আস্সালামু আলাইকুম , কেমন আছেন ? আশা করি অনেক অনেক ভালো আছেন। টাইটেল দেখে তো নিশ্চয়ই বুজছেন আজকের টপিক টা।
আজ একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করবো । কিন্তু কতক্ষণ কাজ করবে তা বলা মুশকিল । আজকে যে বিষয় টি শেয়ার করবো টা হলো কল বোম্বিং । এর আগে আমি এসএমএস বোম্বিং নিয়ে পোস্ট করেছিলাম । অনেকেই ব্যবহার করেছেন ওই এসএমএস বোম্বের টি । আজকেও আমরা termux দিয়ে কল বোম্বিং করবো ।
বি : দ্র :- দোয়া করে কেউ কমেন্ট এ গালাগালি করবেন না, কারণ এই api কতক্ষণ /কতদিন কাজ করবে তা বলা যায়না । আপনি ট্রাই করুন ।
তো চলুন শুরু করা যাক ;-
প্রথমে প্লে স্টোর থেকে Termux অ্যাপ টি ডাউনলোড করে নিন । ওপেন করার পর কমান্ড গুলো দিয়ে নিন ।
যাদের এই ৬ টা কমান্ড দেয়া ছিল তাদের দিতে হবেনা।
কমান্ড ১:- pkg update -y
কমান্ড ২:- pkg upgrade -y
কমান্ড ৩:- pkg install git -y
কমান্ড ৪:- pkg install python -y
কমান্ড ৫:- pkg install python2 -y
কমান্ড ৬:- pkg install python3 -y
তো তারপর লিখুন
git clone https://ift.tt/Tnvfb2M
তারপর লিখুন cd accall && ls
তারপর লিখতে হবে python accall.py
তারপর এরকম আসার পর প্রথম ঘরে নাম্বার দিন আর পরের ঘরে কি পরিমান দিবেন সেটা দিন ।
এই যে প্রুভ ।
আর ভাই একটু কম করেই দিবেন । মারাত্মক,আমার নাম্বার এ টেস্টিং করতে গিয়ে আমার অবস্থা টাইট হইসছিলো । কল কাইটা দেই আবার আরেক নাম্বার থেকে কল আসে ।
তো আজ এই পর্যন্তই , ভালো থাকুন , সুস্থ থাকুন , সাবধানে থাকুন । আল্লাহ হাফেজ ।
The post এবার কল বোম্বিং করুন termux দিয়ে , তারাতারি দেখে নিন । appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ