কুকিজ এখন একটি আলোচিত বিষয় এবং সবাই প্রাইভেসি নিয়ে শঙ্কিত।তাছাড়া এখন কেউ চায় না যে তাদের ব্রাউজার এর কুকি কোনো ওয়েবসাইট সংরক্ষণ করুন।তাছাড়া নিয়ম নীতি এখন অনেক কঠোর হয়েছে।আপনি বাধ্য আপনার ওয়েবসাইটে কুকি কনসেন্ট (Cookie Consent) যুক্ত করতে।অর্থাৎ কোনো ওয়েবসাইট তাদের ভিজিটর দের কুকি তাদের পারমিশন ছাড়া কালেক্ট করতে পারবে না।
এই কারণেই এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে একটি কুকি সম্মতি উইজেট অর্থাৎ cookie consent widget অ্যাড করতে পারেন।
কুকিজ কি?
কুকিজ হল ছোট ফাইল যা ওয়েবসাইট দ্বারা তৈরি করা হয় এবং ব্যবহারকারীর ব্রাউজারে সেভ হয়ে থাকে যাতে উক্ত ওয়েবসাইটে লগইন থাকা যায়, বিভিন্ন ডাটা সংরক্ষিত রাখে ইত্যাদি।কিন্তু, বেশিরভাগ কোম্পানি এই কুকি গুলো বিজ্ঞাপন দেখানোর জন্য সংরক্ষণ করেন।তারা ইউজারদের পারমিশন ছাড়াই কুকি সংরক্ষণ করে এবং তা নিজেদের সার্থসিদ্ধির জন্য ব্যবহার করে।
কুকিজ সাধারণত দুই ধরনের হয়
- First Party Cookies
- Third Party Cookies
যদি ইউজারদের কুকি সংরক্ষণ করে সেটা বেআইনি ভাবে ব্যবহার করে কিংবা কোনো থার্ড পার্টি কোম্পানির কাছে বিক্রি করে দেয়,তবে সেটা একটু ভয়ের কারণ।এই যুগে যার কাছে যত বেশি তথ্য সে তত বেশি ধনী।আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কেউ আমাদের ক্ষতি করতে পারে।
এজন্যই European Union (EU) এর আইন অনুযায়ী আপনি যদি আপনার ওয়েবসাইটের ভিজিটরদের থেকে কুকি সংরক্ষণ করেন তবে European ভিজিটরদের কুকি সংরক্ষণ করার জন্য তাদের অনুমতি নিতে হবে।
ব্লগারে কিভাবে কুকি কনসেন্ট উইজেট বানাবেন?(Cookie Consent Widget in Blogger)
ব্লগার ব্লগে cookie consent widget যুক্ত করতে নিচের স্টেপগুলো ফলো করুন :
- প্রথমেই যাবেন Blogger Dashboard এ।
- এখন Theme এ গিয়ে আপনার বর্তমান থিমের ব্যাকআপ নিয়ে রাখুন।যাতে পরবর্তীতে সহজেই যেকোনো সমস্যায় থিম পরিবর্তন করতে পারেন।
- এখন Drop-down মেনু থেকে Edit HTML এ ক্লিক করে থিমের ভিতর রিডাইরেক্ট হলে সার্চ করুন ]]></b:skin> or </style> এই কোডটি।
- এখন নিচে দেয়া সিএসএস কোডগুলো ]]></b:skin> or </style> ট্যাগ এর উপরে পেস্ট করে দিন।
/* Cookies Consent Notice */ .K2C{position:fixed;right:0;left:0;bottom:-600px;z-index:50;width:100%;padding:20px;background:rgba(255, 255, 255, 1);-webkit-backdrop-filter:blur(10px);backdrop-filter:blur(10px); border: 3px solid #000000; border-radius:15px 15px 0 0;box-shadow:0 -10px 25px -5px rgba(0,0,0,.1);align-items:center;justify-content:center;text-align:center;animation:ckUp 2.5s forwards;animation-delay:1s;-webkit-animation:ckUp 2.5s forwards;-webkit-animation-delay:1s;}.K2C.acptd{animation:ckDn 2.5s backwards;animation-delay:.3s;-webkit-animation:ckDn 2.5s backwards;-webkit-animation-delay:.3s} .K2C.k2hide{display:none}.K2C .K2C-Main svg{width:50px;height:50px;fill:#08102b;stroke:#08102b;stroke-width:.8} .K2C-Main h2{margin:0;color:#08102b;font-size:1.5rem;font-weight:800;font-family:inherit} .K2C-Main p{margin:10px 0;line-height:1.7em;color:#08102b;font-size:0.9rem;font-weight:400;font-family:inherit} .K2C .C-button{display:inline-flex;align-items:center;margin:0;padding:10px 15px;outline:0;border:0;border-radius:2px;line-height:20px;color:#ffffff;background-color:#000000;font-size:15px;font-family:inherit;text-decoration:none;white-space:nowrap;overflow:k2hide;max-width:100%;cursor:pointer;transition:all 0.3s ease} .K2C .C-button:hover{opacity:.8;transform:scale(0.97)}.K2C .C-button.outl{color:#08102b;margin-left:8px;background-color:transparent;border:1px solid #767676} .K2C .C-button.outl:hover{border-color:#482dff} .dark .K2C{background:rgba(50, 50, 50, 0.8)} .dark .K2C .K2C-Main svg{fill:#fefefe;stroke:#fefefe} .dark .K2C-Main h2, .dark .K2C-Main p, .dark .C-button.outl{color:#fefefe} @media screen and (min-width:768px){.K2C{max-width:450px;border-radius:10px;left:auto;right:30px;bottom:-500px;box-shadow:0 5px 35px rgba(0,0,0,.1);animation:ckdeskUp 2.5s forwards;animation-delay:1s;-webkit-animation:ckdeskUp 2.5s forwards;-webkit-animation-delay:1s}.K2C.acptd{animation:ckdeskDn 2.5s backwards;animation-delay:.3s;-webkit-animation:ckdeskDn 2.5s backwards;-webkit-animation-delay:0.3s}} @-webkit-keyframes ckUp{100%{bottom:0}} @keyframes ckUp{100%{bottom:0}} @-webkit-keyframes ckdeskUp{100%{bottom:30px}} @keyframes ckdeskUp{100%{bottom:30px}} @-webkit-keyframes ckDn{0%{bottom:0}100%{bottom:-600px}} @keyframes ckDn{0%{bottom:0}100%{bottom:-600px}} @-webkit-keyframes ckdeskDn{0%{bottom:30px}100%{bottom:-600px}} @keyframes ckdeskDn{0%{bottom:30px}100%{bottom:-600px}}
- এবার সার্চ করুন </body> ট্যাগ এবং নিচে দেয়া HTML ও CSS কোডগুলো এই </body> ট্যাগ এর উপরে পেস্ট করে দিন।
<!--[ Cookies Consent Notice ]--> <div class='K2C k2hide' id='K2C_box'> <div class='K2C-Main'> <svg viewbox='0 0 50 50'><path d='M 25 4 C 13.414063 4 4 13.414063 4 25 C 4 36.585938 13.414063 46 25 46 C 36.585938 46 46 36.585938 46 25 C 46 24.378906 45.960938 23.78125 45.910156 23.203125 C 45.878906 22.855469 45.671875 22.546875 45.359375 22.390625 C 45.042969 22.234375 44.671875 22.253906 44.375 22.441406 C 43.824219 22.792969 43.191406 23 42.5 23 C 41.015625 23 39.769531 22.082031 39.253906 20.792969 C 39.148438 20.527344 38.933594 20.320313 38.667969 20.222656 C 38.398438 20.125 38.101563 20.144531 37.847656 20.28125 C 37.003906 20.738281 36.035156 21 35 21 C 31.675781 21 29 18.324219 29 15 C 29 13.964844 29.261719 12.996094 29.71875 12.152344 C 29.855469 11.898438 29.875 11.601563 29.777344 11.332031 C 29.679688 11.066406 29.472656 10.851563 29.207031 10.746094 C 27.917969 10.230469 27 8.984375 27 7.5 C 27 6.808594 27.207031 6.175781 27.558594 5.625 C 27.746094 5.328125 27.765625 4.957031 27.609375 4.640625 C 27.453125 4.328125 27.144531 4.121094 26.796875 4.089844 C 26.21875 4.039063 25.621094 4 25 4 Z M 38 4 C 36.894531 4 36 4.894531 36 6 C 36 7.105469 36.894531 8 38 8 C 39.105469 8 40 7.105469 40 6 C 40 4.894531 39.105469 4 38 4 Z M 25 6 C 25.144531 6 25.292969 6.015625 25.4375 6.023438 C 25.285156 6.519531 25 6.953125 25 7.5 C 25 9.4375 26.136719 10.984375 27.660156 11.960938 C 27.269531 12.90625 27 13.917969 27 15 C 27 19.40625 30.59375 23 35 23 C 36.082031 23 37.09375 22.730469 38.039063 22.339844 C 39.015625 23.863281 40.5625 25 42.5 25 C 43.046875 25 43.480469 24.714844 43.980469 24.5625 C 43.984375 24.707031 44 24.855469 44 25 C 44 35.503906 35.503906 44 25 44 C 14.496094 44 6 35.503906 6 25 C 6 14.496094 14.496094 6 25 6 Z M 36.5 12 C 35.671875 12 35 12.671875 35 13.5 C 35 14.328125 35.671875 15 36.5 15 C 37.328125 15 38 14.328125 38 13.5 C 38 12.671875 37.328125 12 36.5 12 Z M 21.5 15 C 20.671875 15 20 15.671875 20 16.5 C 20 17.328125 20.671875 18 21.5 18 C 22.328125 18 23 17.328125 23 16.5 C 23 15.671875 22.328125 15 21.5 15 Z M 45 15 C 44.449219 15 44 15.449219 44 16 C 44 16.550781 44.449219 17 45 17 C 45.550781 17 46 16.550781 46 16 C 46 15.449219 45.550781 15 45 15 Z M 15 20 C 13.34375 20 12 21.34375 12 23 C 12 24.65625 13.34375 26 15 26 C 16.65625 26 18 24.65625 18 23 C 18 21.34375 16.65625 20 15 20 Z M 24.5 24 C 23.671875 24 23 24.671875 23 25.5 C 23 26.328125 23.671875 27 24.5 27 C 25.328125 27 26 26.328125 26 25.5 C 26 24.671875 25.328125 24 24.5 24 Z M 17 31 C 15.894531 31 15 31.894531 15 33 C 15 34.105469 15.894531 35 17 35 C 18.105469 35 19 34.105469 19 33 C 19 31.894531 18.105469 31 17 31 Z M 30.5 32 C 29.121094 32 28 33.121094 28 34.5 C 28 35.878906 29.121094 37 30.5 37 C 31.878906 37 33 35.878906 33 34.5 C 33 33.121094 31.878906 32 30.5 32 Z'/></svg> <h2>Cookies Consent</h2> <p>This website uses cookies to offer you a better Browsing Experience. By using our website, You agree to the use of Cookies</p> </div> <button class='C-button' id='Cookie_btn'>Accept Cookies!</button> <a class='C-button outl' href='#'>Learn More</a> </div> <script>/*<![CDATA[*/ var K2C_box=document.querySelector("#K2C_box"),Cookie_btn=document.querySelector("#Cookie_btn"),ckErrMes="Cookie can't be set! Please unblock this site from the cookie setting of your browser.";if(null!=K2C_box){Cookie_btn.onclick=()=>{document.cookie="CookieConsentByFineshop=Accepted; max-age=2592000; path=/",document.cookie?K2C_box.classList.add("acptd"):alert(ckErrMes)};let e=document.cookie.indexOf("CookieConsentByFineshop=Accepted");-1!=e?K2C_box.classList.add("k2hide"):K2C_box.classList.remove("k2hide")} /*]]>*/</script>
আপনি চাইলে href=”#” এর জায়গায় আপনার প্রাইভেসি পলিসি পেজ লিংক করে দিতে পারেন।এতে করে কেউ learn more বাটনে ক্লিক করলে আপনার প্রাইভেসি পলিসি পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে।
- থিমটি সেভ করে দিন।
আপনার ব্লগার ওয়েবসাইটে cookie consent widget যুক্ত হয়ে গেছে।
আপনি যদি ব্লগারের ডিফল্ট কুকি কনসেন্ট পপআপ রিমুভ করে দিতে চান,তবে নিচে দেয়া জাভাস্ক্রিপ্ট কোডগুলো </head> অথবা</body> যেকোনো ট্যাগ এর সামনে পেস্ট করে দিন।
<script>/*<![CDATA[*/ /* Disable default Blogger cookie notice */ cookieChoices = {}; /*]]>*/</script>
উপসংহার
এই পোস্টে আমি দেখিয়েছি কিভাবে আপনি ব্লগার ওয়েবসাইটের ডিফল্ট cookie consent popup বন্ধ করে কাস্টম cookie consent widget যুক্ত করবেন।যদি এই উইজেটটি ব্লগার ব্লগে অ্যাড করতে কোনো সমস্যার সম্মুখীন হন,তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
How to embed Google Drive Video in Blogger
প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট , ব্লগিং টিপস , ব্লগার উইজেট স্ক্রিপ্ট , এসইও টিপস পেতে ভিজিট করুন আমার Blogen ব্লগ।আল্লাহ হাফেজ।
The post ব্লগারে Responsive Cookie Consent উইজেট যুক্ত করবেন কিভাবে? Advance Script . appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ