ফেসবুকে আবারো চালু হচ্ছে মেসেঞ্জার ছাড়া চ্যাট করার সুবিধা!!

Ads Inside Post

ফেসবুকে আবারো চালু হচ্ছে মেসেঞ্জার ছাড়া চ্যাট করার সুবিধা!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে আমরা ফেইসবুকে পরিচিত হয়ে থাকি প্রায় সবাই।

২০০৪ সালে যাত্রা শুরু হয় ফেসবুকের এবং এটি হচ্ছে জনক মার্ক জুকারবার্গ কে বলা হয়।

খুব স্বল্প সময়েই এটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে সকলের মাঝে, বর্তমান সময় ফেসবুক একাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

ফেসবুকে সরাসরি এসএমএস করা যেত আলাদা কোন মেসেঞ্জারের দরকার হতো না। কিন্তু ২০১৪ সাল থেকে এই ফিচারটি বন্ধ করে দেয়া হয়েছিল।

যার জন্য গ্রাহকেরা অনেক ক্ষুব্ধ হয়েছিল তাদেরকে কথা বলার জন্য আলাদা করে মেসেঞ্জার অ্যাপস এর দরকার হতো।

গ্রাহকদের কথা বিবেচনা করে মেটা মালিকানাধীন ফেসবুক আবারো চালু করছে ফেসবুক থেকে সরাসরি এসএমএস করার সুবিধা।

আগে শুধুমাত্র ফেসবুক লাইট দিয়ে সরাসরি এসএমএস করা যেত এবার থেকে মেসেঞ্জার অ্যাপস ছাড়াও সরাসরি ফেসবুক থেকে এসএমএস করা যাবে।

বর্তমান সময়ে টিকটকের সাথে ফেসবুক পাল্লা দিয়ে চলতে পারছে না বলেই ফেসবুক আবারও

নতুন করে এমন ফিচারটি এনে গ্রাহকদের মন আকৃষ্ট করার চেষ্টা করছে বলে জানা যাচ্ছে।

খুব শীঘ্রই চালু হবে এই ফিচারটি আবারও, এবং অনেক গ্রাহকদের সুবিধা হবে।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য ট্রিক বিডি এর সাথেই থাকুন।

The post ফেসবুকে আবারো চালু হচ্ছে মেসেঞ্জার ছাড়া চ্যাট করার সুবিধা!! appeared first on Trickbd.com.



source https://trickbd.com/facebook-tricks/861810


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ