এক নজরে স্পেসিফিকেশন
Symphony Z42 Pro গরীবের আইফোন এ থাকছে 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ডিজাইন হিসেবে ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন আছে। পিছনের ক্যামেরাটি ট্রিপল 13+2+2 মেগাপিক্সেল । সামনের ক্যামেরাটি 8 মেগাপিক্সেল। এটিতে ব্যাটারি হিসেবে পাবেন 5000 এম্পিয়ার ব্যাটারী সাথে থাকছে 10 ওয়াটের ফাস্ট চার্জার এবং ram হিসেবে থাকছে ৪ জিবি ও ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পাবেন ৬৪ জিবি, 2.0 GHz অক্টা-কোর CPU । এটা থাকছে mediatek helio G25 (12nm) । আরো থাকছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা ।
একনজরে ফোনটির ভালো কিছু দিক
ডিসপ্লে হিসেবে পাচ্ছেন একটি বড় ডিসপ্লে যা 6.5 ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন । ফোনটিতে স্টাইলিশ ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করেছে যা এই প্রাইসে খুব একটা দেখা যায় না । ফোনটা ক্যামেরা জাস্ট অস্থির ছিল, এই প্রাইসে এত ভালো ক্যামেরা সিম্ফোনি আমাদের দেবে এটা কখনো আশা করিনি । পারফরমেন্সের কথা বলতে গেলে বলতেই হবে এর সমন্বয়গুলো শুধুমাত্র রেগুলার ইউযে ভালো পারফরমেন্স পাবেন ।
ফোনটির কমতি দিকগুলো
১২০০০ টাকা দাম বিবেচনায় আমরা অনেক ফোনে দেখেছি হেলিও g35 প্রসেসরটি ব্যবহার করতে বাট এখানে ব্যবহার করেছে g25 যা একটু হতাশা জনক । এছাড়া মোটামুটি সবকিছুই সন্তোষ জনক ছিল
Full Specifications
Colors
Black, Honey Dew Green, Lunar Gray
Connectivity
dual sim
2g,3g,4g।
wifi hotspot
wifi direct
Body
MaterialGlass front & back
Display
6.52 inches
Resolution HD+ 720 x 1612 IPS LCD display with multitouch
Back Camera
Dual 13+2+2 Megapixel
Full HD (1080p)
Front Camera
8 mp
BatteryType and Capacity
Lithium-polymer 5000 mAh (non-removable) with 10w fast charger
Performance, Ram & Processor
Android 11
Chipset: MediaTek Helio G25 (12 nm)
RAM: 4 GB
Processor: Octa core, up to 2.0 GHz
Storage
64 gb with micro sd slot upto 128gb
Security
pattern, pin, password,
fingerprint and face unlock etc
Other Features
USB Type-C Bluetooth v5.3
ব্যক্তিগত মতামত:
মোবাইলটির দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা । ফোনটি অনেকটা গরিবের আইফোন বলা যায় কেননা আমরা এখনকার iphone গুলোর আপডেট ভার্সনে দেখেছি পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ সেম symphony এর মত । ফোনটি আমার হাতে প্রায় ৮ থেকে ১০ দিনের মত ছিল। ফোনটি ব্যবহার করাতে মোটামুটি ভালো রেজাল্ট দিয়েছে । ফোনটিতে আমি ফ্রি ফায়ার রান করেছিলাম সামান্য একটু ল্যাগ করে ৩০ মিনিট এরপর থেকে । তবুও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো । আমার সাজেশন থাকবে d2d ইউজ বা রেগুলার ইউজএর জন্য ফোনটা নিতে পারে । দেশি ব্র্যান্ড হলেও এই ফোনটি আপনাকে হতাশ করবে না। তবে আগেই বলেছি যে এটি গেমিং প্রসেসর হলেও হেবি gamer এর জন্য না ।
এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ
The post Symphony Z42 Pro গরীবের আইফোন appeared first on Trickbd.com.
source https://trickbd.com/mobile-review/799497
0 মন্তব্যসমূহ