Remini Photo Enhancer মোড ভার্শন – সকল ফোনে সাপোর্ট করবে – Ads Removed

Ads Inside Post

Remini Photo Enhancer মোড ভার্শন – সকল ফোনে সাপোর্ট করবে – Ads Removed

Remini Photo Enhancer কী? কীভাবে?
-এটা “Splice Video Editor” নামক এক ডেভেলপার থেকে প্রস্তুত করা হয়েছে যেটা বর্তমানে প্লে স্টোরে পাওয়া এন্ড্রয়েডের জন্য সবচেয়ে ভালো ফটো এনহান্সার। এটাতে আপনি আপনার পুরাতন ঘোলাটে বা আংশিক নষ্ট হয়ে যাওয়া ছবি দিলে সেটা একদম নতুনের মতো স্পষ্ট করে দেয়। এমনকি আপনার ফোনের ক্যামেরা যদি খারাপ হয় এবং ক্যামেরা থেকে কম রেজুলেশনের হাল্কা ঘোলা ছবি আসে, সে ছবিও আপনি হাই রেজুলেশনের ও আরো ডিটেইলড ছবি পেতে পারেন।
এই এপ মুলত ছবি গুলো যাচাই বাছাই করে তার AI সিস্টেম হতে কিছু এক্সট্রা পিক্সেল ছবিতে যুক্ত করে ছবি কে স্পষ্ট করে। (কীভাবে কাজ করে তার বিষয়ে এর বেশি ধারণা নেই)

এই ডেভেলপার এর আরো একটি এপ আছে।
এটি হলো “Dawn- AI Generated Art” । এইটা দিয়ে লেখা থেকে ছবি বানানো হয়। অর্থাৎ আপনি কিছু লিখবেন সেই লেখা অনুযায়ী ছবি আপনাকে একে দেওয়া হবে।

যাইহোক,

প্রথমে নিচ থেকে Remini এর মোড ভার্শন ডাউনলোড করুন।

Size: 113.3 MB

Password: 12345

Link: Google Drive

• গুগল ড্রাইভে এখন মোড আপলোড দিলে সেটা ধরে ফেলে এবং ফাইল রেস্ট্রিকটেড করে দেয়। তাই zip ফাইল আকারে পাসওয়ার্ড বসিয়ে আপলোড দিয়েছি, যাতে ধরতে না পারে।

এখন উক্ত পাসওয়ার্ড দিয়ে আনজিপ করুন।

আশা করি এর ব্যবহার সবাই জানেন।

তবুও নতুন দের জন্য নিচে স্ক্রীনশট দিলাম।








এখন দেখুন ছবি সেভ হয়ে যাবে কোনো প্রকার এড শো করবে না।

আজ এ পর্যন্তই।

The post Remini Photo Enhancer মোড ভার্শন – সকল ফোনে সাপোর্ট করবে – Ads Removed appeared first on Trickbd.com.



source https://trickbd.com/apps-review/803328


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ