Telegram Bot এর মাধ্যমে, যে কারো ফোন নম্বর থেকে, কয়েক সেকেন্ডের মধ্যেই নাম এবং জিমেইল আইডি বের করুন।

Ads Inside Post

Telegram Bot এর মাধ্যমে, যে কারো ফোন নম্বর থেকে, কয়েক সেকেন্ডের মধ্যেই নাম এবং জিমেইল আইডি বের করুন।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব,

সেটা হচ্ছে কিভাবে আমরা টেলিগ্রাম বট এর মাধ্যমে খুব সহজেই একদম পানির মত সহজে,

যে কারো ফোন নাম্বার থেকে তার নাম জিমেইল আইডি এবং অপারেটর নেইম বের করতে পারবো।

যারা আগে থেকে এ পদ্ধতি জানেন তারা চাইলে পোস্টটি ইগনোর করতে পারেন যারা নতুন আছে এখন এ বিষয়ে জানেনা তারা এখান থেকে শিখে নিতে পারেন।

 

Note: কিছু কমেন্টকারী আছে যারা টাইটেল পড়ে, পোস্টে মন্তব্য করে অথবা আন্দাজে একটা মন্তব্য করে। তাদের ক্ষেত্রে বলছি উল্টাপাল্টা মন্তব্য করলে প্রতিটা কমেন্টে রিপোর্ট করা হবে।

 

আমার মনে হয় না এখানে যারা পোস্ট পড়থৈ আসতে তারা হয়তো বা সবাই ট্রুকলার একটি অ্যাপ আছে সেটির সাথে পরিচিত।

মূলত আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো ফোন নাম্বার থেকে তার নাম এবং জিমেইল আইডি বের করার জন্য আমরা ট্রু কলার অ্যাপ ব্যবহার করে থাকি,

কিন্তু আজকের এই পদ্ধতিতে দেখানো হবে যে, ট্রুকলার অ্যাপ ছাড়াই টেলিগ্রাম বটের মাধ্যমে   কিভাবে খুব সহজেই যে কারো নাম এবং জিমেইল আইডি পেয়ে যাই।

 

 

প্রথমে আমাদের এই টেলিগ্রাম বট টি ওপেন করে নিতে হবে যেটা আপনারা আমার ওপরে স্ক্রিনশটে দেখতে পারছেন এটা আপনারা চাইলে টেলিগ্রাম সার্চ বাড়ে এই বটের নাম লিখে দিলেই আপনারা বটটি পেয়ে যাবেন।

 

 

এখন আমরা সবাই জানি টেলিগ্রাম বট চালু করার প্রথমেই হচ্ছে আমাদের স্টাট অপশন এ ক্লিক করতে হবে,

এটা একটা সিম্পল জিনিস তারপরও আমি আপনাদের উপরে স্ক্রিনশটে দেখিয়ে দিলাম, আপনারা উপরে যে স্টার্ট অপশন আছে এখানে ক্লিক করবেন, আপনাদের সুবিধার্থে এই টেলিগ্রাম বট টির লিংক আমি পোস্টের শেষে দিয়ে দেব।

 

 

আপনারা যখন start অপশনে ক্লিক করবেন তখন আপনাদের কাছে এরকম একটি মেসেজ আসবে যখন দেখবেন যে এরকম একটি মেসেজ আসছে।

তখন এখানে আপনাকে একটি নাম্বার দিতে হবে উপরে দেখুন বলা হয়েছে যে ইন্টার দা নাম্বার টু সার্চ অর্থাৎ বলছে যে এখানে আপনি একটি নাম্বার দিন এবং সেটি সার্চ করুন,

 

এখানে কিন্তু নাম্বার দেওয়ার নিয়ম আছে নাম্বার দেওয়ার সময় আপনারা অনেকে ভুল করতে পারেন,

তারা আমার উপরের স্ক্রিনশট দেখুন এখানে যখন আপনি কারো নাম্বার দিবেন অবশ্যই সেখানে কান্ট্রি কোড প্লাস থেকে শুরু করে দিবেন, যেহেতু আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড প্লাস  +88 কান্ট্রি কোড দিয়ে আমার নাম্বার লেখা শুরু করলাম।

 

 

আপনার নম্বরটি কান্ট্রি কোড সহকারে সেন্ড করে পাঠিয়ে দেবেন তারপর আপনারা উপরে স্ক্রিনশট এর মত দেখতে পারবেন এখানে নম্বরটি সার্চ করা হচ্ছে এখানে আপনাদের তিন থেকে চার সেকেন্ডের মত অপেক্ষা করতে হবে,

 

উপরে দেখুন আমার কিন্তু অলরেডি নম্বরটি পাঠিয়ে দেওয়ার পর তার নাম জিমেইল এড্রেস এবং অপারেটর নিয়ম চলে আসতে যেগুলো আমি হাইড করে রাখছি,

 

সমস্যাঃ

এখানে একটি সমস্যা আছে সেটা হচ্ছে আপনি শুধুমাত্র একটি নম্বর দিয়ে এখানে সেটা ইনফরমেশন বের করতে পারবেন,

এরপর আপনাকে কয়েক ঘন্টা অপেক্ষা করতে বলবে তো এটা অনেক বিরক্তিকর।

আমরা চাচ্ছি যে আমাদের যেন কোন অপেক্ষা করতে না হয় সেজন্য আমাদের এখানে লগইন করতে হবে সেজন্য আমরা নিচে যে স্ক্রীন সর্ট

দেখতে পারছেন লগ ইন অপশন,

 

এখানে আপনারা লগইন অপশনে ক্লিক করবেন,, লগইন অপশনে ক্লিক করার পর আপনার নম্বর চাওয়া হবে,

ঠিক এর আগে যেমন আপনারা নাম্বার দেওয়ার সময় + ডাবল এইট থেকে শুরু করলে একইভাবে এখানে আবার নাম্বার দেওয়ার সময় কান্ট্রি কোড সহকারে নাম্বার দিয়ে উঠাবেন

 

আপনাদের সুবিধার্থে আপনারা আমার উপর যদি স্ক্রিনশট ফলো করুন দেখুন এখানে আমি নাম্বার উঠানোর সময় কান্ট্রি কোড দিয়ে নম্বরটি শুরু করেছি এবং এরপর সেন্ড করলাম,

 

 

এরকম নম্বর থেকে আপনার কাছে কল আসবে এবং আপনারা কলটি রিসিভ করবেন সেখানে ভেরিফিকেশন কোড বলা হবে সেই কোডটা আপনারা শুনে তারপর টেলিগ্রাম বটে এসে আপনারা করতে পাঠিয়ে দিবেন।

 

তাহলেই আপনার টেলিগ্রাম বাট টি থেকে যখন ইচ্ছা তখন যেকোনো নাম্বার থেকে নাম এবং জিমেইল আইডি বের করতে পারবেন।

টেলিগ্রাম বট লিংকঃ @XTZ_TruecallerBot

 

ইন্টারনেট প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিপস এন্ড ট্রিকস সহ, বিভিন্ন তথ্য পেতে,  প্রযুক্তি বিষয়ক  সাইটটি ঘুরে আসতে ক্লিক করুন। 

 

 

আজকের পোস্ট এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

The post Telegram Bot এর মাধ্যমে, যে কারো ফোন নম্বর থেকে, কয়েক সেকেন্ডের মধ্যেই নাম এবং জিমেইল আইডি বের করুন। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/tools/863187


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ