আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !
যদি আপনার কাছে কোনো পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড থাকে আর সেটাতে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে আপনি হয়তো ভাবেন যে সেটা হয়তো খারাপ হয়ে গেছে, Corrupt হয়ে গেছে। এবং হয়তো আপনি সেটা ফেলেও দেন।
আপনার কাছে যদি এরকম কোনো Corrupt হয়ে যাওয়া মেমোরি কার্ড এবং পেনড্রাইভ থাকে তাহলে আপনি সেটা ২ টি উপায়ে ঠিক করতে পারবেন।
সবার প্রথমে আমি একটা Corrupt হয়ে যাওয়া পেনড্রাইভ ঠিক করে দেখাবো।
Method 1
Command Promot
দেখুন আমার এই Corrupt Pen Drive কোনো কিছুই দেখাচ্ছে না। এবং Please insert a disk into Removable Disk (F:). বলছে !
আপনি আপনার Corrupt Memory Card/Pen Drive কম্পিউটারে লাগাবেন।
Corrupt Pen Drive লাগানোর পর প্রথমে আপনি Command Mode এ যাবেন।
এরপর আপনি Command Mode কে Select করে নিন Run as a Administor করুন।
এরপর আপনি diskpart Type করে Enter Press করুন।
এরপর আপনি list disk Type করে Enter Press করুন।
এখানে আমাকে দুইটা লিস্ট দেখাচ্ছে। disk 0 হলো আমার কম্পিউটার এর হার্ড ডিস্ক এবং disk 1 হলো আমার Corrupt Pen Drive
আপনার Corrupt Pen Drive বা Memory Card Select করুন। আমার Corrupt Pen Drive হলো disk 1 তাই আমি এটা Select করছি।
আপনি আপনার Corrupt Pen Drive কে Select করতে select disk Type করার পর তার Number Type করে Enter Press করুন।
Corrupt Pen Drive/Memory Card Select করার পর clean Type করে Enter Press করুন।
Clean হয়ে গেলে exit Type করে Enter Press করুন এবং আবার exit Type করে Enter Press করুন। মানে পরপর দুই বার exit Type করে Enter Press করতে হবে।
এরপর আপনাকে আপনার Corrupt Pen Drive/ Memory Card কম্পিউটার থেকে বের করে আবার লাগাতে হবে।
কম্পিউটার থেকে বের করে আবার লাগানোর কিছুক্ষণ পর অটোমেটিক আপনার Corrupt Pen Drive/ Memory Card ঠিক হয়ে কম্পিউটারে Show করবে।
ঠিক হয়ে যাওয়ার পর সেটা Open করলে কিছুই পাবেন না। মানে আপনার Corrupt Memory Card / Pen Drive পুরোপুরি Format হয়ে গেছে। এখন আপনি সেখানে Data Store করতে পারবেন।
এভাবেই আপনি আপনার Corrupt Memory Card এবং Pen Drive ঠিক করতে পারবেন।Method 2
HPUSBDisk Software
এবার আমি একটা Corrupt Memory Card ঠিক করে দেখাবো।
প্রথমে একটি Corrupt Memory Card কম্পিউটারে লাগাবেন।
এবার আপনার একটা সফটওয়্যার দরকার হবে যার নাম: HPUSBDisk
এখন HPUSBDisk সিলেক্ট করুন।
এবার এটাকে Run as Administor করে দিন।
দেখুন আমার Memory Card আগে থেকেই সিলেক্ট হয়ে আছে, আপনার টা ও থাকবে।
এবার আপনি Start লেখায় ক্লিক করে Data Access করার জন্য Yes লেখায় ক্লিক করুন।
কিছুক্ষণ পর আপনার মেমোরি কার্ড বা পেনড্রাইভ ফরম্যাট হয়ে যাবে।
দেখুন আমার Corrupt Memory Card ফরম্যাট হওয়ার পর ঠিক হয়ে গেছে।
এখন এটাকে আপনি Normal Memory Card এর মতো Data Store করার জন্য ব্যবহার করতে পারবেন।
HPUSBDisk Software Download করার জন্য নিচে দুইটা ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো। ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন তারপর অটোমেটিক ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। প্রথম লিঙ্ক কাজ না করলে দ্বিতীয় লিঙ্ক দিয়ে চেষ্টা করুন।Download Link 1
Download Link 2
এই ছিলো আজকের পোস্টের মূল বিষয়বস্ত।
আরও পড়ুনঃ আনন্দমোহন কলেজে অনার্স ভর্তির যোগ্যতা ২০২২
আরও পড়ুনঃ Gp free internet offer
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d
The post Corrupt Memory Card এবং Corrupt Pen Drive ঠিক করুন ২ টি উপায়ে ! appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ