আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
প্রতিবারের মতন আবারো একটা অন্যরকম টপিক নিয়ে হাজির হলাম, আমি Hridoymini ট্রিকবিডির নতুন পোস্টে আপনাদের স্বাগতম।
আজকের পোস্টের টপিক হল Web Story
এই পোস্টে আমি এই তিনটি টপিক নিয়ে কথা বলবো পরবর্তী ৩/৪ টা পর্বে আমি দেখাবো কিভাবে এগুলো WordPress ও Blogger ওয়েবসাইটে ব্যবহার করতে হয়, কিভাবে স্টোরি গুলো চেক করতে হয় ও কিভাবে গুগলে সাবমিট করতে হয়।
চলুন ১ম পর্ব শুরু করি,
Web story কি?
গুগলে সার্চ দিলে আপনারা হয়ত লক্ষ করবেন Stories নামে একটা অপশন আসে?
হ্যা এগুলই Webstory.
সব কিছুতে যেমন শর্ট ভিডিওস ইত্যাদিতে গুরুত্ব দিচ্ছে এখন গুগলও ওয়েব স্টোরি গুলো তে গুরুত্ব দিচ্ছে।
Web story হচ্ছে গুগলে Story ফরম্যাটে বিভিন্ন ওয়েবসাইটের কন্টেন্ট প্রদর্শন করা।
আর এটা সাধারণত গুগল ক্রোম ব্রাউজারে দেখা যায়।
ওয়েবস্টোরিতে কি থাকে?
এটাতে বিভিন্ন ছবি বা এনিমেশন দিয়ে একটা স্টোরি বানাতে হয়। যেগুলো তে লিংক দেওয়া থাকে ক্লিক করলে পুরো স্টোরি বা ব্লগ এ নিয়ে যায়।
গুগল ওয়েব স্টোরি কি কি ওয়েবসাইটে ব্যবহার করা যায়?
এটা যেকোন ওয়েবসাইটে বানাতে পারবেন
চাই সেটা ব্লগার হোক বা ওয়ার্ডপ্রেস বা অন্য কিছু। তবে ওয়েব স্টোরি মূলত ব্লগ ওয়েবসাইট গুলোতে বেশি ব্যবহার করা হয়।
Webstory থেকে কি ইনকাম করা যায়?
Web story থেকে ২ ভাবে ইনকাম করা যায়ঃ
স্টোরি মনিটাইজ কি করে করে?
স্টোরি মনিটাইজ বিভিন্ন ওয়েবসাইট থেকে করা যায়। এখানে আপনারা গুগল এডসেন্স এর এডস ও বসাতে পারবেন।
স্টোরি এর মাধ্যমে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে কিভাবে ইনকাম হয়?
এটা মূলত ইনকামটা স্টোরি তে হয় না। ইনকাম টা হয় আপনার ওয়েবসাইটে। আপনি যখন কোন ভালো একটা স্টোরি দিলেন সেটা অনেক র্যাংক করে গেলো। তাহলে আপনার ওয়েবসাইটে হিউজ পরিমাণ ভিজিটর আসা শুরু করবে। তখন আপনি বহু পরিমাণে ইনকাম করতে পারবেন।
তো আজকে এই পর্যন্তই কিভাবে আপনার সাইটে এই ওয়েব স্টরি যোগ করবেন এ নিয়ে পরবর্তীতে পোস্ট করা হবে।
যেকোন ধরণের ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন আমার সাথেঃ
The post Web Story কি? Web Story থেকে কিভাবে ইনকাম হয় ও এর মাধ্যমে কিভাবে Website এ ভিজিটর নেওয়া যায়? [Part – 1] appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ