price
৳15,999 4/64 GB
এক নজরে স্পেসিফিকেশন
Samsung Galaxy A03s এ থাকছে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড HD+ ডিসপ্লে( not full HD+) । ফ্রন্ট ক্যামেরা ডিজাইন হিসেবে থাকছে punch hole ডিজাইন । পিছনের ক্যামেরাটি টিপুল 13+2+2 মেগাপিক্সেল । সামনের ক্যামেরাটি 5 মেগাপিক্সেল। এটিতে ব্যাটারি হিসেবে পাবেন 5000 এম্পিয়ার ব্যাটারী সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার এবং ram হিসেবে থাকছে 4 জিবি ও ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পাবেন 64 জিবি, 2.35 GHz অক্টা-কোর CPU । চিপসেট থাকছে MediaTek Helio P35 (12nm) চিপসেট । আরো থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা ।
একনজরে ফোনটির ভালো কিছু দিক
ফোনটা তে পাবেন বড় ডিসপ্লের সাথে better শার্পনেস। যা দিয়ে ভিডিও কোয়ালিটি আরো ভালো দেখা যাবে । পেছনের ক্যামেরা 13 মেগাপিক্সেল হলেও অনেক ভালো ছবি তুলতে পারে বলতে পারেন ক্যামেরা কোয়ালিটি একেবারে ডিসেন্ট মনে হয়েছে আমার ।
p35 processor অনেক কম চার্জ খায় এতে ব্যাকআপ অনেক বেশি পাবেন । সেই সাথে 2 ঘণ্টার একটু বেশি চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যাবে ।
কমতি দিক গুলো
ফোনটা তে কোনো ডিসপ্লে প্রটেকশন নেই ।
full HD+ স্ক্রীন পাচ্ছেন না ।
সেলফি ক্যামেরাটা আরেকটু বেটার করা যেতো।
ফোন অ্যান্ড্রয়েড ভার্সন 12 তে পাবেন না এটি রান হবে অ্যান্ড্রয়েড ভার্সন 11 তে ।
Full Specifications
Colors
Black, Blue. White
Connectivity
dual sim
2g,3g,4g।
wifi hotspot
wifi direct
Body
Styleঃ Minimal Notch
Material: Glass front, plastic body
Dimensions: 164.2 x 75.9 x 9.1 millimeters
Weight: 196 grams
Display
Size: 6.5 inches
Resolution: HD+ 720 x 1600 pixels (270 ppi)
Technology: PLS IPS Touchscreen
Back Camera
Resolution: Triple 13+2+2 MegapixelFeaturesAutofocus, depth sensor, macro, LED flash & moreVideo RecordingFull HD (1080p)
Front Camera
5 MegapixelFeaturesF/2.2 apertureVideo Recording
BatteryType and Capacity
Type and Capacity: Lithium-polymer 5000 mAh (non-removable)Fast Charging 15W Fast Charging
Performance, Ram & Processor
Operating SystemAndroid 11 (One UI 3.1 Core)ChipsetMediaTek Helio P35 (12nm)RAM4 GBProcessorOcta core, up to 2.35 GHzGPUPowerVR GE8320
Storage
ROM64 GB (eMMC 5.1)MicroSD Slot Dedicated slot
sound
3.5mm JackFeaturesLoudspeaker
Security
Fingerprint Side-mountedFace Unlock
Other Features
Notification Light SensorsFingerprint, Accelerometer, ProximityManufactured bySamsungMade inBangladeshSar Value
ব্যক্তিগত মতামত:
প্রথমে আসেন ডিসপ্লেতে, এই বাজেটে আমরা অনেক মোবাইল কোম্পানিকেই FULL HD+অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করতে দেখেছি কিন্তু এই ফোনে পাবেন ডিসপ্লে উইথ এইচডি প্লাস । যদিও আমাদের মাথায় রাখতে হবে যে এটি একটি ব্র্যান্ডের ফোন । ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করলেও এর পিকচার কোয়ালিটি জাস্ট । ছবির কোয়ালিটি নিয়ে আমার কোন অভিযোগ নেই । তবে নাইট মোডে আরো ভালো পিকচার উঠাতে পারে । অনেকেই হয়তো বা বলবেন যে p35 প্রসেসর টা কেমন? তাদের উদ্দেশ্যে বলি p35 প্রসেসর ডেকে অনেকটা g৩৫ প্রসেসর এর সাথে তুলনা করা যায় । বলতে পারেন জমজ ভাই । তবে g35 এর চেয়ে p35 অনেক কম ব্যাটারি ড্রেইন করে । মানে 5k ব্যাটারি দিয়েই 6k এর কাজ হয়ে যাবে। বুঝতেই তো পারছেন 2.35 GHZ এর স্পীড কেমন হবে ।
মিড্রেঞ্জ এর ফোন হিসেবে ফোনটা অনেক ভালো ।
এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ
The post Samsung Galaxy A03s এখন পাচ্ছেন 2600 টাকা ডিসকাউন্টে মাত্র 15999 টাকায়। Official Discount part 2 appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ