Howdy Everyone,
অনেকদিন পর ফিরে আসলাম ট্রিকবিডিতে একটি নতুন ফেসবুক মেসেন্জার বট নিয়ে। এই বটটির মাধ্যমে আপনারা ফেসবুক থেকেই যেকোনো বাংলাদেশি মোবাইল নাম্বারে ফ্রিতে মেসেজ পাঠাতে পারবেন।তো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক…
Process
- প্রথমত এই লিংকে ক্লিক করে মেসেন্জার গ্রুপে জয়েন করুন। এই গ্রুপেই মূলত কমান্ড দিলে মেসেজ ফ্রিতে সেন্ড হবে। | পার্সোনাল ইনবক্সে ইউজের জন্য এটার প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে। আর যদি নিজের আইডিকেই এইরকম বট বানাতে চান বা বটের সোর্সকোড কিনতে চান তাহলে 1050TK খরছ হবে।
- গ্রুপে জয়েন করে /help কমান্ড দিন। তাহলে বটটির ব্যবহারের নিয়ম জানতে পারবেন
যেকোনো নাম্বারে মেসেজ দুইটি উপায়ে পাঠাতে পারবেন।
- প্রথম উপায়ঃ /sms মোবাইল নাম্বার – মেসেজ। এক্সামপলঃ /sms 0197*****47 – Test Message
- দ্বিতীয় উপায়ঃ যেই মেসেজটি পাঠাতে চান সেই মেসেজটিতে /sms মোবাইল নাম্বার লিখে রিপ্লাই করুন।
- প্রুভঃ
কিছু কথা
- যেহেতু এটা ফ্রি সার্বিস সেহেতু প্রতি দিন একজন ইউজার মাত্র ১১টি ফ্রি মেসেজ পাঠাতে পারবেন।
- গ্রুপে জয়েন হবার সাথেসাথেই মেসেজ পাঠাতে পারবেন না। প্রথমে গ্রুপের এডমিন আপনাকে এপ্রুভ করবে তারপর মেসেজ পাঠাতে পারবেন।
- বটটি পার্সোনাল ইনবক্স সিস্টেম না করার কারন হচ্ছে ফেসবুক একাউন্ট ডিজেবল ইশু। সেজন্য একটি গ্রুপ আকারে বটটি পাবলিশ করা হয়ছে। কেউ পার্সোনালি বট কিনে নিলে সে নিজ খুশি মতো ইউজ করতে পারবে।
- সবশেষ এই বটটি ফ্রি সার্বিস কতোদিন রানিং থাকবে সেই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই
যোগাযোগঃ টেলিগ্রাম
The post নিজের নাম্বার গোপন রেখে FACEBOOK থেকে যেকারো মোবাইল নাম্বারে যতোখুশি ফ্রিতে মেসেজ পাঠান | Free SMS Sender BOT 2023 appeared first on Trickbd.com.
0 মন্তব্যসমূহ