হ্যালো, কেমন আছো ??
আমার নতুন পোস্ট এ জানাই স্বাগতম । অনেকেই কুকি নিতে পারছে , বাট অনেকেই পিসি না থাকায় বুঝেই না কিভাবে কুকি বা স্ক্রিপ্ট গুলো মোবাইলে ব্যবহার করতে হয় ।
আমি ম্যানসন দিলেও তারা বুঝে উঠে নাই,
তাই ভাবলাম একটা পোস্ট করেই দেই।।
যাতে করে মোবাইল ইউজার রাও কুকির স্বাদ নিতে পারে ।
এখন অনেকের প্রশ্ন জাগতে পারে এই কুকি আবার কি জিনিস?
শপিং কার্ট, ইউজারের সেটিং এবং লগ ইন ইনফর্মেশন মনে রাখতে এবং আরও অনেক ফিচারে ওয়েবসাইটের কুকি ব্যবহার করা হয়। আসা করি এই এক লাইনেই বুঝে যাবেন।
এখন একবার ভাবেন যদি কোন প্রিমিয়াম একাউন্ট ধারির কুকি আমদের কাছে থাকে তাহলে কিন্তু আমরা নিজেদের কম্পিউটার থেকে সেটা এক্সেস করতে পারব।
তবে এমনটা কিন্তু সব সাইট এ পসিবল না।।
যে সাইট গুলতে এমন বাগ রয়ে গেছে সেই গুলোতেই করা সম্ভব ।
হয়ত আপনাদের সবার মনে আছে Envanto Elements এর আগে বেশ কয়েকবার কুকি পাওয়া গেছিল । এবং আমরা Unlimited Download করেছিলাম ।
কিন্তু তারা তাদের সাইট এর এই সমস্যা টি এখন সল্ভ করে ফেলেছে ।
সো What ??
Envanto Elements নিয়ে আমার অন্য প্লান আছে । আমি আপনাদের জন্য একটা সিস্টেম এনে দিবো ।
কিভাবে মোবাইলে কুকি ব্যবহার করতে হয় ?
এর জন্যে আপনাকে এমন ব্রাউজার ইন্সটল করতে হবে যেখানে আমরা Extension ব্যবহার করতে পারব।
এর জন্যে অনেক ব্রাউজার আছে ।
আমি মুলত আপনাদের Kiwi Browser ব্যবহার করে দেখাচ্ছি ।
আপনারাও ইন্সটল করে নিন, এইখানে ক্লিক করে ।
Install করা হলে ওপেন করে নিন ।
তারপর এই লিংকে ক্লিক করে Cookie Editor Extension টা ইন্সটল করে নিন।
আমি কিন্তু আমার Kiwi Browser দিয়ে সব করে দেখাচ্ছি । আর হ্যা ব্রাউজার ডেস্কটপ মুড ওপেন করে নিবেন ।
হয়ে গেলো , এখন আপনাদের টেস্ট করে দেখাই দেই ।
Chorki তে ফ্রীতে Premium Subscription নিয়ে নিন কুকি ব্যবহার করে।
উপরের লিংক এ যাবেন গিয়ে কুকি কপি করে আনবেন ।
অথবা এখান থেকেও কপি করে নিনঃ এখান থেকে
Password: trickbd
এইবার আপনি এক কাজ করেন ।
https://www.chorki.com/ এ ভিজিট করুন । লগিন করা লাগবে না শুধু ওপেন করুন ।
এইবার আপনি আপনার ব্রাউজারের থ্রি ডট আইকন এ ক্লিক করেন ।
স্ক্রিনসট খেয়াল করুন উপরে।
একবারে নিচে স্ক্রল করুন ।
সবার নিচে দেখেন কুকি এডিটর …
ক্লিক করে ওপেন করে নিন ।
এখন কুকি ও আছে আমদের কাছে পাশাপাশি Extension ও আছে । কিভাবে ব্যবহার করতে হয় সেটা এই পোস্ট এ দেখানো আছে দেখে আসেন ।। আর লিখতে মন চাইতেছে না।
Chorki তে ফ্রীতে Premium Subscription নিয়ে নিন কুকি ব্যবহার করে।
তারপরেও আপনাদের সুবিধার কথা বিবেচনা করে কিছু SS দিয়া দিলাম ।
ওপেন হওয়ার পড়ে ডিলিট দিবেন আল্
তারপর লিঙ্ক থেকে কপি করা কুকি গুলো ইম্পর্ট করে দিবেন ।
ইম্পর্ট দিয়ে বের হয়ে যাবেন ঐ Tab থেকে।
তারপর একবার রিফ্রেস দিয়ে দিন ।।
নিচে প্রমান দিলাম দেখেন লগ আউট দেখাচ্ছে ।
তারমানে, এইটাই যে মাথায় শুধু দুইটা ব্রেইন সেল থাকলেই আপনিও মোবাইল দিয়ে কুকির মজা নিতে পারবেন।
আচ্ছা যেকোনো একটি এপিসোড প্লে করে দেখাই ওকে ??
প্লে হয়েছে কিন্তু কেন জানি স্ক্রিনসট টি ঘোলা আসল।
যাইহোক আর ট্রাই না করি আপনারা করেন এইবার।
THanks Me Later
The post মোবাইলে কিভাবে কুকি ব্যবহার করে যেকোনো সাইট এর প্রিমিয়াম ফিল নিবেন জেনে নিন। appeared first on Trickbd.com.
source https://trickbd.com/android-tips/851525
0 মন্তব্যসমূহ