আসসালামু আলাইকুম
যারা ওয়ার্ডপ্রেস এ ব্লোগিং করেন তাদের জন্য আজকের পোস্টটি অনেক অনেক গুরুত্বপূর্ণ।
আজকের পোস্টটিতে কি হতে চলেছে তা ইতিমধ্যে থাম্বনাইল আর টাইটেল দেখেই বুঝে গিয়েছেন।
যারা জানেনা পোস্টটি শুধু তাদের জন্য।
যারা জানেন তারা পোস্টটি এড়িয়ে চলতে পারেন।
তো যাই হোক,
ওয়ার্ডপ্রেস ের একটা বড় রকমের সুবিধা আছে ওয়ার্ডপ্রেস এর সাইটের সকল কাজ প্লাগিন এর মাধ্যমে করা যায় অর্থাৎ এর জন্য কোন কোডিং শেখার প্রয়োজন হয় না।
তো আজকে এমন একটি প্লাগিন এর নাম বলব যেটা দ্বারা ওয়ার্ডপ্রেস সাইটে এডমিন প্যানেল ছাড়া সাইট থেকে মোবাইল দ্বারা টিউন করতে পারবেন অর্থাৎ সাইটের মাধ্যমে লেখালেখি করতে পারবেন ।
যেমনটা ট্রিকবিডিতে দেখতে পাচ্ছেন।
তবে ডিজাইন এর মত হবে না মানে মোবাইল থেকে টিউন করার সিস্টেমটা হবে।
আশা করি যাদের ওয়ার্ডপ্রেস সাইট আছে তাদের অবশ্যই প্লাগ ইন টি কাজে লাগবে।
নিচে স্ক্রিনশট সহকারে সেটআপ পদ্ধতি ও প্লাগিন দেওয়া হবে।
তাই পোস্টটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল।
প্রথমে ওয়ার্ডপ্রেস সাইট এডমিন প্যানেলে গিয়ে প্লাগিনে গিয়ে Add new অপশন এ ক্লিক করুন।
তারপর সার্চ বার দেখতে পাবেন সেখানে user submitted posts লিখে সার্চ করুন। হুবহু লেখার চেষ্টা করুন না হলে আপনার সার্চ করা প্লাগিনটি নাও আসতে পারে।
নিচের স্ক্রিনশট দেখুন প্লাগিন ইন্সটল করে এক্টিভ করে নিন।
যেভাবে সেট আপ করবেন
এখন আবার আপনার সাইটের এডমিন প্যানেল এর settings অপশন এর শেষে user submitted posts নামে একটা অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। নিজের স্ক্রিনশটের মত toggle all panel
অপশনে ক্লিক করুন
এখন আপনি আপনার মন মত সেটআপ করতে পারবেন।
যারা না বুঝে তারা আমার মত করে সেটআপ করতে পারেন।
আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।
যেভাবে সিস্টেমটি চালু করবেন
এবার আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য একটি পেজ খুলুন।
পেজ এর টাইটেল দিবেন new post.
পেইজে কনটেন্টে নিচের কোডটি দিবেন।
আপনি তাইলে কোড এর আগে কিছু রুল যুক্ত করতে পারেন। যেমন কিভাবে পোস্ট করতে হবে, পোস্ট করার নীতিমালা ইত্যাদি।
Code=[user-submitted-posts]
DEMO=New Post
DEMO screenshot:
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমাদের সাইটে ভিজিট করার অনুরোধ।
এরকম আরো টিউন পেতে আমাদের সাইটে অবশ্যই ভিজিট করবেন।
BanglaTricks2.Blogspot.com
আল্লাহ হাফেজ
The post [🔥🔥🔥 ]আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ও trickbd এর মত মোবাইল দিয়ে টিউন করার সিস্টেম চালু করুন। থাকছে সেটআপ এর পদ্ধতি। appeared first on Trickbd.com.
source https://trickbd.com/wordpress/809137
0 মন্তব্যসমূহ