সাপ্তাহিক টেকনোলজি (পর্ব ১) টুইটার আপডেট, টিকটক ব্যান আমেরিকা,সর্বাধিক search গুগল 2022।

Ads Inside Post

সাপ্তাহিক টেকনোলজি (পর্ব ১) টুইটার আপডেট, টিকটক ব্যান আমেরিকা,সর্বাধিক search গুগল 2022।

সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি | গত দুটি পোস্টে আমাকে অন্যান্য লোকজন নানাভাবে অনুপ্রাণিত করেছেন | তার জন্য সবাইকে ধন্যবাদ | যদিও কোন কমেন্টের রিপ্লাই দিতে পারে নি |

 

 

 

সাপ্তাহিক টেকনোলজি নিউজ (প্রথম পর্ব) -এ সকলকেই জানাই শুভেচ্ছা | আজকের দিনে টেকনোলজি ব্যতীত কোন বিষয়ই কল্পনা করা যায় না | এজন্য প্রতিনিয়ত এর নিত্য নতুন তথ্য জানা জরুরি | তাই প্রতি সপ্তাহে এই তথ্যগুলো যেন সকলে জানতে পারে তার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই পর্বগুলো দেওয়া হচ্ছে | প্রতিনিয়ত টেকনোলজির তথ্যগুলো জানতে এই পর্বগুলো দেখতে থাকুন | প্রতি সপ্তাহে একটি করে পর্ব পাবলিশ করা হবে ইনশাল্লাহ |

 

 

 

 

টুইটারের নতুন সকল আপডেটঃ

 

টুইটারের বর্তমান মালিক এলন মাস্ক | টুইটার ক্রয় করার পর থেকেই নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেই চলেছে | অনেকগুলো বাস্তবায়নও করেছে | তারা যে যে পদক্ষেপগুলো গ্রহণ করতে যাচ্ছে তা নিয়ে নিচে আলোচনা করা হলো |

 

 

১.টুইটার ১.৫ বিলিয়নের মতো একাউন্ট ডিলিট করতে যাচ্ছে | যে একাউন্টগুলোতে এক বছর লগ ইন করা হয়নি এবং কোন প্রকার টুইট বার্তা নেই সেসকল একাউন্ট ডিলিট করা হবে বলে জানিয়েছে এলন মাস্ক |

 

২.টুইটারে আসতে যাওয়া নতুন সিস্টেমগুলোর মধ্যে রয়েছে টুইট বার্তায় ভিজিটর দেখা, টুইট বার্তায় রিয়্যাক্টের সংখ্যা ইত্যাদি | জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুকের পোস্টগুলোতে কত জন রিয়্যাক্ট দিয়েছে,কে কে রিয়্যাক্ট দিয়েছে তা দেখা যায় | বর্তমানে নতুন পোস্ট শেয়ারিং গ্রুপগুলোতে পোস্টের ভিজিটর সংখ্যাও দেখা যায় | টুইটারে এই সিস্টেমগুলোর একটিও ছিল না | এলন মাস্ক নিজেই জানিয়েছে যে, টুইটারের টুইট বার্তাগুলোর ভিজিটর সংখ্যা দেখার সিস্টেমটি এবং রিয়্যাক্ট প্রাপ্ত সংখ্যা দেখার সিস্টেমটিও চালু করা হবে |

 

 

৩.গত ১মাস আগে টুইটার জানিয়েছিল যে টাকার মাধ্যমে মিলবে ব্লু টিক মার্ক | একথা শোনার পর অনেক সেলিব্রেটিরা টুইটার থেকে একাউন্ট সরিয়ে নিচ্ছিল | এই খাত থেকে বাঁচতে টুইটারে কয়েক রঙের টিক মার্কের ব্যবস্থা করবে বলে জানিয়েছে এলন মাস্ক | যেমনঃ সবুজ, লাল | একেক ক্যাটাগরিতে একেক ধরনের টিক মার্কের ব্যবস্থা করা হবে | এতে করে সেলিব্রেটিদের অরিজিলাম একাউন্টও চেনা যাবে এবং টাকার মাধ্যমে ভেরিফাইডকৃত একাউন্টও চেনা যাবে |

 

 

 

আমেরিকা থেকে নিষিদ্ধ হবে টিকটক অ্যাপ

 

আমেরিকা থেকে টিকটককে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার | টিকটক চীনের তৈরি একটি ভিডিও শেয়ারিং ওয়েব | আমেরিকার বিশ্লেষকরা মনে করেন যে, টিকটকের মাধ্যমে আমেরিকার গোপন তথ্য চুরি হয়ে যেতে পারে | চীনের কাছে চলে যেতে পারে | আবার অনেকে মনে করেন যে, টিকটকের মাধ্যমে দেশের অনেক মানুষ অযথা সময় নষ্ট করছে | এতে প্রচুর ক্ষতি হচ্ছে দেশের | আমেরিকা সরকার ইতিমধ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে টিকটক ব্যবহার বন্ধ করে দিয়েছে | আলবামা নামক প্রদেশের কলেজের ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে টিকটক নিষিদ্ধ করেছে | যদি কেউ ব্যবহার করে তাহলে লোকেশন জেনে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন | আমেরিকার একটি প্রদেশের ২৬টি স্কুল প্রতিষ্ঠানে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে |

 

 

২০২২ সালে গুগলে সর্বাধিক অনুসন্ধানকৃত বিষয়ঃ

 

গত বছরে সর্বাধিক অনুসন্ধানকৃত বিষয়গুলো গুগল নিজেই জানিয়েছে | নিচে তার বিষয় ও নাম দেওয়া হলোঃ

 

Defination

 

Rupee

Oligarch

Cacao

 

People

 

Johnny depp

Will smith

Amber heard

 

current events

 

Election result

Queen Elizabeth passing

Ukrain

 

 

movie

 

Encanto

Thor:love and thunder

Top gun:maver

 

tv show

 

Euphoria

Stranger thing

The watcher

 

song

 

We don’t talk about bruno (encanto)

Surface pressure (encanto)

Jiggle jiggle (duke&jones and louris therouk)

 

overall

 

Wordle

Election result

Betty white

 

 

তো আজ এখানেই শেষ করছি | ধন্যবাদ সবাইকে |

The post সাপ্তাহিক টেকনোলজি (পর্ব ১) টুইটার আপডেট, টিকটক ব্যান আমেরিকা,সর্বাধিক search গুগল 2022। appeared first on Trickbd.com.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ