জেনে নেওয়া যাক ২০২২ সালে সিনেমেটোগ্রাফি এবং ক্যামেরার জন্য কোন ফোনটি বেস্ট ছিল!!

Ads Inside Post

জেনে নেওয়া যাক ২০২২ সালে সিনেমেটোগ্রাফি এবং ক্যামেরার জন্য কোন ফোনটি বেস্ট ছিল!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আজকে আমি কথা বলব ২০২২ সালে সর্বোচ্চ রেটিং পাওয়া চারটি স্মার্টফোন সম্পর্কে।

মূলত সিনেমাটোগ্রাফি এবং ছবি তোলার জন্য কোন ফোনটি পারফেক্ট এটা জানার জন্য

প্রায় তিন দিন ১০০০ এর ওপর ভোটাভুটির মাধ্যমে একটি বেস্ট ফোন নির্বাচন করা হয়।

চলুন জেনে নেওয়া যাক কোন ফোনটি সকল গ্রাহকদের কাছে বেশি সাড়া জাগিয়েছিল ২০২২ সালে।

আজকে আমরা যে চারটি ফোন সম্পর্কে কথা বলব সেগুলোর লিস্টের প্রথমে রয়েছে Sony Xperia 1IV

দ্বিতীয়তে রয়েছে Google pixel 7 pro

তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের iPhone 14 pro Max

এবং চতুর্থ অবস্থানে রয়েছে Samsung Galaxy s22 ultra

আপনাদের কি মনে হয় এই চারটি ফোনের মধ্যে কোন ফোনটি সবচেয়ে বেশি পারফেক্ট হবে সিনেমাটোগ্রাফির জন্য?,

ভোটিং গুলো দেখে নেওয়া যাক ।

প্রায় সবগুলো ফোনের মধ্যে ভোটিং হয়ে গিয়েছে। আর ভোটের ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে Google pixel 7 pro সবদিক দিয়ে এগিয়ে রয়েছে।

মানুষ সবচেয়ে বেশি পছন্দ করেছে Google pixel 7 pro ফোনটিকে।

এবং এই ভোটের ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে iPhone 14 pro Max এবং Google pixel 7 pro এই দুইটা ফোন বেশি রেটিং পেয়েছে মানুষের কাছে।

কিন্তু তবুও সামান্য একটু রেটিং বেশি পেয়ে Google pixel 7 pro সেরা সিনেমাটোগ্রাফি/ক্যামেরা এর জন্য নির্বাচিত হয়েছে ২০২২ সালে।

প্রায় ৬৩ শতাংশ মানুষ Google pixel 7 pro ফোনটিকে বেশি পছন্দ করেছেন এবং এই ফোনের ওপর ভোট প্রদান করেছেন।

iPhone 14 pro Max এই ফোনটির ক্ষেত্রেও প্রায়ই কাছাকাছি ভোট পাওয়া গিয়েছে।

তো চলুন দেখে নেওয়া যাক এই চারটি ফোনের ক্যামেরা কতটুকু বেশি সন্তুষ্টজনক রয়েছে গ্রাহকদের কাছে।

তবে ভোটের ফলাফল অনুযায়ী দেখা গিয়েছে সকল গ্রাহক এই চারটি ফোনের ওপর সন্তোষজনক ভোট প্রদান করেছে।

এবং প্রায় সব দিক বিবেচনা করে দাম সহ বিস্তারিত ফিচার অনুযায়ী Google pixel 7 pro ফোনটি এগিয়ে রয়েছে।

এবং ক্যামেরা কোরিওগ্রাফি এর জন্য Google pixel 7 pro
ফোনটি গ্রাহকগণের দৃষ্টি কেড়েছে।

গ্রাহকগণ ক্যামেরা এর ক্ষেত্রে Sony Xperia 1 IV এবং Samsung Galaxy s22 ultra ফোনগুলো প্রায় ১০% এর মত ভোট দিয়েছে।

এবং দেখা যাচ্ছে যে এই দুইটি ফোন এগিয়ে রয়েছে সব দিক দিয়ে।

এবং সবদিক দিয়ে Google pixel 7 pro ফোনটি সেরা সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা এর জন্য ২০২২ সালে অ্যাওয়ার্ড পেয়েছে।

আশা করা যায় আরো নিত্য নতুন বিভিন্ন ফিচার আনবে google তার ফোন গুলোর ক্ষেত্রে।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post জেনে নেওয়া যাক ২০২২ সালে সিনেমেটোগ্রাফি এবং ক্যামেরার জন্য কোন ফোনটি বেস্ট ছিল!! appeared first on Trickbd.com.



source https://trickbd.com/android-phone-review/828347


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ