Http custom দিয়ে যেভাবে ফ্রি নেট চালাতে পারবেন জেনে নিন!!

Ads Inside Post

Http custom দিয়ে যেভাবে ফ্রি নেট চালাতে পারবেন জেনে নিন!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

ইন্টারনেট হলো বর্তমান দুনিয়া তে সব চেয়ে বেশি ব্যবহৃত একটি মাধ্যম। ইন্টারনেট এর সাথে আমরা সব সময় সংযুক্ত থাকি।

বলা যায় এটা এক প্রকার আসক্তি এর মত হয়ে গেছে আমাদের এই জীবনে। এক মুহুর্ত যেনো মনে হয় ইন্টারনেট ছাড়া থাকা সম্ভব না আমাদের পক্ষে।

কিন্তু দেখা যায় ইন্টারনেট এর অতিরিক্ত দাম দিয়ে কিনে ব্যাবহার করা আমাদের সকলের পক্ষে সব সময় সম্ভব হয় না। কারন ইন্টারনেট আমাদের সাধ্যের মধ্যে থাকে না। তাই চাইলেও ইচ্ছা মত ইন্টারনেট ইউজ করা হয় না আমাদের।

চিন্তা নেই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা http custom অ্যাপ দিয়ে ইন্টারনেট চালাতে পারবেন।

মূলত joybd নামে একজন ডেভলপার এর মাধ্যমে আমরা ফ্রি ইন্টারনেট সম্পর্কে অনেকদিন পর জানতে পারি। এমনকি আমরা অনেকেই তার দেখানো টেকনিক ব্যবহার করে ফ্রি তে ইন্টারনেট ব্রাউজিং করেছি।

কিন্তু যখন এই ফ্রি ইন্টারনেট সম্পর্কে সিম কোম্পানি অবগত হলো তারা সেটা বন্ধ করে দিলো, এর ফলে আবার ফ্রী ইন্টারনেট বন্ধ হয়ে গেল।

কিন্তু Joybd আবারো আমাদের সকলের জন্য ফ্রি ইন্টারনেট এর নতুন একটি মেথড শেয়ার করেছেন। যা ব্যাবহার করে ফ্রি নেট চালাতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি সব কিছু ভালো ভাবে গুছিয়ে লিখছি।

প্রথমেই আপনারা গুগল প্লে স্টোর থেকে Http custom অ্যাপ ডাউনলোড করে নিবেন। অথবা চাইলে এই লিংক থেকে ডাউনলোড করতে পারেন।

Http custom অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন

এরপর আপনি একটি কনফিগ ফাইল ডাউনলোড করে নিবেন যা দিয়ে ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কনফিগ ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

কনফিগ ডাউনলোড করতে ক্লিক করুন

এরপর http custom অ্যাপ থেকে + আইকনে ক্লিক করুন।

এইবার open confige লেখাটিতে ক্লিক করুন।

তারপর আপনি আপনার ফোনের গ্যালারি থেকে কনফিগ ফাইল টি খুজে বের করুন। আমি আপনাদের সাজেশন দিবো আপনারা কনফিগ ফাইল টি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করবেন তাহলে ফাইল টি পেয়ে যাবেন ডাউনলোড ফোল্ডারে।

কনফিগ ফাইল ইমপোর্ট শেষ হলে আপনি এই লিংকে ক্লিক করে Http custom এর জন্য একাউন্ট করে নিন।

VPN একাউন্ট করতে ক্লিক করুন

লাল কালার গুলো তে একাউন্ট করবেন না, যেগুলো নীল কালার এর থাকবে সেই সার্ভার থেকে একাউন্ট করবেন।

সার্ভারে ক্লিক করলে আরেক পেজ নিয়ে আসবে, একটু স্ক্রোল করে নিচে আসলে দেখতে পাবেন user name and password অপশন। এইখানে ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে creat এ ক্লিক করবেন।

একটু লোড নিতে সময় নিবে তারপর নিচে এমন কিছু লেখা দেখতে পাবেন।

এই লেখা থেকে user name টা কপি করে http custom অ্যাপ ওপেন করবেন, তারপর স্ক্রিনশট এর জায়গা তে পেস্ট করবেন।

আবার আগের পেজে ফিরে যাবেন, তারপর পাসওয়ার্ড টা কপি করে http custom অ্যাপ এ আসবেন তারপর user name এর পাশে পাসওয়ার্ড টা লিখবেন এইভাবে ( :896580)

তারপর আবার আগের পেজে ফিরে যাবেন গিয়ে host name DNS এর লেখা টা কপি করে নিবেন।

Http custom অ্যাপ ওপেন করে সবার প্রথমে hostname টা পেস্ট করে দিবেন।

তারপর নিচে দেখানো স্ক্রিনশট এর আইকন এ ক্লিক করবেন।

Slow DNS settings লেখাতে ক্লিক করবেন।

২য় অপশন এ host name টা পেস্ট করুন।

তারপর আবার আগের পেজে যাবেন সেখান থেকে public key কপি করে নিন।

তারপর http custom অ্যাপ ওপেন করে পাবলিক কি টা পেস্ট করে দিবেন।

Http custom অ্যাপ এর সব কাজ শেষ এইবার আপনি আপনার ফোনের সেটিংস এ যাবেন।

Sim card and mobile network লেখাতে ক্লিক করুন

গ্রামীণফোন সিম সিলেক্ট করুন

Access point লেখাতে ক্লিক করুন।

+ আইকন এ ক্লিক করুন।

Name: gpmms

APN: gpmms

লিখে থ্রি ডট এ ক্লিক করুন।

এইবার save করে দিন।

তারপর gpmms টা অন করে দিন।

Http custom অ্যাপ এ প্রবেশ করুন। Connect লেখা তে ক্লিক করুন

এই যে দেখুন আমার কানেক্ট হয়ে গেছে। এইবার আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে থাকুন ।

আপনারা যদি আমার কথা না বুঝেন আপনাদের সুবিধার কথা ভেবে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিলাম দেখে দেখে করে নিন।

ভিডিও টিউোরিয়াল দেখতে ক্লিক করুন

(বি.দ্রঃ শুধু মাত্র জিপি সিম দিয়ে আনলিমিটেড ফ্রী নেট চালাতে পারবেন http custom দিয়ে)

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত, ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে খুব জলদি নতুন কিছু নিয়ে। ততক্ষণ TRICKBD এর সাথেই থাকবেন।

The post Http custom দিয়ে যেভাবে ফ্রি নেট চালাতে পারবেন জেনে নিন!! appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ