BUFT সম্পর্কে জেনে নিন, কিভাবে ভর্তি হবেন এবং কত খরচ!!

Ads Inside Post

BUFT সম্পর্কে জেনে নিন, কিভাবে ভর্তি হবেন এবং কত খরচ!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমাদের অনেকের সপ্ন আছে যে নিজের একটা যথেষ্ট হেল্পফুল একটা সুন্দর ক্যারিয়ার গড়ে তুলবো।

এই জন্য আমাদের জীবনে কষ্ট করে পড়াশোনা করতে হয়, যেনো মা বাবা এর মুখ উজ্জ্বল করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি।

স্কুল এবং কলেজ জীবন শেষ করে উচ্চতর শিক্ষা অর্জন করতে আমরা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সেক্টরে ভর্তি হয়।

কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয় এর প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে দেখা যায় আমাদের দেশে অধিকাংশ বেকার। তাই অনেকে আছে অন্য সেক্টরে পড়াশোনা করছে।
এবং নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন,

আজকে আমি কথা বলবো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বলবো যা দিয়ে আপনি আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।

আজকে আমি কথা বলবো BGMEA University of fashion and technology সম্পর্কে যার সংক্ষিপ্ত নাম হলো BUFT

যেখানে হাজার হাজার শিক্ষার্থী প্রতিবছর ভর্তি হওয়া এর জন্য মুখিয়ে থাকে। গতানুগতিক পড়াশোনা বর্তমান প্রজন্ম এর কাছে খুব একটা ভালো লাগে না।

সকলেই চায় নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু করার জন্য। সবাই বর্তমানে নিজের সৃজনশীলতা কে প্রকাশ করার জন্য ভিন্ন ধরা বেছে নিচ্ছে।

কেউ হতে চায়,ফ্যাশন ডিজইনার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারার সহ আরো অনেক কিছু।

এখন যারা এই পেশা গুলো এর সাথে সংযুক্ত হয়েছে তারা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেছেন ভিন্ন বিষয় এ।

এর জন্য আপনারা বিজিএমইএ ইউনিভার্সিটি তে বিভিন্ন সল্প মেয়াদী কোর্স করে হয়ে যান সফল উদ্যোক্তা।

BUFT তে ভর্তি হতে হলে কি কি যোগ্যতা লাগবে

BUFT পরিচালিত হয় বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিজিএমইএ এর তত্ত্বাবধানে। এখানে ভর্তি হতে হলে এসএসসি এবং HSC তে ৩.৫০ করে মোট ৭.০০ পয়েন্ট দরকার।

পাবলিক ইউনিভার্সিটি এর মত এই সেক্টরে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়। যদি এসএসসি এবং এইচএসসি তে ৯.৫০+ থাকে তাহলে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ আছে।

BUFT তে পড়ার খরচ

BUFT কে বলা হয় বাংলাদেশের মধ্যে সব চেয়ে বেশি বড় একটি বিদ্যাপীঠ ।যেখান থেকে পড়াশোনা শেষ করে নিজের ভবিষ্যত ক্যারিয়ার নিশ্চিত হবে।

একজন শিক্ষার্থী বিভিন্ন সেক্টরে নিজেকে বিকশিত করতে পারবে এই জন্য BUFT তে রয়েছে নিজস্ব অনেক সাবজেক্ট যা তে পড়ে একজন শিক্ষার্থী বিকশিত করতে পারে নিজের ক্যারিয়ার।

বাংলাদেশ পোশাক শিল্পে যথেষ্ট শক্তপোক্ত স্থান অর্জন করেছেন। এটাকে সমৃদ্ধ করতে BUFT ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ার জন্য AMT ডিপার্টমেন্ট করেছে যার ৪ বছর এর টোটাল সেমিস্টার খরচ ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

এছাড়াও তাদের আছে FDT ডিপার্টমেন্ট , KMT ডিপার্টমেন্ট সহ আরো বহু সেক্টর মোট কথা সব ডিপার্টমেন্ট এ খরচ পড়বে ৮ লক্ষ্য এর মত ৪ বছর এর জন্য।

গ্রেজুয়েট প্রোগ্রাম

The University offers following Master degree programs :

1. MBA in Apparel Merchandising

2. One year MBA in Apparel Merchandising

3. MBA Regular (majoring in Accounting, Finance, HRM & Marketing) – Proposed

4. MBA Executive (majoring in Accounting, Finance, HRM & Marketing) – Proposed

5. MBA in International Business – Proposed

6. Master of Science in Fashion Design & Technology (M.Sc. in FDT)

7. Master of Science in Textile Engineering (M.Sc. in TE)

কি কি কাজের সুযোগ আছে BUFT তে পড়ে

বিভিন্ন বড় বড় ফ্যাশন ডিজাইনিং হাউস এ ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ে main ডিজাইনার হতে পারবেন, বড়ো বড়ো সেলিব্রিটি দের জন্য ফ্যাশন ডিজাইনিং করতে পারবেন।

বিভিন্ন শিল্প কারখানা এর চিপ ডিজাইনার হতে পারবেন, যার মূল্য অনেক। আপনার বেতন হবে ১লক্ষ থেকে ৩ লক্ষ পর্যন্ত।

যা, একজন মানুষ এর জীবন কে অতিবাহিত করার জন্য যথেষ্ঠ। বিভিন্ন বাইং হাউস এর মার্সেন্টটাইসার হতে পারবেন।

এছাড়াও আরো অনেক কিছু হতে পারবেন যা আপনার জীবন কে পরিবর্তন করতে সক্ষম।

তাই, আমার মতে নিজের ভাগ্য কে পরিবর্তন করতে চাইলে গতানুগতিক পড়াশোনা এর বাইরে উচ্চ শিক্ষা এর জন্য BUFT কে বেছে নেওয়া।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

The post BUFT সম্পর্কে জেনে নিন, কিভাবে ভর্তি হবেন এবং কত খরচ!! appeared first on Trickbd.com.



source https://trickbd.com/education-guideline/811519


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ