ফোনের মিডিয়া বার কন্ট্রোল করুন খুব সহজেই। শর্টকাটে দরকারী কাজ !

Ads Inside Post

ফোনের মিডিয়া বার কন্ট্রোল করুন খুব সহজেই। শর্টকাটে দরকারী কাজ !

আসসালামু আলাইকুম !




Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !



পুরো পোস্ট পড়তে অনুরোধ করছি..!




আপনি কি একজন মিউজিক লাভার ? ফোন হাতে নিয়েই পছন্দের গান শুনতে শুনতে ফোনের অন্যান্য কাজ করতে পছন্দ করেন ?

পছন্দের গান শুনতে শুনতে কাজ করতে গেলে খুব বেশি বিরক্তিকর লাগে না সেই কাজ করতে। তেমনি যারা বেশি গান শুনতে পছন্দ করেন। তাদের জন্য আজকের পোস্ট খুবই উপকারী হবে।

উদাহরণস্বরূপ আমার কথাই বলি, আমি পোস্টের জন্য কন্টেন্ট লিখি, ফটো এডিটিং করি, ফেসবুক/মেসেঞ্জার/টেলিগ্ৰাম/হোয়াটসঅ্যাপ/এমনকি যদি গেম‌ও খেলি তাহলেও আমি কানে ইয়ারফোন লাগিয়ে মিউজিক শুনি। এমনকি এই পোস্ট ও গান শুনতে শুনতে লেখা। 🐸

মিউজিক শুনতে কাজ করার মধ্যে আলাদা একটা শান্তি আছে। তো কথা সেটা না। কথা হলো। যে এইসব কাজ গুলো করার সময় যদি গান শুনেন এবং সেই গানকে যদি আপনি কন্ট্রোল করতে চান তাহলে কি করবেন ?

অনেকেই বলতে পারেন যে ফোনের নোটিফিকেশন বার একটু নিচে নামিয়ে Play/Stop, Backward/Forward ইত্যাদি করবো। অথবা অ্যাপে সুইচ করে মিউজিক কন্ট্রোল করবো।

আবার অনেকেই বলতে পারেন যে এখনকার ইয়ারফোনে দেওয়া বোতাম ব্যবহার করেই মিউজিক কন্ট্রোল করবো।

” কিন্তু – কিন্তু – কিন্তু ! “ এসব বিষয় তো কমবেশি প্রায় সবাই জানে এবং করে। নতুন কিছু করলে কেমন হয় ? এতে আপনার নতুন অভিজ্ঞতা হবে, তাড়াতাড়ি হবে, শর্টকাটে কাজ করতে পারবেন, আর অবশ্যই বন্ধু-বান্ধবদের কাছে Cool দেখাবে।

এবার আরেকটু খোলাসা করে বলি, মানে খুলে বলি, মানে সোজা কথা বলি ! 🙂

ধরুন, আপনি ট্রিকবিডিতে কোনো পোস্ট পড়ছেন এবং সাথে মিউজিক শুনছেন। এখন আপনি যে গান শুনছেন সেটা যদি আপনি নোটিফিকেশন বার নিচে না নামিয়েই, অ্যাপ সুইচ না করেই যদি – কতখানি মিউজিক শুনলেন সেটা দেখতে পেলেন, খুবই সহজে এবং তাড়াতাড়ি যদি Music কে Play/Stop, Backward/Forword, Jumb Backward/Jump Forward ইত্যাদি করতে পারেন। তাহলে কেমন হবে ?

এ যেন এক অন্য রকম অভিজ্ঞতা! এরকম টা করা খুবই সহজ। না আমি Pop-up, Bubbles এই ধরনের কিছুর কথা বলছি না।

যখন আপনি ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন তখন তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে ব্রাউজারের উপরে অথবা নিচে পেজ লোডিং হ‌ওয়ার প্রসেস দেখায়।

ঠিক এভাবেই আপনার ফোনের স্ট্যাটাস বারে আপনি কতখানি গান শুনলেন সেটা তো দেখতে পাবেন‌ই, আবার সেখান থেকেই পুরো মিউজিক কন্ট্রোল করতে পারবেন।

অ্যাপের নাম হলোঃ Media Bar অ্যাপের সাইজ : ৩ এমবি +

এই অ্যাপের সাহায্যে আপনি আপনার ফোনের মিডিয়া বারে ৩ টি অদৃশ্য বাটন পাবেন। যা Single Tap, Double Tap এবং Long Press এই বাটন গুলোর সাহায্য আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন এবং এই বাটনগুলো আপনি চাইলে কাস্টমাইজ করতেও পারবেন।

Music এর actions/playback কে Control করার জন্য Media Bar অ্যাপে পাবেনঃ ↓

✓ Play/Pause
✓ Backward
✓ Forward
✓ Jump Backward by ‘আপনার সেট করা সময়’ seconds
✓ Jump Forward by ‘আপনার সেট করা সময়’ seconds
✓ Launch App

আরো অনেক কিছু বলা যাবে এই অ্যাপ সম্পর্কে কিন্তু এখন এতকিছু বলছি না। কিভাবে অ্যাপ ব্যবহার করবেন সেই বিষয়ে আসা যাক।

অ্যাপের ব্যবহারঃ ↓


 

প্রথমে অ্যাপ চালু করে অ্যাপের On অপশনে ক্লিক করুন।

এরপর আপনি Media Bar অ্যাপকে Screen Control – Perform Actions – Notification Access এই পারমিশনগুলো দিয়ে দিন।

মিউজিক কন্ট্রোল করার জন্য অ্যাকশন সেট করে নিন। যেমনটা আপনার দরকার।

Progress bar মোটা করবেন নাকি চিকন করবেন, প্রোগ্রেস বার উপরে রাখবেন নাকি নিচে রাখবেন, প্রোগ্ৰেস বার বাম দিক থেকে নাকি মাঝখান থেকে নাকি ডান দিক থেকে শুরু করাবেন ? ইত্যাদি আপনার পছন্দ মতো সব সেট করে নিন।

এরপর প্রোগ্ৰেস বারে কোন রং ব্যবহার করবেন, কালার কনফিগারেশন কোনটা দিবেন সেটা সেট করে নিন।

আগেই বলে রাখি যে, কালার কনফিগারেশন এ Solid অপশন বাদে বাকি Dynamic, Segments, Merged Segment, Gradient Segment, Gradient এই গুলো ব্যবহার করতে চাইলে আপনাকে টাকা দিতে হবে।

এবং Solid এ আপনি আপনার পছন্দ মতো পুরো প্রোগ্ৰেস বারে যেকোনো একটা রং ব্যবহার করতে পারবেন ফ্রী তে। ভালোভাবে বুঝতে এই সেটিংগুলো করার সময় ব্যাকগ্ৰাউন্ডে মিউজিক বাজাবেন তাহলে আপনার প্রোগ্ৰেস বার কেমন হলো সেটা দেখতে পারবেন, কারণ এই অ্যাপে প্রিভিউ অপশন নাই।

সেট আপ করার পর আপনি যে অ্যাপ‌ই ব্যবহার করেন না কেন সবখান থেকে মিউজিক কন্ট্রোল করতে পারবেন।

জরুরি কথাঃ

মিউজিক এর যে প্রোগ্ৰেস দেখতে পাবেন উপরে শুধুমাত্র ঐ প্রোগ্ৰেস বারের উপরের অংশেই কাজ করবেন। সোজা কথায় বলতে গেলে আপনার পছন্দ মত রং সেট করা যে সোজা দাগ সামনের দিকে যাচ্ছে বা যাবে শুধুমাত্র তার উপরের অংশগুলোতেই কাজ করবে।

ঐ সোজা দাগের নিচে কাজ করবে না‌। দাগের ওপরের যেকোনো অংশে কাজ করবে।

আজকে ছোট পোস্ট এখানেই শেষ করছি। আরো বলার মতো ছিলো কিন্তু সব একবারে বললাম না। নিজে ব্যবহার করেই বাকিটা বুঝে নিন।



Download Media Bar App from PlayStore ↓


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




The post ফোনের মিডিয়া বার কন্ট্রোল করুন খুব সহজেই। শর্টকাটে দরকারী কাজ ! appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ