যারা এই অ্যাপ সম্পর্কে জানেন না, তাদের জন্য সংক্ষেপে বলিঃ
Kuku FM একটি অডিও বুক অ্যাপ। অর্থাৎ এখানে আপনি বিভিন্ন বুক ও পডকাস্ট শুনতে পারবেন। কষ্ট করে পড়ার ঝামেলা নেই।
Pocket Radio, Google Podcast সহ আরো অনেক অ্যাপ আছে, কিন্তু সেগুলোতেই বাংলা ভাষার বই কম বা নেই বললেই চলে। সবচেয়ে বেশী বাংলা বই আছে Pratilipi ও Kuku অ্যাপ এ এবং দুটোই ইন্ডিয়ান ডেভেলপার এর বানানো।
দুটো অ্যাপ এই প্রিমিয়াম প্লান আছে। এর মাধ্যমে বিশেষ কিছু প্রিমিয়াম অডিও শুনতে ও ডাউনলোড করার অপশন পাওয়া যায়। সে জন্যই প্রিমিয়াম মোড নিয়ে আসা।
যাইহোক, Pratilipi এর প্রিমিয়াম মোড ঠিক মতো কাজ করে না। কিন্তু Kuku FM এর প্রিমিয়াম মোড অনেক স্মুথ কাজ করে, তাই এটাই দিলাম।
ক্রেডিটঃ GooTechy (non-sponsored)
File Name: Kuku-FM-Premium-2.1.zip
Size: 55 MB
Password: 12345
Link: Google Drive
ইন্সটল করার পরের ধাপ ও প্রমাণঃ
এ পর্যন্তই।
ভালো থাকবেন।
The post KUKU FM প্রিমিয়াম মোড নিয়ে নিন – বাংলায় আডিও বুক শুনুন বাধাহীন appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ