Realme GT Neo 3T আধা ঘন্টারও কম সময়ে ফুল চার্জ? | বাংলা শর্ট রিভিউ।

Ads Inside Post

Realme GT Neo 3T আধা ঘন্টারও কম সময়ে ফুল চার্জ? | বাংলা শর্ট রিভিউ।


হেই, কি অবস্থা তোমাদের? আমি অনামিকা আমাকে সাদিয়া নামেও ডাকতে পারো প্রবলেম নেই 😀 অনেকদিন লেখালেখি না করে করে অভিজ্ঞতা হারায় ফেলছি।

তাই তোমাদের সাড়া দিলে আবার অভিজ্ঞতা সম্পন্ন একজন লেখক হতে চাই তাই একটু কমেন্ট মমেন্ট করে সাপোর্ট দিও ☺

যাইহোক ছোট্ট একটি পোস্ট করব বেশি লম্বা করব না তাই মনোযোগ হাড়িও না পোস্টটি পড়তে থাকো ভালো লাগবে আশা করছি।

একবারে ফোন চার্জে দিলে টানা দুই দিন চলবে এরকম ধরনের প্রমোশন ভিডিও এডভারটাইজ ভিডিও অনেক দেখেছেন? কিন্তু কখনো শুনেছেন মাত্র ২৪ মিনিটে ফুল চার্জ হয়ে যায় এরকম স্মার্টফোনের এডভার্টাইজমেন্ট? জানি উত্তর না হবে।
কারণ ওই সময় টেকনোলজি অতটা আপডেট হয়েছিল না।

realme কোম্পানি দাবি করছে তাদের ফোন নাকি মাত্র ২৪ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে সাথে থাকবে আবার সিক্সটিন মেগাপিক্সেলের অবিশ্বাস্য ক্যামেরা সাথে আরো থাকতে দুর্দান্ত সব ফিচার।


আর এই চাহিদাগুলো পূরণ করছে আপনার রিয়েল মি নতুন স্মার্টফোন realme GT neo 3T হ্যান্ডসেট টি।

কারণ এই ফোনে রয়েছে একটি ৬.২ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট ১২০hz এছাড়াও ফোন টিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর।

ফাইভ-জি কানেক্টিভিটি রয়েছে realme এর নতুন ডিভাইস টিতে, ফোনটিতে আরও রয়েছে ৮০ ওয়ার্ডের সুপারফাস্ট চার্জিং টেকনোলজি।
যার সাহায্যে এই স্মার্টফোনের ব্যাটারির ৫০ শতাংশ চার্জ করা যাবে মাত্র ১২ মিনিটে এমনটাই দাবি করেছে রিয়েলমি সংস্থা যেটা সত্যিই ইম্প্রেসি।

ডিভাইস টি রান করবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম এ, ব্যবহার করা যাবে ডুয়েল সিম realme এর এই ফোনে আরো একটি দারুন ফিচার রয়েছে সেটি হল-

ডায়নামিক রেম এক্সট্রেকশন যেটির সাহায্যে ফোনে থাকা ৮ জিবি রেম এর পরিমাণ বাড়িয়ে করতে পারবে ৫ জিবি পর্যন্ত।

হেব্বি গেমিং এ ফোন টিকেট ঠান্ডা রাখতে রয়েছে কুলিং সিস্টেম, কুলিং লেয়ার আছে মোট আটটি স্তরে।

পলডি ক্যামেরা সেটাপ আছে রিয়েলমির এই ফোনে যেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের ultra white ক্যামেরা সেন্সর এবং দুই মেগাপিক্সেলের মাইক্রোসেন্সর ক্যামেরা আছে।

এছাড়াও আরো রয়েছে ৫০০০হাজার এম্পিয়ার ব্যাটারী এবং ৮০ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং টেকনোলজি ফিচার।

realme এর এই ডিভাইসটি কিনতে হলে আপনার পকেট থেকে বের করতে হবে ৩০ থেকে ৩৩ হাজার টাকা যা এই বাজেটে মোটামুটি মানানসই।

এই ছিল ফোনটির শর্ট রিভিউ ! এই ফোনটি আমার কেনার প্ল্যান চলছে তাই আপনাদের সাথে শর্ট রিভিউ শেয়ার করলাম।


ফোনটি যখন আমি কিনব তখন কিছুদিন ব্যবহার করে ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে পারব আশা করছি তাই একটু অপেক্ষা করতে হবে।

যাইহোক রিয়েলমির এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট অনেক গুরুত্ব সহকারে পড়ি।
আইফোন ১৪ সিরিজ এ যেন হীরার হরিণ।

PocoBD.Com – Technology At Your Fingertips
আজকে এখানে ই শেষ করছি যদিও পোস্টটা অনেক ছোট হয়ে গেল তারপরও কিছু করার নেই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশাই আল্লাহ হাফেজ।

The post Realme GT Neo 3T আধা ঘন্টারও কম সময়ে ফুল চার্জ? | বাংলা শর্ট রিভিউ। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/android-phone-review/805629


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ