আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।
সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে
পড়ালেখা হলো আমাদের জীবনের এক অংশ বলতে গেলে নিরক্ষর হলে যেনো চোখ থাকতেও অন্ধ এমন বুঝায়।
আমাদের দেশে এসএসসি এর পর এইচএসসি কে বলা হয় উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা।
২০২০ সালের পর অতিমারি করোনা পরিস্থিতি সামাল দিয়ে দেশ এর অগ্রগতি বজায় রাখতে গিয়ে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে।
বার বার শিক্ষা ব্যাবস্থা এর কার্যক্রম পিছনে নিয়ে যাওয়া হচ্ছিল, যার ফলে ছাত্র ছাত্রীরা বড় ধরনের সেশন জোটে পড়ে।
সব জল্পনার অবসান ঘটিয়ে Hsc পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছরের জুলাই মাসের শেষ দিকে।
কিন্তু শিক্ষার্থীরা সময় বেশি পাইনি বলে অনেক অভিযোগ শিক্ষাবোর্ড গুলো পেয়েছে,, তাই সকল শিক্ষাবোর্ড এর সিদ্বান্ত অনুযায়ী বলা হচ্ছে
শিক্ষার্থীদের কথা বিবেচনা করে hsc ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্ট মাস এর দ্বিতীয় সপ্তাহ এর দিকে শুরু হতে পারে।
তবে এটা ঠিক যে জুলাই মাসে পরীক্ষা হয়তো হবে না পিছানো হতে পারে এই সম্পর্কে একটি পত্রিকা শিরোনাম প্রকাশ করেছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ হয় নী শিক্ষাবোর্ড থেকে, তবে বলা হচ্ছে তারিখ পেছানো হতে পারে।
এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য
The post এইচ এসসি পরীক্ষা জুলাই মাসে হবে নাকি আগস্টে জেনে নিন বিস্তারিত!! appeared first on Trickbd.com.
source https://trickbd.com/hsc-exam-result/865803
0 মন্তব্যসমূহ