোস্টে আমি Clash Royale গেমটির Mod নিয়ে আলোচনা করবো।
যারা আগের পোস্টটি দেখেননি তারা দেখে আসতে পারেন। যারা Clash Royale গেমটি পছন্দ করেন কিন্তু এর Mod Version খুজে পাচ্ছিলেন না তাদের জন্যেই এই গেমটি।
অনেকেই আছেন যারা এই গেমটির Mod সম্পর্কে জানতে পারেন। পূর্বের পোস্টেও বলেছি এখনও বলছি পোস্টটি আপনাদের জন্যে নয়।
যারা জানে না শুধুমাত্র তাদের জন্যেই এই পোস্টটি লিখা। ভালো লাগলে অবশ্যই জানাবেন। কোনো নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই ভালো না লাগলে।
Game Name : Null’s Royale
Game Link : https://nulls.gg/servers/nulls-royale/
এবার আসি গেমটিতে আপনারা কি কি পাচ্ছেন সে সম্পর্কেঃ
১) গেমটিতে আপনারা পাচ্ছেন Unlimited Gems
২) গেমটিতে আপনারা শুরুতে তেমন Coins না পেলেও আপনারা Unlimited Coin কিনতে পারবেন।
৩) Max Level করা সবকিছুই। Troops সহ।
৪) সব Cards Unlocked
৫) তবে আপনারা চাইলে আরো Cards Unlock করতে পারবেন।
৬) গেমটির Ban হওয়ার কোনো Chance নেই। তাই এ নিয়ে চিন্তা করবেন না। তবে আমি পরামর্শ দিবো পুরোনো আইডি দিয়ে সাইন ইন না করতে। নতুন আইডি বানিয়ে নিবেন। তাহলে ডেটা লস এর চিন্তা থাকবে না।
৭) গেমটির আপডেট নিয়েও কোনো চিন্তা নেই। আপনি আইডি সাইন আপ করে কানেক্ট করে রাখবেন তাহলেই আর সমস্যা হবে না আশা করছি।
বাকী আপনারা যারা Clash Royale গেমটি খেলেন তারাই বুঝে যাবেন।
গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছিঃ
Clash Royale আমি তেমন একটা খেলিনি। তবে যেহেতু Clash Of Clans এর mod শেয়ার করেছিলাম তাই ভাবলাম এটারও mod শেয়ার করি।
এবার আসি আমাদের ২য় গেম Brawl Stars এর কাছে।
Game Name : Null’s Brawl
Game Link : https://nulls.gg/servers/nulls-brawl/
এই গেমটিতে আপনারা Unlimited Gems পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের Upgrades রয়েছে যা আপনি সেইসব Gems দিয়ে করতে পারবেন।
পূর্বের গেমটির মতোই এখানেও Update, Ban হওয়া এসব নিয়ে চিন্তা করার কিছুই নেই। যারা Brawl Stars Player রয়েছেন তাদের জন্যে এই গেমটি।
যাই হোক, গেমটির Mod Version যদি কেউ খুজে থাকেন তবে এই গেমটি আপনারা খেলে দেখতে পারেন। আগের গেমগুলোর মতো এই গেমটিরও Private Server রয়েছে।
Clash Of Clans, Clash Royale এ আপনি যা যা করতে পারতেন এখানেও আপনি সেসবই করতে পারবেন। আশা করছি এই গেমটিও আপনাদের ভালো লেগেছে।
গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছিঃ
অনেকের কাজে লাগতে পারে। তাই যারা জানতেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গেমটি কেমন লাগলো। আর যারা জানেন তারা নেগেটিভ কমেন্ট না করে পোস্টটি Ignore করবেন।
পরের পোস্টটি কি সম্পর্কে চাই এটাও চাইলে জানাতে পারেন যদি কোনো Suggestion থাকে তো।
আশা করছি গেমটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো পোস্টে। অন্য কোনো গেমের Mod চাইলে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করার।
ধন্যবাদ।
ট্রিকবিডির সাথেই থাকুন।
THIS IS 4HS4N
LOGGING OUT….
The post Clash Royale এবং Brawl Stars গেম দুটি খেলুন Unlimited Gems, Golds ইত্যাদির সাথে! appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ