আসসালামু আলাইকুম আজকে আর একটি বিষয় নিয়ে কথা বলবো, আমাদের দৈনন্দিক যারা গ্যাসের চুলে রান্না করে, তাদের জন্য আজকের পোস্ট অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
এবং আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে বলার,
আর তাছাড়া অনেক সময় যে আমরা গ্যাসের চুলা বিস্ফোরন নিয়ে বিভিন্ন নিউজ দেখি, যে সিলিন্ডার বিস্ফোরণে অনেক জায়গায় পোরা যায় হতাহতের ঘটনা ঘটে, এগুলো থেকে কিভাবে আমরা সাবধান হতে পারি?
এ সমস্ত বিষয়ে আমার জ্ঞান থেকে যতটুকু সম্ভব, ততটুকু তুলে ধরে চেষ্টা করব আশা করি আপনাদের একটু ভালো উপকার হবে।
তো আর বেশি কথা বলছি না মেইন পোস্টে চলে যাচ্ছি,
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধে করণীয়
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে প্রতিরোধ করতে যাওয়ার আগে আমাদের সকলেরই জেনে নেওয়া উচিত যে কেন গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটে?
অর্থাৎ সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটার প্রাথমিক কারণগুলা কি কি। নিচে কয়েকটি কারণ তুলে ধরলামঃ
১. অধিক পুরাতন সিলিন্ডার ব্যবহার করা যাবেনা।
আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে অধিক বা অনেক যেটাই বলেন, মোট কথা পুরাতন সিলিনডারের মেয়াদ শেষ হয়ে গেছে,
এমন কোন সিলিন্ডার আমরা ব্যবহার করছি কিনা সে দিকে খেয়াল রাখতে হবে।
২. সিলিন্ডার এবং চুলার সংযোগ লাইনটি চেক না করে রান্না শুরু করা। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে,
আমাদের মধ্য কিছু ফ্যামিলিতে যখন রান্না শুরু হয়, তখন আমাদের যারা রান্না করে তারা অনেক সময় মানে প্রায়ই কোন কিছু চেক না করেই সরাসরি গ্যাসের তুলে রান্না শুরু করে দেয়। কোন কিছু পরীক্ষা বা চেক না করেই!
বিষয়টি যদিও শুনতে হাস্যকর মনে হয় তারপরও সত্যি যে আমাদের বাড়িতে থাকা ইঁদুর মাঝে মাঝে সিলিন্ডারের লাইন কেটে ফেলে এতে করে গ্যাস জমা হয়ে বাইরে বের হয় আর ঘটতে পারে মারাত্মক সব দুর্ঘটনা ।হতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড ,এমনকি মৃত্যুও।
৩. দরজা জানালা বন্ধ রেখে গ্যাস সিলিন্ডারে রান্না করলে, ঘরের ভেতর যদি ভুল করবে কোন গ্যাস থেকে যায় তাহলে সেটি বাহিরে বের হতে পারে না, এক্ষেত্রে দরজা জানালা বন্ধ থাকলে হঠাৎ যদি রান্নার সময় কোন কিছুতে আমরা আগুন ধরাই,
তাহলে ঘরের মধ্যে থেকে গ্যাস গুলো আগুনেী সংস্পর্শে এসে মারাত্মক বিশ্ফোরণের মাধ্যমে পুরো বাড়ি সহ, মানুষজনের মৃত্যু হতে পারে সুতরাং খোলা রেখে ভিতরে থাকা গ্যাস বাইরে বের করে দেয়া উচিত, এর কারণে রান্না সময় বা রান্না শেষে আমরা কিছুক্ষণ দরজা জানালা খুলে রাখবো।
৪. সরাসরি লাইন সংযোগ এর ক্ষেত্রে হালকা একটু গ্যাস সব সময় চালিয়ে রাখা।
উপরে যে চারটি কারণ তুলে ধরা হলো এগুলোকে আমরা সচরাচর হেলাফেলা করে এড়িয়ে চলি।
তাই হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণের মাধ্যমে ঘটে চলেছে মারাত্মক সব দুর্ঘটনা ।এবার চলুন জেনে নেওয়া যাক কি কি উপায় অবলম্বন করলে আমরা বিস্ফোরণ থেকে খুব সহজে বাঁচতে পারি।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচার উপায় গুলো নিচে বল্লাম,
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধে করণীয় কাজঃ
১. ফায়ার সার্ভিস কর্তৃক প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করা। যদিও বা এটা অনেকের ক্ষেত্রে সম্ভব নয়, তবুও আপনারা চাইলে অনলাইন এবং ইউটিউবে ভিডিও দেখে কিছুটা প্রশিক্ষণ বা অভিজ্ঞতা নিতে পারেন।
২. দরজা বা জানালা খোলা রেখে রান্না করা।
৩. সিলিন্ডার থেকে চুলার দূরত্ব মিনিমাম চার ফুট এর মত রাখা।
৪. সিলিন্ডার লিকেজ এড়িয়ে চলা।
৫. সময় মত বার্নার পরিবর্তন করা।
৬. নতুন প্লাস্টিকের সিলিন্ডার ব্যবহার করা।
তো সবাই ভালো থাকবেন, ট্রিকবিডির সাথে থাকবেন, আজকের পোস্টে এ পর্যন্তই কথা হবে আগামী দিনে অন্য কোনো পোস্টে।
কপিরাইটঃ পোস্ট টাকে সৌন্দর্য দেখার জন্য এই ছবি দুইটি গুগল থেকে ব্যবহার করছি।
~ আল্লাহ হাফেজ
The post সতর্কতা অবলম্বন করুন! কিভাবে নিজেকে পুরো পরিবার সহ সবকিছু গ্যাসের চুলার সিলিন্ডারে বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেতে সতর্কতা অবলম্বন করবেন? appeared first on Trickbd.com.
source https://trickbd.com/tech-news/849331
0 মন্তব্যসমূহ