[Whatsapp Trick] আপনার WhatsApp এর গুগল ড্রাইভে ব্যাকআপ করা মেসেজগুলোকে Encrypted করুন।

Ads Inside Post

[Whatsapp Trick] আপনার WhatsApp এর গুগল ড্রাইভে ব্যাকআপ করা মেসেজগুলোকে Encrypted করুন।

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?

বর্তমান যুগে হয়তো আমাদের মাঝে এমন কেউ নেই যে WhatsApp ব্যবহার করেন না।

হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আমরা কমবেশি সবাই হয়তো এই বিষয়টা জেনে থাকব যে হোয়াটসঅ্যাপ আমাদের কোনো ক্লাউড স্টোরেজ সার্ভিস দেয়না, তারা মূলতো আমাদের ফোনের স্টোরেজকে ব্যবহার করে থাকে আমাদের মেসেজ ও ফাইলগুলো সংরক্ষণ করার জন্য।

আর সেজন্যই আমাদের ফোন রিসেট করলে বা ফরমেট করলে হোয়াটসঅ্যাপের সকল কনভারসেশন মুছে যায় এবং এর সমাধান হচ্ছে গুগল ড্রাইভে ব্যাকাপ রাখা।এবং গুগল ড্রাইভে ব্যাকাপ রাখাটাতেই একটু নিরাপত্তার কমতি দেখা দেয় এবং সেজন্যই তারা “End to end encrypted backup” সিস্টেমটি রেখেছে।

এই সিস্টেমটি হচ্ছে আমরা গুগল ড্রাইভ ব্যাকআপের সাথে একটি পাসওয়ার্ড সেট করে দিতে পারবো যেটার কারণে ভবিষ্যতে ডেটা রিস্টোর করার সময় আমাদের দেওয়া পাসওয়ার্ড ছাড়া কেউ ডেটাগুলো রিকভার করতে পারবেনা এবং এক্ষেত্রে আমাদের ডেটাগুলো End to end encrypted থাকবে।

এই ফিচারটি চালু করার জন্য নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন-

১.হোয়াটসঅ্যাপ সেটিংস এ যান

২.চ্যাট সেটিংস এ যান


৩.চ্যাট ব্যাকআপে যান



৪. End to end encrypted backup এ ক্লিক করুন



৫.Turn On এ ক্লিক করুন

৬.Creat password এ ক্লিক করে পাসওয়ার্ড সেট ও রি-টাইপ করে কনফার্ম করুন।

ব্যাস, এখন থেকে আপনার ব্যাকআপ End to End Encrypted. তবে মনে রাখবেন পাসওয়ার্ডটি ভুলে গেলে ব্যাকআপগুলো কখনো রি-স্টোর করতে পারবেন না,তাই মনে রাখবেন পাসওয়ার্ডটি।

আজকের মতো এখানেই।
আল্লাহ হাফিজ।

প্রয়োজনে টেলিগ্রামে নক করুন : টেলিগ্রামে আমি

The post [Whatsapp Trick] আপনার WhatsApp এর গুগল ড্রাইভে ব্যাকআপ করা মেসেজগুলোকে Encrypted করুন। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/uncategorized/852486


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ