আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন।
আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শাওমির Redmi note 5 pro অথবা ai ভারসনের জন্য Orange Fox Recovery Image.
ফোনের মডেলটি পুরোনো হওয়ার কারণে এর রিকভারি ইমেজ ইন্টারনেট ঘেটে পাওয়া গেলেও
বেশিরভাগ ইমেজ ফ্লাস করার পর রিকভারি ইমেজের লগোতে স্টাক করে বা আটকে থাকে। তখন আবার আরেক জ্বালা।
সেজন্য আমি আজকে অরেঞ্জ ফক্স এর একটি আন-অফিসিয়াল ভারসনের রিকভারি ইমেজ আপনাদের সাথে শেয়ার করবো যা আমার নিজের দ্বারা পরীক্ষিত।
Orange Fox Recovery মূলতো TWRP রিকভারির উপর বেজ করে তৈরি করা একটি রিকভারি প্রজেক্ট যেটা TWRP এর চেয়ে অনেক বেশি ফ্যাসিলিটি দিয়ে থাকে।
যেমন এখানে Built-in
1. Magisk installer
2.Magisk Uninstaller
3.File Manager
4. Disable Force Encryptionসহ
আরো অনেক দরকারি ফ্যাসিলিটি রয়েছে।যা আপনারা ব্যবহার করার পরই বুঝতে পারবেন।
নিচে কিছু স্ক্রিনশট শেয়ার করলাম:
ডাউনলোড লিংক:বি:দ্র: যদিও মডিউলটি পরিক্ষিত তবুও নিজ দাযিত্বে ফ্লাস করবেন।
আজকের মতো এখানেই।
সকলেই ভালো থাকুন,সুস্থ্য থাকুন।
ফি – আমানিল্লাহ।
আল্লাহ হাফিজ।
The post নিয়ে নিন Mi Redmi note 5 ai/pro মোবাইলের জন্য Orange Fox Recovery Image appeared first on Trickbd.com.
source https://trickbd.com/android-root/852282
0 মন্তব্যসমূহ