জাভা ইউজার’রা ফেসবুকে যাদেরকে ফ্রেন্ড হওয়ার জন্য রিকুয়েস্ট দিয়েছেন . তাদেরকে আইডেন্টিফাই + বাতিল করুন [অতি সহজে]

Ads Inside Post

জাভা ইউজার’রা ফেসবুকে যাদেরকে ফ্রেন্ড হওয়ার জন্য রিকুয়েস্ট দিয়েছেন . তাদেরকে আইডেন্টিফাই + বাতিল করুন [অতি সহজে]

Hello Trickbd Visitor’s !

At first take my salam with more greetings & congratulations.
with JUMMA Mubarok

Today I Explain that :

জাভাতে ফেসবুকে যাদেরকে ফ্রেন্ড হওয়ার জন্য রিকুয়েস্ট দিছেন . তাদেরকে আইডেন্টিফাই + বাতিল করা

তো কথা না বাড়িয়ে মূল কাজে আসিঃ-

Main Work :

প্রথমেই আপনাকে ১টি জাভা অপেরাতে ঢুকতে হবে । আমি Opera Mini 4.4.jar ইউজ করতেছি ।
আপনারাও চাইলে ইউজ করতে পারবেন । তবে যেকোনো জাভা অপেরা দিয়েই এটি করা পসিবল । আপনাদের যেটা ভালো হয় ।
তো আমি যে অপেরাতে ঢুকেছি , সেটাতে বুকমার্ক এ “Facebook” নামক সাইট টি সেইভ করা আছে । কিছু কিছু অপেরাতে সেইভ করা থাকেনা । সেক্ষেত্রে আপনারা “www.facebook.com” এ গিয়ে কাজটি করতে পারবেন ।
তো আমারটায় যেহেতু সেইভ করায় আছে , সেহেতু আমি Facebook এ চাপ দিলাম ।
নিচের মতো ।

যেহেতু আমার আগে থেকেই লগিন করা ছিলো । তাই আর লগ ইন করা লাগলো না । আর আপনাদের যদি লগিন করা না থাকে , তাহলে লগিন করে নিবেন ।

তো লগ ইন করার পর আপনাকে ফেসবুকের হোম পেজে নিয়ে যাওয়া হবে ।
নিচের মতো

লক্ষ্য করুন , পেজের হেডার এ “Home, Profile, Messages, Notification, Chat, Friends, COVID-19, Pages, Group, Menu” ইত্যাদি অপশন গুলো রয়েছে । তো এখানে থেকে “Friends” অপশনটিতে চাপ দিন ।
এরপর একটি ইন্টারফেইস দেখতে পারবেন ।
নিচের মতো

এইবার আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করতে থাকুন । একটু নিচের গেলেই দেখবেন “See All Friend Request” নামে একটি অপশন দেখতে পারবেন । ঐটাতে চাপ দিন ।
চাপ দেওয়ার পর নিচের মতো দেখতে পারবেন ।

এরপর নিচের মতো আসবে

এখন আবার আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন ।
একটু নিচে গেলেই দেখতে পারবেন View Sent Requests . ঐটাতে চাপ দিন ।
নিচের মতো

এখন দেখুন , আপনি যাদেরকে রিকুয়েস্ট পাঠিয়েছিলেন/পাঠিয়েছেন তাদের আইডি ।
নিচের মতো

আপনি যাদেরকে রিকুয়েস্ট পাঠিয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করার পর্ব শেষ হলো ।

তো এখন দেখাবো কিভাবে আপনার রিকুয়েষ্ট বাতিল করবেন ।

Request Cancel :

এটি করতে হলে আপনাকে আইডির পাশে (যার আইডিতে পাঠানো রিকুয়েষ্ট বাতিল করতে চাঁন) Cancel Request চাপ দিন ।
এরপর নিচের মতো দেখতে পারবেন

চাপ দেওয়ার পর যদি উপরের মতো আসে তাহলে বুজবেন . আপনি যাকে ফ্রেন্ড হওয়ার জন্য রিকুয়েষ্ট দিয়েছিলেন তার আইডির পাশে/ নিচে “Add friend” লেখা দেখতে পান , তবেই তাকে রিকুয়েষ্টের আওতা থেকে বাতিল করা সম্ভব হয়েছে ।

তো বন্ধুরা এই ছিলো আজকের পোষ্টের আলোচ্য বিষয় । কোনো ভূল ত্রুটি হলে নতুন হিসেবে ক্ষমার দৃষ্টি দেখবেন । আর পোষ্ট যদি ভালো লেগে থাকে , তাহলে অবশ্যই পোষ্ট টিতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ।

Thanks !

The post জাভা ইউজার’রা ফেসবুকে যাদেরকে ফ্রেন্ড হওয়ার জন্য রিকুয়েস্ট দিয়েছেন . তাদেরকে আইডেন্টিফাই + বাতিল করুন [অতি সহজে] appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ